মনামী ঘোষকে অনেকেই মজা করে বাংলার উরফি জাভেদ বলে থাকেন। তাঁর ইউনিক সাজ দেখে অনেকেই অনেক সময় মজা করেন। কখনও কখনও আবার সেই সাজ এবং হাটকে ডিজাইনের পোশাক দিয়ে তিনি নজর কেড়ে নেন সবার। এদিনও ঠিক একই ঘটনা ঘটল ফিল্মফেয়ারে।
ফিল্মফেয়ারে মনামী ঘোষ
ফিল্মফেয়ারে মনামী ঘোষ একটি সাদার উপর লাল সুতোর নকশি কাঁথা ডিজাইনের স্লিভলেস গাউন পরেছিলেন। পিঠ ছিল সম্পূর্ণ উন্মুক্ত। না না, একটু ভুল বললাম। নেট দেওয়া ছিল তাঁর এই গাউনের পিঠে। আর সেখানেই লেখা ছিল বাংলার বিখ্যাত নকশি কাঁথা স্টিচ একটি পদ্য। মনামীর পিঠে লেখা ছিল, 'অস্ফুট সেই না বলা কথা / মনের আবেগের হারানো ব্যাথা, / আঁকে আর লিখে শোক গাঁথা / কত স্বপ্ন দিয়ে বোনে, নকশি কাঁথা।' সঙ্গে তিনি হাতে একটি বটুয়া ব্যাগ নিয়েছিলেন। আর চুলটাকে লাল ফিতে দিয়ে পুরনো দিনের স্কুল গার্লের মতো বেঁধে রেখেছিলেন।
মনামী তাঁর এই পোস্টেই জানান গোটা পোশাকটির ডিজাইন এবং ভাবনা তাঁরই করা। অনেকেই তাঁর এই পোস্টে মন্তব্য করেছেন।
আরও পড়ুন: 'সমাজসেবা না টাকার লোভ!' চাকরির আশায় ফের পরাগকে বিয়ে শিমুলের! কার কাছে কইয়ের গল্পে বিরক্ত দর্শক
কে কী লিখলেন মনামী ঘোষের পোস্টে?
শুভশ্রী গঙ্গোপাধ্যায় মনামীর পোস্টে লেখেন, 'মনোমুগ্ধকর।' রূপাঞ্জনা মিত্র লেখেন, 'দুর্দান্ত দেখাচ্ছে তোকে।' তাঁর এক অনুরাগী লেখেন, 'পুরো বার্বি লাগছে। মনে হচ্ছে পাশ্চাত্যের বার্বি সঙ্গে বাঙালিয়ানার ছোঁয়া। খুব সুন্দর।' আরেকজন লেখেন, 'যত দিন যাচ্ছে তুমি নিজেকে ছাপিয়ে যাচ্ছ। এই ভাবনা মনে আসার জন্য অসাধারণ শিল্পবোধের সঙ্গে দরকার একটা দরদী মন। চমকে দিয়েছ সবাইকে। আর কি সুন্দর দেখাচ্ছে। এই হেয়ারস্টাইলটা ভীষণ ভালো ভাবে কমপ্লিমেন্ট করেছে পুরো লুকটাকে। এরকম সুন্দর থেকো আর নিজেকে সমৃদ্ধ করতে থাকো।'