৩৮-এ পা দিলেন দক্ষিণের ‘লেডি সুপারস্টার’ নয়নতারার স্বামী, পরিচালক ভিগনেশ শিবন। ভিগনেশের জন্মদিন উপলক্ষ্যে নয়নতারা রেখেছিলেন বিশেষ পার্টি। সেই পার্টিতেই বিশেষ বাদ্যযন্ত্র বাজিয়ে আসর জমালেন ভিগনেশ। সঙ্গে মাধবনের RHTDM ছবির 'সচ কহে রহা হ্যায় দিওয়ানা' গানটি গাইতে শোনা গেল উপস্থিত অন্যান্যদের। সঙ্গে শোনা গেল তামিল ছবি মিনালে থেকে হিট গান ‘ভেনমাথি’। স্বামীর পাশে বসে, পুরো সন্ধ্যে উপভোগ করলেন নয়নতারা। ইতিমধ্যেই নেটপাড়ায় ভাইরাল হয়েছে এই ভিডিয়ো।
জন্মদিনে ভিগনেশকে নীল জিন্সের সঙ্গে সাদা টি-শার্টে দেখা গেল, সঙ্গে নয়নতারা পরেছিলেন সাদা একটি ড্রেস। গোটা মিউজক্যাল অনুষ্ঠানটি জমিয়ে উপভোগ করতে দেখা গেল তাঁদের।
আরও পড়ুন-কাউন্টডাউন প্রায় শেষ! আর মাত্র ২ দিনের অপেক্ষা, শ্বেতার ছবি দিয়ে লিখলেন রুবেল, বিয়ে নাকি?
আরও পড়ুন-ট্রাডিশনাল শাড়িতে ঘোমটা মাথায় শ্রাবন্তী, রাজ ও ইউভানে নিয়ে গণেশ পুজো শুভশ্রীর
এদিকে ভিগনেশ এদিন স্ত্রী নয়নতারা এবং আরও এক নামী পরিচালক লোকেশ কানঙ্গরাজের উপস্থিতিতে কেক কাটেন। নয়তারা তাঁর স্বামী ভিগনেশকে কেকও খাইয়ে দেন।
আরও পড়ুন-'মাকে নিয়ে আর পারা যায় না…', কেন এমন বলছেন অপরাজিতার পর্দার 'ছেলে'! দেখুন কাণ্ড
আরও পড়ুন-শাহরুখেই সাফল্য, অ্যাটলির পরের ছবিতেও কিং খান, থাকছেন থালাপতি বিজয়
এদিকে সোমবার নয়নতারা ভিগনেশের জন্মদিন উপলক্ষ্যে তাঁর সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করেছেন। শুভেচ্ছা জানিয়ে নয়নতারা সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘এই বিশেষ দিনে আমি আপনার সম্পর্কে অনেক কিছু লিখতে চাই কিন্তু আমি যদি শুরু করি তবে আমি মনে করি না যে আমি কয়েকটি কথা বলেই থামতে পারব!! আমায় ভালবাসার জন্য আপনার কাছে কৃতজ্ঞ’।
প্রসঙ্গত, ৯ জুন, ২০২২ সালে চেন্নাইয়ে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে সাতপাকে বাঁধা পড়েন নয়নতারা ও ভিগনেশ। বিয়ের ঠিক ৪ মাসের মাথায় সারোগেসির মাধ্যমে দুই সন্তানের মা হন নয়নতারা। নয়নতারা ও ভিগনেশের বিয়েতেও আমন্ত্রিত ছিলেন শাহরুখ। সম্প্রতি 'জওয়ান'-এ নয়নতারাকে শাহরুখের নায়িকা হিসাবে দেখা গিয়েছে।