২০০ কোটির আর্থিক তছরুপের মামলায় অভিযুক্ত তিনি, মাঝে অনেক কিছুই ঘটে গিয়েছে। তবে তারপরেও জ্যাকলিনকে যেন কোনওভাবেই ভুলতে পারছেন না 'কনম্যান' সুকেশ চন্দ্রশেখর। জেলের ভিতর থেকেই ভালোবাসার মানুষ জ্যাকলিনকে একের পর এক চিঠি পাঠিয়ে চলেছেন সুকেশ। সম্প্রতি ইস্টারের শুভেচ্ছা জনিয়ে ফের একবার প্রেমত্র লিখলেন সুকেশ চন্দ্রশেখর। চিঠিতে জ্যাকলিনকে ‘বাচ্চা’, ‘বম্মা’, ‘খরগোশ’, ‘পুতুল’ সহ নানান কিছুতে সম্বোধন করেছেন।
আর কী আছে চিঠিতে?
সুকেশ লিখেছেন, সম্প্রতি ‘লাক্স কোজি’র একটি বিজ্ঞাপন দেখে তিনি নাকি জ্যাকলিন সম্পর্কে ভাবছিলেন। লেখেন, ‘মাই বেবি, মাই বম্মা জ্যাকলিন’, (এখনে বম্মা শব্দটি সংহলি শব্দ, যার অর্থ পুতুল) বেবি আমি তোমাকে ইস্টারের শুভেচ্ছা জানাই! এটা তোমার প্রিয় একটা উৎসব। সুকেশ লিখেছেন, ‘তোমার কোনও ধারণা নেই তুমি কতটা সুন্দর, তুমি আমার বাচ্চা। এই গ্রহে তোমার মত সুন্দর আর কেউ নেই। আমার খরগোশ, আমি তোমাকে ভালবাসি, আমার বাচ্চা। তোমার আমার সম্পর্ক চিরকালের জন্য…।’
আর পড়ুন-'রবিবাসরীয়' দুপুরে হাতা-খুন্তি নিয়ে রান্নাঘরে গৌরব, নিজেই বললেন সুস্বাদু হয়েছে..
আরও পড়ুন-বাবা আমায় বলেছিল 'পর্নস্টার’, দু'বছর ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চলেছে: উরফি

সুকেশ ও জ্যাকলিন
সুকেশ আরও লিখেছেন, ‘বাবু তুমি আমার হৃদস্পন্দন। আমাকে পাগলের মতো ভালবাসার জন্য ধন্যবাদ, বাবু, আমার বাচ্চা, তোমার মা, বাবা এবং পরিবারের জন্য. শুভেচ্ছা রইল, ঈশ্বর মঙ্গল করুন! তোমাকে ভালোবাসি আমার বাচ্চা, শুধু ভালোবাসি না, ভীষণ ভালোবাসি, আমার জ্যাকি বম্মা। ’ পাশাপাশি এই কঠিন সময় কেটে যাবে বলেও চিঠিতে লেখেন সুকেশ। এটাই প্রথম নয়, এর আগেও জ্যাকলিনের উদ্দেশ্যে বেশ কয়েকটি চিঠি লিখেছেন সুকেশ।
২০০ কোটির আর্থিক তছরুপের মামলায় আপাতত তিহার জেলেই রয়েছেন সুকেশ চন্দ্রশেখর। ইডি-র চার্জশিটে জানা গিয়েছে সুকেশ জ্যাকলিনকে বিভিন্ন সময় বহুমূল্য উপহার দিয়েছেন। তার মধ্যে রয়েছে গুচির ব্যাগ, জামা, হীরের গয়না, লুই ভুতোঁর এক জোড়া জুতা, দুই জোড়া হীরার কানের দুল এবং বহু রঙের পাথরের একটি ব্রেসলেট, দুটি হার্মিসের ব্রেসলেট। এমনকি একটা মিনি কুপার গাড়িও দিয়েছিলেন সুকেশ, যদিও সেটা নাকি জ্যাকলিন ফেরত দেন।