বাংলা নিউজ > বায়োস্কোপ > 'সিরিয়াল করব না যে এমন নয়, কিন্তু...' ছোট পর্দায় ফেরার জন্য কী শর্ত দিলেন শন?

'সিরিয়াল করব না যে এমন নয়, কিন্তু...' ছোট পর্দায় ফেরার জন্য কী শর্ত দিলেন শন?

ছোট পর্দায় ফেরার জন্য কী শর্ত দিলেন শন?

Sean Banerjee: কেরিয়ারের পথ চলা শুরু ছোট পর্দা থেকেই। ছোট পর্দাই তাঁকে পরিচিতি দিয়েছে। তবুও সেখানে ফিরতে নারাজ শন। কিন্তু কেন? রাখলেন কোন শর্ত?

ছোট পর্দা থেকেই উত্থান, সেখান থেকেই পরিচিতি তবুও সেখানে ফিরতে চাইছেন না শন! এখন তিনি পুরোপুরি ওয়েব সিরিজে মনোনিবেশ করেছেন। আর কিছুদিন পরেই মুক্তি পেতে চলেছে পিলকুঞ্জ। তার আগে ছোট পর্দায় ফেরা নিয়ে কী বললেন শন বন্দ্যোপাধ্যায়।

আমি সিরাজের বেগম, মন ফাগুন, এখানে আকাশ নীলের মতো জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছিলেন শন। কিন্তু মন ফাগুন শেষ হয়ে যাওয়ার পর তাঁকে আর নতুন কোনও ধারাবাহিকে দেখা যায়নি সেই অর্থে। তবে সূত্রের খবর অনুযায়ী অভিনেতার কাছে কিন্তু টেলিভিশন থেকে একাধিক প্রস্তাব আসছে। তবুও তাতে কাজ করতে চাইছেন না তিনি। ফিরিয়ে দিচ্ছেন সমস্ত প্রস্তাব। কিন্তু কেন? নেপথ্য আছে কোন কারণ?

আনন্দবাজারকে এই বিষয়ে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানান, 'অনেক প্রস্তাব আসছে। সিরিয়াল করব না যে সেটা কিন্তু নয়। বেশ কিছু কথা বার্তা চলছে। কিন্তু আমি একটু এখন অন্যরকম ভাবে ভাবছি।' অন্যরকম বলতে? অভিনেতার কথায় এর আগে ছোট পর্দায় তিনি যে ধরনের চরিত্রে অভিনয় করেছেন তার থেকে সেটা আলাদা হতে হবে। আলাদা কিছু যদি না পান তাহলে সেই সিরিয়ালে কাজ করতে চান না শন। কিন্তু আপত্তি কোথায়? 'আমি এতদিন যা যা চরিত্র করেছি সব রাগী রাগী। এখন তার থেকে আলাদা কিছু করতে চাই, দর্শকদের কাছে অন্যভাবে ধরা দিতে চাই', মত অভিনেতার।

আরও পড়ুন: রামকমলের জন্য সারপ্রাইজ, দেবের বাড়িতে চলল কেক কেটে জাতীয় পুরস্কার জেতার উদযাপন

আরও পড়ুন: রাখি কি কেবলই ভাই-বোনের উৎসব? ভারতের ইতিহাস থেকে লোকগাঁথা কী বলছে?

শন বন্দ্যোপাধ্যায়কে বিগত কিছু মাসের মধ্যে একাধিক ওয়েব সিরিজে দেখা গিয়েছে। এর মধ্যে আছে হানিমুন, যদি এমন হতো, ইত্যাদি। একটি ছবিতেও কাজ করেছেন তিনি। সেটাও এখন মুক্তি পাওয়ার অপেক্ষায়। সেই ছবির শুট লন্ডনে হয়েছিল। তবে সামনেই তাঁকে পিলকুঞ্জ সিরিজে দেখা যাবে। আপাতত তিনি সেই সিরিজ মুক্তির অপেক্ষায়।

বন্ধ করুন