তিনি দক্ষিণের 'ফিমেল সুপারস্টার'! তবে এই মুহূর্তে নয়নতারার চর্চায় থাকার অন্যতম কারণ ‘জওয়ান’। ছবিতে তিনি যে খোদ বলিউড ‘বাদশা’ শাহরুখের নায়িকা। যদিও ছবিতে তাঁর স্ক্রিন টাইম কমিয়ে দেওয়ায় বেজায় চটেছেন নয়নতারা। তাঁর অভিযোগ নিয়ে নায়িকার নাম না করলেও AskSRK-সেশনে মুখ খুলেছেন কিং খান। এসব চর্চার মাঝেই ভাইরাল নয়নতারার কেরিয়ারের শুরুর দিকের একটি ভিডিয়ো।
সিনেমায় অভিনয়ের আগে নয়নতারা দক্ষিণের টিভি শো ‘চামায়াম’-এর জন্য সঞ্চলনা করতেন। দক্ষিণের কৈরালি টিভিতে তাঁকে তাঁর দর্শকদের ফ্যাশন ও সৌন্দর্যের টিপস দিতে দেখা গিয়েছে। সম্প্রতি নয়নতার কেরিয়ারের শুরু দিকের সেই সঞ্চালনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
কী আছে সেই ভাইরাল ভিডিয়োতে?
সেখানে নয়নতারাকে একটা লাল-কালো প্রিন্টেড সালোয়ার কামিজ পরে, অতি সাধারণ মেকআপে সৌন্দর্য বিষয়ক একটি টিভি শোয়ের সঞ্চালনা করতে দেখা যাচ্ছে। নয়নতারার চোখে রয়েছে হালকা কাজল, কপালে টিপ, আর ঠোঁটে লিপস্টিক। যদিও ভিডিয়োতে নয়নতারাকে খুবই সাধারণ দেখাচ্ছে।
আরও পড়ুন-'প্রথম দেখাতেই শার্টের বোতাম খুলতে বলি, শাহরুখ অবাক হয়ে বলে এটা কে রে!' অকপট করণ
আরও পড়ুন-'জায়েদের সঙ্গে মিলে সায়ন্তিকা আমায় ফাঁসিয়েছেন', ভয়ানক অভিযোগ বাংলাদেশের প্রযোজকের
নয়নতারার এই পুরনো ভিডিয়ো দেখে এক নেটিজেন লিখেছেন, ‘নয়নতারাকে তো চেনা-ই যাচ্ছে না।’, একজন মন্তব্য করেছেন, ‘নয়নতারার তো ভোল-ই বদলে গিয়েছে।’ একজন লিখেছেন, ‘একে তো চেনাই দায়! টাকা সবকিছু বদলে দেয়।’ কারোর কথায়, ‘সবই সার্জারির ফল, একটু একটু করে বদলেছেন নয়নতারা।’
প্রসঙ্গত, মালায়ালম ছবি মানসিনাক্কারে (২০০৩) এর মাধ্যমে অভিনয় দুনিয়ায় পা রাখেন তেলুগু ছবি লক্ষ্মী (২০০৬)। পরবর্তী সময়ে বহু সুপারহিট ছবি দিয়েছেন নয়নতারা। বর্তমানে পরিচালক স্বামী ভিগ্নেশ শিবান ও দুই সন্তানকে নিয়ে সুখে সংসার করছেন অভিনেত্রী। জানা যায়, চেন্নাইতে নয়নতারার মোট ১৮৩ কোটি টাকার সম্পত্তি রয়েছে। তথ্য বলছে, ‘জওয়ান’ শাহরুখের বিপরীতে কাজ করার জন্য নাকি ১০ কোটি টাকা নিয়েছেন নয়নতারা।