গ্ল্যামার দুনিয়ায় কাস্টিং কাউচের ঘটনা নতুন নয়। বহুবার বিশেষত #MeToo মুভমেন্টের সময় এনিয়ে সরব হয়েছেন বহু তারকা। তবে কোনও নামী তারকা, অভিনেত্রী যদি কাস্টিং কাউচ নিয়ে মুখ খোলেন, তাহলে তা নিয়ে আলোচনা হবে বৈকি। সম্প্রতি এক সাংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কাস্টিং কাউচ নিয়ে বিস্ফোরক দাবি করেছেন দক্ষিণ সিনেমা তথা গোটা দেশের অভিনয় দুনিয়ার পরিচিত মুখ নয়নতারা।
সাংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নয়নতারা বলেন, ‘আমায় গুরুত্বপূর্ণ চরিত্র দেওয়ার পরিবর্তে বিছানায় যাওয়ার প্রস্তাব দেওয়া হয়। তবে আমি সাহস করে মুখের উপর সেই প্রস্তাব ফিরিয়ে দি। কারণ, আমি জানি, নিজের যোগ্যাতায় আমি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথমসারির অভিনেত্রী হয়ে উঠেছি।’ তবে নয়নতারাই প্রথম নন, এর আগে ২০২০-তে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলেছিলেন 'বাহুবলী' খ্যাত অনুষ্কা শেট্টি।
নয়নতারা তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথমসারির অভিনেত্রী। বর্তমানে তিনি জওয়ান ছবিতে শাহরুখ খান, বিজয় সেতুপতির সঙ্গে কাজ করছেন। যে ছবির পরিচালক দক্ষিণের অ্যাটলি কুমার। নয়নতারা ২০০৩ সালে মালায়ালাম ছবি 'মানসিনাক্কারে' দিয়ে ডেবিউ করেন। রকে তামিল ছবি - 'আয়া' (২০০৫) 'লক্ষ্মী' (২০০৬) পাশাপাশি তেলগু ছবি 'সুপার' (২০১০) এমনকি কন্নড় ছবিতেও অভিনয় করেছেন।
প্রসঙ্গত ২০২২-এর ৭ জুন পরিচালক ভিগনেশ শিবানের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন নয়নতারা। চেন্নাইয়ের মহাবলীপুরমের শেরাটন গ্র্যান্ডে বসেছিল নয়নতারা-ভিগনেশের বিয়ের আসর। উপস্থিত ছিলেন দুই পরিবার, তাঁদের কাছের কিছু বন্ধু এবং কিছু তারকা ব্যক্তিত্ব। শাহরুখ খান, সুরিয়া, মণিরত্নম, অ্যাটলি, বিজয় সেতুপতি উপস্থিত ছিলেন বলে জানা যায়। এদিকে বিয়ের পরপরই সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের মা হওয়ার কথা জানান নয়নতারা। অভিনেত্রীর সারোগেসির মাধ্যমে মা হওয়ার খবর ছড়িয়ে পড়তেই আইনভাঙার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। কারণ, কারণ, গত বছর জানুয়ারিতে এদেশে সারোগেসির মাধ্যমে মা হওয়া নিষিদ্ধ ঘোষণা হয়, একমাত্র নির্দিষ্ট কিছু কারণেই কোনও দম্পতি সারোগেসির সাহায্য নিতে পারেন বলে সরকারি তরফে জানানো হয়। তবে বিতর্কে জল ঢেলে দিয়ে নয়নতারা জানান, তিনি এবং ভিগনেশ কোনও নিয়মই ভাঙেননি।
সারোগেসি আইন অনুসারে দম্পতির বিবাহিত জীবন হতে হবে ৫ বছরের, তাঁদের নিঃসন্তান হতে হবে। সারোগেট মা-তে দম্পতির আত্মীয়া হতে হবে। তবে জানা যায়, নয়নতারার সামাজিক বিয়ে ২০২২-এ হলেও রেজিস্ট্রেশন হয়েছিল ৬ বছর আগে, সারোগেট মাদারও তাঁদের আত্মীয়া।