নীনা গুপ্তা থেকে শ্বেতা তিওয়ারি-- বলিউডের এই সিঙ্গেল মাদারদের জীবনযুদ্ধের গল্প আপনাকেও অবাক করবে। আপনিও দেবেন ‘সুপার মম’-এর তকমা।
1/7Mothers Day 2023: যে রাঁধে সে চুলও বাঁধে। বলিউডের অনেক নায়িকাও কিন্তু একা হাতেই সামলাচ্ছেন অভিনয় আর ঘর সংসার। তাই তো তাঁরা ‘সুপার মম’। সেরকমই কিছু মা-কে কুর্নিশ জানানো যাক আজকের এই বিশেষ দিনে।
2/7কারিশমা কাপুর নব্বই-এর দশকের একজন বিখ্যাত বলিউড অভিনেত্রী। ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ে করেছিলেন তিনি। বিয়ের বছরকয়েক পরই স্বামীর থেকে আলাদা হয়ে যান। দুই সন্তানকে নিয়ে বর্তমানে একাই থাকেন।
3/7এখনও বিয়ে করেননি সুস্মিতা সেন। খুব অল্প বয়সেই দত্তক নেন প্রথম সন্তানকে। ২৪ বছর বয়সে ঘরে নিয়ে আসেন মেয়ে রেনেকে। এর দশ বছর পর দত্তক নেন আলিশাকে। দুই মেয়ের সঙ্গেই দুর্দান্ত বন্ডিং মা সুস্মিতার।
4/7নীনা গুপ্তার সঙ্গে সম্পর্ক ছিল ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডসের। কিন্তু গর্ভাবতী নীনাকে বিয়ে করতে রাজি হননি ভিভ। তবুও নীনা মাতৃত্ব থেকে পিছিয়ে আসেননি। মাসাবাকে জন্ম দেন, বড় করেন। মা-বাবার দায়িত্ব পালন করেন। মাসাবাও বলিউডের একজন নামী সেলিব্রিটি ডিজাইনার, মায়ের নাম উজ্জ্বল করছেন।
5/7অভিনেতা কবির বেদীর কন্যা পূজা বেদীও তাঁর সন্তানদেরকে একা হাতে বড় করেছেন। তার মেয়ে আলিয়া কয়েক বছর আগে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। পূজার মাতৃত্ব অনেকের কাছেই অনুপ্রেরণা।
6/7দু'বার বিয়ের পিঁড়িতে বসেন শ্বেতা তিওয়ারি। কিন্তু একটা বিয়েও সুখের হয়নি। দুটো বিয়ে থেকেই সন্তানের মা হয়েছেন। আর একা হাতেই দুই ছেলে-মেয়ে পলক আর রেয়াংশকে বড় করেছেন। ঘর সংসার সামলাতে কম স্ট্রাগল করতে হয়নি শ্বেতাকে।
7/7দিনকয়েক আগে মাতৃত্বের ঘোষণা করেছিলেন ইলিয়ানা ডিক্রুজ। অবিবাহিতা এই অভিনেত্রী সন্তান আসার আগেই ট্রোলের শিকার। তবে সন্তানকে গর্ভে রাখার এই বিশেষ মুহূর্ত চুটিয়ে উপভোগ করছেন অভিনেত্রী।