চলতি সিজনের শুরু থেকেই দর্শকদের মধ্যে একটা আলাদা উত্তেজনা কাজ করছে ‘ইন্ডিয়ান আইডল ১২’ নিয়ে। কখনো অমিত কুমার বিতর্ক, তো কখনও আবার প্রতিযোগীদের মিথ্যে প্রশংসা করার অভিযোগ উঠেছে নির্মাতা ও বিচারকদের ওপর। ফের চটে লাল দর্শকরা। এবার কারণ হচ্ছে, চলতি সিজনে এই রিয়েলিটি শো-র অন্যতম দুই প্রিয় প্রতিযোগী অরুণিতা-পবনদীপ।
চলতি সপ্তাহে ‘তু হি রে’ গেয়ে বিচারক থেকে দর্শক সকলের মন জয় করে নিয়েছেন পবনদীপ রাজন। এমনকী, তাঁর প্রশংসা করতে শোনা যায় কুমার শানু-কেও। কিন্তু, দিনের শেষে সেরা প্রতিযোগী হিসেবে ‘মসম বদল দিয়া’ ট্যাগ জিতে নেন অরুণিতা। আর সেটাই মেনে নিতে পারছেন না পবনদীপের অনুরাগীরা। তাঁরা পক্ষপাত করার অভিযোগ এনেছেন বিচারকদের ওপর।
দর্শকরা বেশি চটেছেন অনু মালিকের ওপরে। তাঁদের অভিযোগ অনু পবনদীপের সঙ্গে খারাপ ব্যবহার করছে। এবার অন্য দুই বিচারক নেহা ও হিমেশের উচিত এর প্রতিবাদ করা। এমনকী, টুইট করে সোশ্যাল মিডিয়ায় শো বয়কট করার ডাক-ও দেওয়া হয়েছে!
এদিকে আবার শো বেশ ভালো TRP পাচ্ছে অরুণিতা-পবনদীপের লাভ অ্যাঙ্গেল দিয়ে। চলতি সপ্তাহের এপিসোডে পবনদীপ জানায় অরুণিতা তাঁর বিশেষ ভালো বন্ধু। পরিয়ে দেয় ফ্রেন্ডশিপ ব্যান্ড। এমনকী, লাজুক হেসে তাতে সম্মতিও জানায় অরুণিতা।