বাংলা নিউজ > বায়োস্কোপ > ইনস্টাগ্রামে ‘অনুপ্রেরণামূলক’ ক্যাপশন, মায়ের কাছে ট্রোলড বচ্চন-নাতনি নভ্যা!

ইনস্টাগ্রামে ‘অনুপ্রেরণামূলক’ ক্যাপশন, মায়ের কাছে ট্রোলড বচ্চন-নাতনি নভ্যা!

নভ্যা নভেলি নন্দা।

অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দা। নেটমাধ্যমে দারুণ সক্রিয় তিনি।

অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দা। নেটমাধ্যমে দারুণ সক্রিয় নভ্যা। সম্প্রতি, ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে ঘাসে ঢাকা সবুজ লনে এক গাল হাসি নিয়ে পোজ দিয়ে দাঁড়িয়ে রয়েছেন নভ্যা। অমিতাভ-নাতনিকে দেখা গেছে বেশ কুল অ্যান্ড ক্যাজুয়াল অবতারেই। সাদারঙা সোয়েটারের সঙ্গে জিনস এবং স্নিকার্স পরে রয়েছেন তিনি। মাথায় বাঁধা ছোট্ট লাল রিবন।

ছবির ক্যাপশনে একটি শব্দও না লিখে স্রেফ একটি হৃদয়ের ইমোজির সঙ্গে দু'টি বিস্ময়বোধক চিহ্ন জুড়ে দিয়েছেন নভ্যা। আর তা দেখেই ওই পোস্টেই মেয়ের পিছনে লেগেছেন শ্বেতা বচ্চন। ছোট্ট করে মেয়ের উদ্দেশে তাঁর কমেন্ট, 'বাহ, কী দারুণ অনুপ্রেরণামূলক ক্যাপশন দিয়েছ।' মায়ের তরফে এহেন কমেন্ট পেয়ে পাল্টা জবাব দিয়েছে মেয়েও, 'কমেন্ট লেখার সময় তো তোমার থেকে এতটুকুও সাহায্য পাইনি।' মা-মেয়ের এই খুনসুটি মন ছুঁয়েছে নেটিজেনদের। নভ্যার এই ছবিকে অধিকাংশ নেটপাড়ার বাসিন্দারা 'কিউট' আখ্যা দিয়েছেন। মজা পেয়েছেন নভ্যার বাবা তথা শ্বেতা বচ্চনের স্বামী নিখিল নন্দাও। তাই তো মেয়ের পোস্টের কমেন্টে হৃদয়ের ইমোজি দিয়েছেন তিনি।

প্রসঙ্গত,শ্বেতা বচ্চন এবং নিখিল নন্দার মেয়ে নভ্যা নভেলি নন্দা। অভিনেতা অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চনের বড় মেয়ে শ্বেতা। অভিষেক বচ্চন সম্পর্কে মামা হয় নভ্যার। ফরডাম বিশ্ববিদ্যালয় (Fordham University) থেকে ডিজিটাল টেকনোলজি নিয়ে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করেছেন নভ্যা। বর্তমানে ‘আরা’(Aara) নামক একটি স্বাস্থ্য সংস্থার সঙ্গে যুক্ত তিনি। নারী সুরক্ষা এবং ক্ষমতায়নের জন্য বর্তমানে কাজ করছে এই সংস্থা। ‘প্রোজেক্ট নভেলি’ নামে নতুন প্রোজেক্টের উদ্যোগ নেওয়া হয়েছে এই সংস্থার তরফে।

বাবা নিখিল নন্দার পথে হেঁটে ব্যবসা করতে চান বচ্চন-নাতনি নভ্যা নভেলি নন্দা। এমনকি বাবার পারিবারিক ব্যবসায় হাত লাগানোর জন্য প্রস্তুত সে। দাদু অমিতাভের মতো অভিনয়ে করতে রাজি নন, এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন শ্বেতা কন্যা নভ্যা।

বন্ধ করুন