বাংলা নিউজ > বায়োস্কোপ > Nabarun Bose Exclusive: 'সময় অনেক এগিয়েছে, সাউন্ডে বদল এসেছে', বাংলা ছবির গান নিয়ে কী মত নবারুণের

Nabarun Bose Exclusive: 'সময় অনেক এগিয়েছে, সাউন্ডে বদল এসেছে', বাংলা ছবির গান নিয়ে কী মত নবারুণের

খোলামেলা আড্ডায় নবারুণ

Nabarun Bose Exclusive: সদ্যই মুক্তি পেয়েছে ‘শহরের উষ্ণতম দিনে’ ছবিটি। এই ছবির অন্যতম মিউজিক কম্পোজার নবারুণ বসুর মুখোমুখি HT বাংলা। ব্যক্তিগত কথা থেকে কাজ, খোলামেলা আড্ডায় কী জানালেন তিনি?

অনুপম রায় ব্যান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য এবং অবশ্যই বাংলা ইন্ডাস্ট্রির প্রতিভাবান শিল্পী তিনি। একই অঙ্গে তাঁর অনেক রূপ, একদিকে যেমন ভালো কিবোর্ড বাজান, তেমনই ভালো গান গান, মিউজিক কম্পোজ করা হোক বা অ্যারেঞ্জ করা সবেতেই সুদক্ষ তিনি। কার কথা বলছি? ‘শহরের উষ্ণতম দিনে’ ছবির অন্যতম কম্পোজার নবারুণ বসুর। সামনেই মুক্তি পেতে চলেছে তাঁর আরও একটি কাজ, ‘বিয়ে বিভ্রাট’। তার আগেই HT বাংলার মুখোমুখি হয়েছিলেন তিনি।

কেমন আছেন?

নবারুণ: এই তো ভালোই। কাজকর্মের মধ্যেই আছি বেশ।

তারপর, কত বছর হল এই গান বাজনার জগতে?

নবারুণ: প্রফেশনালি ১৫ বছর হয়েই গেল। যদিও আমি এমন একটা পরিবারে বড় হয়েছি যেখানে গানের পরিবেশ ছোট থেকেই ছিল। আমার মা শাস্ত্রীয় সঙ্গীতের শিল্পী। বাবা আবার ভীষণ ব্যান্ড মিউজিক শুনতে পছন্দ করেন। ফলে বাড়িতে দুটোরই চর্চা ছিল। আমি নিজেও ছোটবেলায় সেতার শিখেছি, স্কুল লাইফের শেষে এসে কিবোর্ড শিখতে শুরু করি।

ইন্ডাস্ট্রিতে আসা কীভাবে?

নবারুণ: সৌভিকদা অর্থাৎ এখন সবাইকে যাঁকে স্যাভি বলেই চেনেন আমি তাঁর কাছে কিবোর্ড শিখতাম। তিনিই আমায় প্রথম স্টুডিও সেশনে পাঠান। সেখান থেকেই আর কী। এছাড়া আমি নিজেও একাধিক ব্যান্ডের সঙ্গে বহুদিন ধরেই যুক্ত। দ্য কালার্স বলে একটি ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলাম, সেখানেই আমার প্রথম অ্যালবাম রেকর্ডিংয়ের অভিজ্ঞতা হয়। এরপর অনুপমদা (অনুপম রায়) যখন ব্যান্ড তৈরি করছেন তখন তিনি স্যাভিদার থেকে আমার নম্বর নিয়ে যোগাযোগ করেন। তারপর অনুপমদার সঙ্গেই কাজ করতে করতে মিউজিক প্রোডাকশনের সঙ্গে যুক্ত হয়ে পড়ি। গান অ্যারেঞ্জ করতে শুরু করি, মিউজিকের বিভিন্ন দিকের সঙ্গে যুক্ত হই।

<p>রাজা চন্দের বিয়ে বিভ্রাটে কাজের অভিজ্ঞতা জানালেন নবারুণ</p>

রাজা চন্দের বিয়ে বিভ্রাটে কাজের অভিজ্ঞতা জানালেন নবারুণ

মিউজিক ডিরেক্টর হিসেবে প্রথম কাজ?

নবারুণ: এটা ২০১৫ সালে হয়। সৌকর্য (সৌকর্য ঘোষাল) তখন একটি টেলিফিল্ম বানায় ‘লোডশেডিং’ বলে। আমি সেটার মিউজিকটা করি পুরোটা। তাছাড়া সেই বছরই সুজয় ঘোষের ‘অহল্যা’ শর্ট ফিল্মটিও মুক্তি পেয়েছিল। সেটার ব্যাকগ্রাউন্ড স্কোরও আমি করেছিলাম। তবে ফিচার ফিল্মে প্রথম কাজ করি সৌকর্যের ‘রেইনবো জেলি’তে। এরপর একে একে ‘কালি’ ওয়েব সিরিজ, ‘দময়ন্তী’, ‘ট্যাংরা ব্লুজ’, ইত্যাদি হল।

নিজেরও তো একটা ব্যান্ড আছে, সেটার বিশেষত্ব কী?

নবারুণ: হ্যাঁ, আমার ব্যান্ডের নাম প্রফেসর। আমরা মূলত Rap মেটাল ফরম্যাটে গান করি। আসলে ২০১৫-১৬ সাল নাগাদ আমাদের এই দল তৈরি হয়। আমার তখন এমন কিছু গান লেখা ছিল যা এই ফর্মে প্রেজেন্ট করতে চেয়েছিলাম। তো যাঁরা আমার মতো একই ধরনের সাউন্ড পছন্দ করেন তখন তাঁদের নিয়ে একটা দল তৈরি করি। সেই থেকেই শুরু।

আরও পড়ুন: 'এটা একটা মিরাকেল', ভালোবাসার মরশুমের কোন গল্প শোনালেন বারিষ?

আরও পড়ুন: 'জনসংযোগ হারাচ্ছে বাংলা ছবি', কেন এমনটা মনে করেন ‘আজকের সাজাহান’-এর সুব্রত ওরফে ঋদ্ধি

যেহেতু অনুপম রায়ের সঙ্গে নিবিড় ভাবে কাজ করেছেন, সবটা জানেন বা দেখেছেন, তাই এই প্রশ্ন।

অনুপমের হাত ধরে অটোগ্রাফের সময় যে বদল এসেছিল বাংলা ছবির গানে, সেটায় কি আবার কোথাও বদল আসছে বলে মনে করেন?

নবারুণ: এটা সময় বলবে। অটোগ্রাফের পর সময় অনেকটাই এগিয়েছে। সাউন্ড পরিণত হয়েছে, গান লেখার ধরনে বদল এসেছে। ফ্রেশ সাউন্ড তৈরি হচ্ছে। নতুন আর্টিস্ট যত আসবেন তত নতুন কিছু পাওয়ার সম্ভাবনা বাড়বে।

<p>অনুপম রায় ব্যান্ডের অনুষ্ঠানে</p>

অনুপম রায় ব্যান্ডের অনুষ্ঠানে

বিয়ে বিভ্রাট তো সামনেই মুক্তি পাচ্ছে, রাজা চন্দের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন?

নবারুণ: হ্যাঁ, রাজাদার (রাজা চন্দ) সঙ্গে এটা আমার প্রথম কাজ। যদিও আমি এই ছবির সঙ্গে অনেকটাই পরে যুক্ত হই। ততক্ষনে ব্যাকগ্রাউন্ড স্কোর ছাড়া মোটামুটি সবই হয়ে গিয়েছে। তবে কাজটা দারুণ জমিয়ে, মজা করে করেছি। আসলে গল্পটাই এত ভালো, এত টানটান মজা, উত্তেজনা আছে যে কোথাও বোর হওয়ার জায়গা নেই। নিজেরাই ভীষণ হেসেছি কাজ করতে গিয়ে। আর রাজাদার বিষয়ে কী বলি। উনি এত সিনিয়র, তবুও আমি যখন প্রথমবার নিজের মতো একটা খসড়া করে পাঠাই এই ছবির জন্য সেটা পছন্দ তো করেনই সঙ্গে খুব বাহবা দিয়েছিলেন।

বিয়ে বিভ্রাটে তো কাজ করলেন, নিজের বিয়েতেও কোনও বিভ্রাট হয়েছিল নাকি?

নবারুণ: (হেসে নিয়ে) আমার বিয়েটাই তো বিভ্রাটের মধ্যে হয়েছে। লকডাউনে বিয়ে করেছি, একদিন শুনছি ৬০ জনকে বলা যাবে তো আরেকদিন শুনছি অন্য কিছু। আমাদের সমস্ত অনুষ্ঠান একদিনেই হয়েছিল। ফলে গোটা পৃথিবী যখন একটা বিভ্রাটের মুখোমুখি তখন আমরা বিয়ে করেছি।

বেশ, বেশ, বিয়ে বিভ্রাটের গল্প তো শুনলাম ‘শহরের উষ্ণতম দিনে’ তো অন্যদিকে হিট। প্রতিটা গান দর্শকদের মুখে মুখে ফিরছে। এটা কীভাবে হল?

নবারুণ: হাহা, ধন্যবাদ। আসলে অরিত্র যেদিন প্রথম আমাদের স্ক্রিপ্ট শোনায় সেদিনই আমরা গান নিয়ে আলোচনা করি। ছবিটার নামটাই তো একটা জনপ্রিয় গানের, ফলে এখানে গানগুলোর আলাদা একটা গুরুত্ব থাকবে সেটা বলাই বাহুল্য। আমরা যখন এই ছবি গান বানাই আমাদের মাথায় ছিল যে আমরা কলেজে পড়াকালীন যে ধরনের গান শুনতাম বা পছন্দ করতাম সেটার ফ্লেভার রাখব এই ছবিতে। অর্থাৎ বাংলা ব্যান্ডের গান। বাংলা ব্যান্ডের গান একটা সততা আছে, সেটার সঙ্গে কলকাতা, ওদের বন্ধুত্ব আর প্রেম সবটা মিশিয়ে ‘রাতের কাছে’ গানটি তৈরি করা। এটা ছবিটা হওয়ার আগেই তৈরি হয়ে গিয়েছিল। আর ‘টাইম মেশিন’ গানটা ছবিটা এডিট হওয়ার পর সেই আমেজটা রেখে বানানো হয়েছে।

<p>বিয়ে বিভ্রাটের ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে আবির-বারিষের সঙ্গে নবারুণ</p>

বিয়ে বিভ্রাটের ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে আবির-বারিষের সঙ্গে নবারুণ

একদিকে ব্যান্ড, একদিকে ছবির কাজ সবটা সামলান কীভাবে?

নবারুণ: ব্যালেন্স করেই চলছে। মাঝে মধ্যে ভীষণ খাটনি পড়ে, ঘুম কমে যায়। কিন্তু তারপর ভাবি আমি তো এটাই চেয়েছিলাম। ফুল টাইম মিউজিক করতেই তো চেয়েছিলাম। আর এখন যে আমি সেটা করতে পারছি তার জন্য আমি ধন্য। যাঁরা যাঁরা আমায় এই সফরে সাহায্য করেছেন, পাশে থেকেছেন তাঁদের কাছে আমি কৃতজ্ঞ।

তা, এত যে মহিলা ভক্ত সেটা নিয়ে হোম মিনিস্টার কিছু বলেন না?

নবারুণ: (হেসে নিয়ে) না না, এসব নিয়ে কিছু বলে না। অন্যান্য বিষয়ে বকা খাই যদিও, তবে এসব নিয়ে নয়। আমরা আসলে খুব ভালো বন্ধু। সবটা নিয়েই আমাদের মধ্যে আলোচনা হয়।

আগামী পরিকল্পনা কী?

নবারুণ: একাধিক কাজ আসছে পরপর। আরণ্যক চট্টোপাধ্যায়ের ‘নিখোঁজ’ আর সৌকর্যের ‘ভূতপরী’র কাজ সবে শেষ করলাম। পরমব্রতদার (পরমব্রত চট্টোপাধ্যায়) একটি হরর সিরিজ আসছে, সেটার মিউজিক আমি করছি। এছাড়া অনুপম রায় ব্যান্ডের শো আছে। একটা বিদেশ সফরও আছে এই বছর। ফলে মনে হচ্ছে এই বছরের বাকিটা বেশ কাজে কাজেই কাটবে।

বায়োস্কোপ খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে বুধবার? জানুন রাশিফল RR-কে হারিয়ে উত্থান DC-র, দুইয়েই থাকলেন সঞ্জুরা, চার দলের ১২ পয়েন্ট, জমেছে লড়াই রাত পেরোলেই উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ! HT বাংলায় এক ক্লিকেই দেখুন রেজাল্ট ভাইপোকে ‘রাজনৈতিক উত্তরসূরী’র পদ থেকে সরালেন মায়াবতী, বাংলার ঠিক উলটো! সঞ্জুর লড়াই জলে গেল, ২০ রানে হারল রাজস্থান, দিল্লি জিতে সুবিধে করে দিল KKR-এর আইসিএসই, আইএসসিতে নজর কাড়ল শিলিগুড়ি-জলপাইগুড়ি, বিহার থেকে বাংলায় এসে সাফল্য দেবের চেয়ে উচ্চশিক্ষিত,রয়ছে PhD ডিগ্রি! BJP-র হিরণের মাথায় কোটি টাকার দেনা আজই ৫ লাখ কোটি টাকা গায়েব! ভোটের মধ্যে কেন লোকসভা ভোটে ধস নামল? এখনই ঠিক হবে? ডুবে যাওয়া টাইটানিকের ধনী যাত্রীর সোনার পকেট ঘড়ি নিলামে, কত দাম উঠল BCCI-এর সঙ্গে কথা বলবেন না- বোর্ডের নামে আতঙ্কিত হর্ষিত সাবধান করলেন কোচকে

Latest IPL News

সঞ্জুর লড়াই জলে গেল, ২০ রানে হারল রাজস্থান, দিল্লি জিতে সুবিধে করে দিল KKR-এর BCCI-এর সঙ্গে কথা বলবেন না- বোর্ডের নামে আতঙ্কিত হর্ষিত সাবধান করলেন কোচকে ৪-৪-৪-৬-৪-৬- ম্যাকগার্কের পিটুনি,১৯বলে অর্ধশতরান করে অনন্য নজির গড়লেন DC-র তরুণ IPL 2024: ভক্তের আইফোন ভেঙে ফেললেন মিচেল,পরিবর্তে ক্ষমা চেয়ে দিলেন উপহার- ভিডিয়ো T20 WC-এর কথা মাথায় রেখে কি বুমরাহকে বিশ্রাম দেওয়া হবে? সম্ভাবনা ওড়ালেন পোলার্ড জিতলে গম্ভীরের প্রশংসা, হারলে কেন দোষী শ্রেয়স? KKR সমর্থকদের আচরণে প্রশ্ন বিশপের CSK-তে বড় ধাক্কা! মুস্তাফিজুরের পরে এবার দেশে ফিরলেন দলের অন্যতম সেরা পেস বোলার KKR-কে নিশ্চিন্ত করলেন তারকা আফগান উইকেটকিপার-ব্যাটার,শীঘ্রই যোগ দিতে চলেছেন দলে মাহি ভাইও এই বিষয়ে কোনও সাহায্য করতে পারবেন না- হঠাৎ ধোনির কথা মনে করলেন হার্দিক সানরাইজার্স হায়দরাবাদ সোশ্যাল মিডিয়াতে ব্লক করা প্রসঙ্গে মুখ খুললেন ওয়ার্নার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.