‘আদিপুরুষ’ নিয়ে বিতর্ক যেন থামার নামই নিচ্ছে না। খোদ ইন্ডাস্ট্রির একাধিক মানুষ এই ছবির বিরোধিতা করেছেন। এঁদের মধ্যে অন্যতম হলেন ‘শক্তিমান’ ওরফে মহাভারতের ‘ভীষ্ম’ তথা মুকেশ খান্না। তিনি লাগাতার ভাবে এই ছবির বিরোধিতা করে চলেছেন। রামায়ণের এমন ভুলভাল দৃশ্যায়ন তিনি মানতেই পারছেন না। তিনি দেশের ১০০ কোটি হিন্দুকে আহ্বান করেছেন এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে। প্রতিবাদ করতে। এর আগেও তিনি ছবির কাস্টিং নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এবার বললেন ছবির গোটা টিমকে ৫০ ডিগ্রিতে পুড়িয়ে দেওয়া উচিত।
এএনআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে মুকেশ খান্না বলেন, 'ওদের মার্জনা করাই উচিত নয়। আমি আগেও আমার ইউটিউব চ্যানেলে বলেছি, ওদের ৫০ ডিগ্রিতে দাঁড় করিয়ে জ্যান্ত পোড়ানো উচিত।'
তিনি এই সাক্ষাৎকারে বলেন 'সবাই বলছে মনোজ মুনতাসির নাকি বিশাল বড় লেখক। আমি ওঁকে এর আগে ফলো করিনি। কিন্তু আমি এখন যখন ওঁর শিশুসুলভ মতো কথাবার্তা শুনছি আমার খারাপ লেগেছে। আমি ভেবেছিলাম গোটা দেশ যখন এঁদের বিরুদ্ধে কথা বলছে এঁরা মুখ লুকিয়ে থাকবে। কিন্তু এঁরা তো উল্টে বলছে বাল্মীকির ভার্সন আছে, তুলসিদাসের ভার্সন আছে, রামানন্দ সাগরের একটা ভার্সন আছে এবার আমার ভার্সন হল এটা। এটা কোনও কথা হল? ওঁরা কারা? ওঁরা কি বাল্মীকির থেকেও বড় যে আজকালকার শিশুদের বলবে অতীত, ইতিহাস, মহাকাব্য ভুলে যাও আমি আমি যা দেখাচ্ছি সেটা দেখো। ওটাই সত্যি। এটা ঠিক?'
এরপর তিনি আরও বলেন, 'হনুমানকে এঁরা চামড়ার জিনিস পরিয়ে দিয়েছে, রামকে চামড়ার জুতো পরিয়েছে। রামের দাড়ি ছিল? রাম-বিষ্ণু এঁদের কারও ছিল না। আমরা এসব দেখে বড় হইনি।'
তিনি একই সঙ্গে টি সিরিজের বর্তমান কর্তা ভূষণ কুমারকেও এক হাত নেন এমন ছবির প্রযোজনা করার জন্য।
প্রসঙ্গত এত বিতর্ক কটাক্ষের মাঝে ‘আদিপুরুষ’ ছবির বক্স অফিসের আয়ে পতন অব্যাহত। ৬ দিনে মোট ২৫০ কোটি টাকার ব্যবসা করল দেশে এই ছবি। ওম রাউত পরিচালিত এই ছবিতে রামের ভূমিকায় দেখা যাচ্ছে প্রভাসকে। সীতার চরিত্রে আছেন কৃতি শ্যানন, রাবণ হয়েছেন সইফ আলি খান। অন্যদিকে লক্ষ্মণের বেশে দেখা যাচ্ছে সানি সিংকে।