বাংলা নিউজ > বায়োস্কোপ > Mukesh Khanna on Adipurush: 'আদিপুরুষ' নিয়ে বীতশ্রদ্ধ ছোটপর্দার 'ভীষ্ম', প্রতিবাদ করে বললেন 'জ্যান্ত পোড়ানো উচিত'

Mukesh Khanna on Adipurush: 'আদিপুরুষ' নিয়ে বীতশ্রদ্ধ ছোটপর্দার 'ভীষ্ম', প্রতিবাদ করে বললেন 'জ্যান্ত পোড়ানো উচিত'

'আদিপুরুষ' নিয়ে বীতশ্রদ্ধ ছোটপর্দার ‘শক্তিমান’

Mukesh Khanna on Adipurush: আদিপুরুষ বিতর্ক অব্যাহত। মুকেশ খান্না অর্থাৎ ৯০ -এর দশকের ছেলে মেয়েরা যাঁকে ‘শক্তিমান’ বা মহাভারতের ‘ভীষ্ম’ বলেই চেনেন তিনি আগে সইফকে কেন রাবণ হিসেবে দেখানো হয়েছে এটা নিয়ে প্রশ্ন তোলেন। এবার বললেন এই ছবির গোটা টিমকে জ্যান্ত পুড়িয়ে দিতে!

‘আদিপুরুষ’ নিয়ে বিতর্ক যেন থামার নামই নিচ্ছে না। খোদ ইন্ডাস্ট্রির একাধিক মানুষ এই ছবির বিরোধিতা করেছেন। এঁদের মধ্যে অন্যতম হলেন ‘শক্তিমান’ ওরফে মহাভারতের ‘ভীষ্ম’ তথা মুকেশ খান্না। তিনি লাগাতার ভাবে এই ছবির বিরোধিতা করে চলেছেন। রামায়ণের এমন ভুলভাল দৃশ্যায়ন তিনি মানতেই পারছেন না। তিনি দেশের ১০০ কোটি হিন্দুকে আহ্বান করেছেন এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে। প্রতিবাদ করতে। এর আগেও তিনি ছবির কাস্টিং নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এবার বললেন ছবির গোটা টিমকে ৫০ ডিগ্রিতে পুড়িয়ে দেওয়া উচিত।

এএনআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে মুকেশ খান্না বলেন, 'ওদের মার্জনা করাই উচিত নয়। আমি আগেও আমার ইউটিউব চ্যানেলে বলেছি, ওদের ৫০ ডিগ্রিতে দাঁড় করিয়ে জ্যান্ত পোড়ানো উচিত।'

তিনি এই সাক্ষাৎকারে বলেন 'সবাই বলছে মনোজ মুনতাসির নাকি বিশাল বড় লেখক। আমি ওঁকে এর আগে ফলো করিনি। কিন্তু আমি এখন যখন ওঁর শিশুসুলভ মতো কথাবার্তা শুনছি আমার খারাপ লেগেছে। আমি ভেবেছিলাম গোটা দেশ যখন এঁদের বিরুদ্ধে কথা বলছে এঁরা মুখ লুকিয়ে থাকবে। কিন্তু এঁরা তো উল্টে বলছে বাল্মীকির ভার্সন আছে, তুলসিদাসের ভার্সন আছে, রামানন্দ সাগরের একটা ভার্সন আছে এবার আমার ভার্সন হল এটা। এটা কোনও কথা হল? ওঁরা কারা? ওঁরা কি বাল্মীকির থেকেও বড় যে আজকালকার শিশুদের বলবে অতীত, ইতিহাস, মহাকাব্য ভুলে যাও আমি আমি যা দেখাচ্ছি সেটা দেখো। ওটাই সত্যি। এটা ঠিক?'

এরপর তিনি আরও বলেন, 'হনুমানকে এঁরা চামড়ার জিনিস পরিয়ে দিয়েছে, রামকে চামড়ার জুতো পরিয়েছে। রামের দাড়ি ছিল? রাম-বিষ্ণু এঁদের কারও ছিল না। আমরা এসব দেখে বড় হইনি।'

তিনি একই সঙ্গে টি সিরিজের বর্তমান কর্তা ভূষণ কুমারকেও এক হাত নেন এমন ছবির প্রযোজনা করার জন্য।

প্রসঙ্গত এত বিতর্ক কটাক্ষের মাঝে ‘আদিপুরুষ’ ছবির বক্স অফিসের আয়ে পতন অব্যাহত। ৬ দিনে মোট ২৫০ কোটি টাকার ব্যবসা করল দেশে এই ছবি। ওম রাউত পরিচালিত এই ছবিতে রামের ভূমিকায় দেখা যাচ্ছে প্রভাসকে। সীতার চরিত্রে আছেন কৃতি শ্যানন, রাবণ হয়েছেন সইফ আলি খান। অন্যদিকে লক্ষ্মণের বেশে দেখা যাচ্ছে সানি সিংকে।

বায়োস্কোপ খবর

Latest News

বিশ্বকর্মা পুজোয় ছুটি বাংলার ব্যাঙ্কে? সরকারি অফিস খোলা? রইল কলকাতা মেট্রোর সূচি ‘কর্মবিরতি তুলছি না, নতি স্বীকার সরকারের,’ জানালেন জুনিয়র ডাক্তাররা, বাজল ঢাক হাতি কাদায় পড়েনি, নারদার পরেও পেয়েছিলাম ২১১, আরজি করের পরে হিসেব দিলেন দেবাংশু স্বাস্থ্যসচিব থাকছেন, সরানো হবে DME, DHSকে- কালীঘাটে বৈঠকের পর বললেন মমতা জুনিয়র ডাক্তারদের আন্দোলনে পিছু হঠল সরকার,কিছু দাবি মানলেন মমতা,কর্মবিরতি উঠবে? নিজে থেকেই সরতে চান বিনীত গোয়েল, কলকাতা পুলিশ কমিশনারকে বরখাস্ত করে বললেন মমতা Salman Khan: ভাইজানের নাম ভাঁড়িয়ে জালিয়াতি, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি সলমনের ‘এরাই সম্ভাব্য ধর্ষক…’, মৌসুমীকে কটাক্ষ, দেবাংশু-কুণালকে ধুয়ে দিলেন শ্রীলেখারা ৩ স্পিনার,২ পেসার! বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে কেমন হতে পারে ভারতীয় দল… ‘একটি পর্যবেক্ষণে…',CBIকে ‘খাঁচা বন্দি পাখি’ বলে SCর মন্তব্যের পর সরব ধনখড়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.