বিবাহবার্ষীকিতে ভালোবাসামাখা ছবি শেয়ার করলেন নবনীতা বর জিতুকে শুভেচ্ছা জানাতে। ২০১৯ সালে বিয়ে করেন এই তারকা জুটি।
1/5বিয়ের জন্মদিন বলে কথা! চতুর্থ বিবাহবর্ষিকীতে বর জিতু কমলের সঙ্গে আদুরে ছবি পোস্ট করলেন নবনীতা দাস। পুলের জলে তাঁদের মাখোমাখো প্রেমের ছবি দেখে শুভেচ্ছায় ভরাল সোশ্যাল মিডিয়ায়। দুজনেই এখন আছেন লন্ডনে। এবারের বিবাহবার্ষীকি সেখানেই পালন করছেন তাঁরা।
2/5পুলের জলে জিতু আর নবনীতা। ভালোবেসে বরের গালে চুমুও বসিয়েছেন অভিনেত্রী। ছবিটি সামাজিক মাধ্যমে শেয়ার করে নবনীতা লিখলেন, ‘ঝগড়ার ৪ বছর… স্নেহের 4 বছর...’। সঙ্গে জুড়ে দিলেন শুভ বিবাহবার্ষীকি।
3/5২০১৯ সালের ৬ই মে সাত পাকে বাঁধা পড়েছিলেন জিতু-নবনীতা। ইনস্টাগ্রাম স্টোরিতেও কিছু আদুরে ছবির কোলাজ শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। এই চার বছরে অনেক ওঠাপড়া এসছে জীবনে। তবে শক্ত করে ধরেছিলেন একে-অপরের হাত। অপরাজিত মুক্তির পর জিতুর একাধিক পোস্টে, সাক্ষাৎকারে ছিল বউয়ের গুণগান। বড় পরদায় সত্যজিৎ হয়ে উঠতে যে অক্লান্ত প্রস্তুতি চলেছিল, সেই সময়টা ধৈর্য নিয়েই বরকে সামলেছিলেন তিনি।
4/5জিতু যদিও বর্তমানে কাজের জন্যই রয়েছেন টেমসের তীরে। সেখানেই চলছে বাবুসোনা সিনেমার শ্যুট। যাতে নায়িকা চরিত্রে রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এসকে মুভিজের প্রযোজনায় আসছে এই সিনেমা। এই ছবির গল্পে উঠে আসবে এক শিশু অপহরণের ঘটনা। নায়ক পেশায় একজন অপহরণকারী। যদিও সবার সামনে তার কিন্তু অন্য রূপ। নিজের আসল কাজ যাতে কেউ না বোঝে তাই সে একটা আইটি কোম্পানি চালায়। অন্য দিকে নায়িকা হল চোর। কিন্তু সবাইকে বলেন যে, সে একজন পুলিশ।
5/5বরের কাছে কাছে থাকলেও বেশ খানিকটা সময় একাই কাটাতে হচ্ছে নবনীতাকে। জিত শ্যুটে ব্যস্ত থাকায় একা একাই ঘুরে বেড়াচ্ছেন লন্ডনের রাস্তায়। কখনও চলছে ক্যাফে হপিং। আর সেইসব ছবি শেয়ার করে নিচ্ছেন সোশ্যালেও। কাজের সূত্রে নবনীতাকে শেষ দেখা গিয়েছে ইস্মার্ট জোড়ি রিয়েলিটি শো-তে। খবর রযেছে, নবনীতা হয়তো খুব জলদি ফিরবেন টিভির পরদায়। রাজা গোস্বামীর সঙ্গে জুটি বেঁধে টেলিভিশনে ফিরছেন জিতু কমল ঘরণী বলেই জানা যাচ্ছে। সিরিয়ালের নাম ‘বিয়ের ফুল’।