হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বছর ৪১-এর জিম ট্রেনার। চেন্নাইয়ের কোরাত্তুর এলাকার ঘটনা। গত বছর ‘মিস্টার তামিলনাড়ু’ হয়েছিলেন এই জিম ট্রেনার। মিস্টার তামিলনাড়ুর প্রতিযোগিতার জন্য কঠোরভাবে প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।
তাঁর সহযোগীরা যোগেশ নামে পরিচিত ওই ব্যক্তিকে কাছের হাসপাতালে নিয়ে গেলেও পথেই তাঁর মৃত্যু হয়। তিনি একটি জিমের মালিক ছিলেন এবং প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা ব্যায়াম করতেন। প্রতিদিন অনেক লোককে প্রশিক্ষণও দিতেন তিনি। আরও পড়ুন: মা অমৃতার সঙ্গে লন্ডনে দুর্দান্ত সময় কাটাচ্ছেন সারা, শেয়ার করলেন মিষ্টি ছবি
ওই জিম ট্রেনারের সহযোগী জানিয়েছেন, সোমবারের ঘটনার সময় যারা উপস্থিত ছিলেন তাদের কথা অনুযায়ী, প্রথমে তাঁর বমি বমি ভাব হচ্ছিল। এরপর মাথা ঘোরানো অনুভব করেছিলেন তিনি। এরপরই স্টিম বাথ নিতে চলে যান। রুমে গেলেও কয়েক মিনিট পর বের হননি তিনি।
পুলিশ জানিয়েছেন, বন্ধুরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাঁকে মেঝেতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। হাসপাতালে ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। পুলিশি তদন্ত চলছে।