চোখে বড় ফ্রেমের পুরনো ডিজাইনের চশমা, দাঁতে লাগানো ক্লিপ। মনে পড়ে টেলিভিশনের ‘জসসি’কে। হ্যাঁ, ‘জসসি জ্যায়সি কোই নেহি’ ধারাবাহিকের জসসি-র কথা-ই বলছিলাম। ২০০৩ থেকে ২০০৬, জনপ্রিয়তার শিখরে ছিল হিন্দি টেলিপর্দার এই ধারাবাহিক। আর এই ধারাবাহিকের দৌলতেই জনপ্রিয়তা পান অভিনেত্রী মোনা সিং। সম্প্রতি এক সাক্ষাৎকারে 'জসসি'র শ্যুটিংয়ের সময়ের স্মৃতিতে ফিরে গিয়েছিলেন মোনা।
মোনা সিং বলেন, 'জসসি'র শ্যুটিংয়ের সময় একবার সেটে এসেছিলেন খোদ কিং খান শাহরুখ। সঙ্গে ছিল আরিয়ান ও সুহানা। তখন ওরা খুবই ছোট। মোনা বলেন, সেটে শাহরুখ এসেছেন শুনে তাঁর হাত-পা ঠাণ্ডা হয়ে যাচ্ছিল। পরিচালকও উত্তেজিত ছিল। মোনা আরও জানান, ‘সেই মুহূর্তে আমি জসসি-র লুকে ছিলাম। আফসোস হচ্ছিল, ‘আমি আসলে দেখতে কেমন উনি জানতে পারলেন না। আমি চেয়েছিলাম উনি জানুন আমি কেমন দেখতে।’ মোনা বলেন, শাহরুখ স্যার এসে আমাকে বললেন, ‘আমার বাচ্চারা তোমাকে ভালোবাসে।’ আমি প্রশ্ন করি, ‘সত্যি?’ উনি বলেন, ‘ওরা শুধু তোমার টাইটেল ট্র্যাক শুনে খাবার খায়।’ মোনার কথায়, ‘তখন আরিয়ান খুব ছোট ছিল এমনকি সুহানাও ছিল মাত্র একটা ছোট্ট বাচ্চা’।
আরও পড়ুন-৩ দশক আগে পালাতে বাধ্য হয়েছিলেন, শ্রীনগরের পৈতৃক ভিটেয় ফিরে আবেগঘন সন্দীপা
এর আগে ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ দেওয়া আরও এক সাক্ষাৎকারে মোনা সিং বলেন, ‘এখনও অনেক অনুষ্ঠানে অনেকে আমাকে জসসি বলে ডাকেন। ওটা আমার দ্বিতীয় নাম হয়ে গিয়েছে। তবে আমি ওদের থেকে ওই আনন্দ কেড়ে নিতে চাই। আমি বলতেও চাই না যে আমি মোনা, জসসি নই। বরং এটার জন্য কৃতজ্ঞ বোধ করি। আমি আরও আনন্দ পান এবং আমি এতে খুশি।’