এই তো কিছুদিন আগের ঘটনা, মার্কিন মুলুকে কনসার্ট চলাকালীন পানীয় ছুড়ে মারা হয় র্যাপার কার্ডি বি-কে। ঘটনার তাৎক্ষণিকতায় বেজায় রেগে গিয়ে পাল্টা মাইক ছুড়ে মারেন কার্ডি বি। এবার খানিকটা একই ধরনের ঘটনা ঘটল নিক জোনাসের সঙ্গে। কনসার্ট চলাকালীন রিস্টব্যান্ড ছুড়ে মারা হল প্রিয়াঙ্কা চোপড়ার স্বামীকে। ঘটনাটি ঘটে টরেন্টোতে 'জোনাস ব্রাদার্স'-এর কনসার্ট চলাকালীন।
ঘটনাটি নিকের অনুরাগীদের ফোনবন্দি হয়, তাঁরাই সেটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ভিডিয়োটি ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরালও হয়েছে। ঘটনায় নিক জোনাসকে বেজায় চটে যেতে দেখা যাচ্ছে। রিস্টব্যান্ড বুকে এসে আঘাত করতে প্রথমে নিক অবশ্য কিছুটা চমকে যান, পরে আঙুল দিয়ে ওই দর্শককে কড়া প্রতিক্রিয়ায় জানান, এটা যেন তিনি আর না করেন।
আরও পড়ুন-গদর-২ ব্লকবাস্টার, এদিকে সানি দেওলের ৫৫ কোটি ধার বাকি, জুহুর বাংলো বেচে দিচ্ছে ব্যাঙ্ক
আরও পড়ুন-'তামিলনাড়ুুর লজ্জা! আমরা হতাশ', যোগীকে প্রণাম করায় সমালোচনার মুখে রজনীকান্ত
আরও পড়ুন-আমি বিয়ে করি সেটা আমার মেয়েরা চায় না, বিয়ের কথা বললেই বলে ওদের বাবার দরকার নেই: সুস্মিতা
এই ভিডিয়ো দেখে একজন লিখেছেন, ‘এটি জঘন্য, এটা নিকের আঘাত লাগতে পারত।’ অন্য একজন লিখেছেন, ‘দয়া করে থামুন, লোকেরা বুঝতে পারেন না যে শিল্পীর সঙ্গে এমন ব্যবহার ঠিক নয়।’ কারোর মন্তব্য, ‘নিক তো বেশ কয়েকবার বলেছেন যে দয়া করে এটি করবেন না।’ আরেকটি মন্তব্যে লেখা হয়েছে, ‘মানুষ এত বোকা কেন…’
এদিকে কিছুদিন আগে নিউ ইয়র্কের ইয়াঙ্কি স্টেডিয়ামে, এক ভক্ত মঞ্চে তাঁর দিকে একটি কালো ব্রা ছুড়ে দিয়েছিলেন। সেসময় নিক কিছুক্ষণ থেকে ফের গান গাইতে শুরু করে দেন। সেই কনসার্টে উপস্থিত ছিলেন নিকের স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়াও। তিনিও খানিক আবেগতাড়িত হয়ে পড়েন।
তবে মার্কিন মুলুকে এমন ঘটনা নতুন নয়, বেশকিছুদিন আগে অভিনেতা হ্যারি স্টাইলসকেও চোখের কাছে আঘাত করা হয়েছিল। সেসময় হ্যারির চোখে এমনই আঘাত লেগেছিল যে তিনি মাথা নিচু করে, হাত দিয়ে তার চোখ ঢেকে রাখেন এবং তারপর মঞ্চ থেকে নেমে যান।