বরাবরই নিজের শর্তেই জীবনযাপন করেছেন সুস্মিতা সেন। বিয়ে করেননি, অথচ কেরিয়ারের শীর্ষ থাকাকালীন মাত্র ২৪ বছর বয়সে কন্যা সন্তান দত্তক নেন সুস্মিতা। ২০০০ সালে রেনে এবং ২০১০-এ আলিশাকে দত্তক নেন প্রাক্তন মিস ইউনিভার্স। দুই মেয়েকেও নিজের মতাদর্শেই বড় করে তুলছেন অভিনেত্রী। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে সুস্মিতার মন্তব্য তিনি বিয়ে করুন, সেটা নাকি চায় না তাঁর দুই মেয়ে।
হ্যাঁ, ঠিকই শুনছেন। সুস্মিতা বলেন, তাঁর দুই মেয়ে রেনে ও আলিশার সঙ্গে তাদের দাদু সুবীর সেনেরও সুন্দর একটা সম্পর্ক রয়েছে। যেটা আর পাঁচজন দাদু-নাতনিদের মতোই। তাই সুস্মিতার কথায়, ‘আমি যখন রেনে আর আলিশাকে জিগ্গেস করি যে কখনও কি ওদের মনে হয়েছে, যে ওদেরও একজন বাবা থাকলে ভালো হত! বাবা-এই বিষয়টা ওরা Miss করে কিনা? আমি বলিও আমারও একটা বিয়ে করা দরকার। তখন ওরা (রেনে ও আলিশা) বলে ওঠে কী! কেন? ওরা বলেই দেয় ওদের কোনও বাবার দরকার নেই। আমি তখন ওদের বলি, আমার একটা স্বামীর দরকার। ওরা বলে, এসবে তাঁদের কোনও আগ্রহ নেই।’
আরও পড়ুন-'আমি যদি ছবির এডিটর হতাম, তাহলে…', Gadar 2র বিরুদ্ধে মুখ খুললেন আমিশা
আরও পড়ুন-গদর-২ ব্লকবাস্টার, এদিকে সানি দেওলের ৫৫ কোটি ধার বাকি, জুহুর বাংলো বেচে দিচ্ছে ব্যাঙ্ক
আরও পড়ুন-'তামিলনাড়ুুর লজ্জা! আমরা হতাশ', যোগীকে প্রণাম করায় সমালোচনার মুখে রজনীকান্ত
সুস্মিতার কথায়, ‘রেনে ও আলিশা বলেন, ওদের বাবার দরকার নেই, কারণ ওদের টাটা আছে, অর্থাৎ দাদা। আর ওদের কাজের আমার বাবাই ওদের বাবার মতো। পিতৃত্বের যেমন ব্যক্তিত্ব ওরা পছন্দ করে, সেটা হল আমার বাবা।’
প্রসঙ্গত, অল্পবয়সে দুই কন্যা সন্তানকে দত্তক নেওয়া প্রসঙ্গে সুস্মিতা বলেন, তিনি মনে করে মা হওয়া তাঁর কাছে সবথেকে বুদ্ধিমতীর মতো সিদ্ধান্ত। তিনি মনে করেন মাতৃত্ব তাঁকে স্থিতিশীল জীবন দিয়েছে।