আজই সামাজিক রীতি মেনে বিয়ের পিঁড়িতে মিউজিক্যাল জুটি ইমন চক্রবর্তী ও নীলাঞ্জন ঘোষ। হলুদ ব্লাউজের সঙ্গে হলুদ শাড়িতে গায়ে হলুদ অনুষ্ঠানে দেখা গেল ইমনকে। নববধূর সঙ্গে সাযুজ্য রেখে সাদা-হলুদ পাঞ্জাবিতে গায়ে হলুদ পর্বে ধরা দিলেন নতুন বর নীলাঞ্জন।
মঙ্গলবার সকাল থেকে বিয়ের তোড়জোড় শুরু হয় দুই বাড়িতে। সকাল সকাল হয় গায়ে হলুদের পর্ব। একই দিনে ইমন-নীলাঞ্জনের সামাজিক রীতি মেনে বিয়ে এবং রিসেপশন। আত্মীয় এবং ঘনিষ্ঠদের উপস্থিতিতে সমস্ত আচার-অনুষ্ঠান পালন হয়। সামাজিক মাধ্যমে উঠে এসেছে নব দম্পতির বিশেষ দিনের নানা মুহূর্তের ছবি। উঠে এসেছে মেহেন্দি অনুষ্ঠানেরও ছবি।
সন্ধায় রীতি মেনে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মিউজিক্যাল জুটি ইমন চক্রবর্তী এবং নীলাঞ্জন ঘোষ। প্রসঙ্গত, গত বছর পুজোর সময় তৃতীয়ার দিন বাগদান পর্ব সেরে ফেলেন এই মিউজিক্যাল জুটি। রবিবার পরিবার এবং ঘনিষ্ঠদের উপস্থিতিতে আইনি মতেও বিয়ে সেরে ফেলেছেন নীলাঞ্জন ঘোষ-ইমন চক্রবর্তী।