বাংলা সিনে জগৎ একসময় রীতিমত দাপিয়ে বেড়িয়েছেন বাংলাদেশি অভিনেত্রী অঞ্জু ঘোষ। দুই বাংলা মিলিয়ে প্রায় সাড়ে তিনশো ছবিতে কাজ করেছেন তিনি। তবে সকলের মনে তিনি থেকে গিয়েছেন বেদের মেয়ে জোসনা হিসেবে। সেখানে তাঁর বিপরীতে দেখা গিয়েছিল চিরঞ্জিত চক্রবর্তীকে। কিন্তু এখন কোথায় অঞ্জু? তাঁকে নিয়ে কী বললেন চিরঞ্জিত?
অঞ্জু ঘোষকে নিয়ে কী বললেন চিরঞ্জিত?
এদিন টিভি ৯ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন সহকর্মীর বিষয়ে অভিনেতা বলেন, 'আমি যখন ওঁর সঙ্গে কাজ করেছি তখনও ওঁর ভীষণ ডিমান্ড ছিল। কিন্তু অনেকেই মনে করতেন তিনি ঠিক আর চার পাঁচটা হিন্দুদের মতো নন। ওঁর কথাবার্তা, হাঁটাচলা সবেতেই বাংলাদেশি মুসলিম ছাপ ছিল। সেই জন্যই তিনি একজন বড় মাপের অভিনেত্রী হওয়া সত্বেও অনেকেই তাঁর সঙ্গে কাজ করতে চাইতেন না। কুণ্ঠা বোধ করতেন।'
বেদের মেয়ে জোসনা প্রসঙ্গে
বাংলা সিনে জগতের অন্যতম ব্লকবাস্টার হিট ছিল এই ছবিটি। ১৯৮৯ সালে মুক্তি পাওয়া এই ছবিটি বানাতে সেই সময় খরচ হয়েছিল প্রায় ২০ লাখ টাকা। কিন্তু বক্স অফিসে এই ছবিটি প্রায় ২০ কোটি টাকা উপার্জন করেছিল। এই ছবির মতো তারপর থেকে আর কোনও বাংলা ছবি এতটা সফল হয়নি বক্স অফিসে।
তবে একটা সময় নিছক অভিমান করেই সরে যান বেদের মেয়ে জোসনা। তবে জানেন কি অঞ্জু ঘোষের আসল নাম ছিল অঞ্জলি ঘোষ। কিন্তু তিনি অঞ্জু ঘোষ হিসেবেই খ্যাতি পান।