উত্তরপ্রদেশ সফরে গিয়েছেন দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত। আর তাঁর সেই সফর ঘিরেই একের পর এক চমক সামনে আসছে। শনিবার, তাঁর থেকে বয়সে ছোট, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পা ছুঁয়ে প্রণাম করে বসেন রজনীকান্ত। যোগী আদিত্যনাথের পা ছোঁয়ার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে অনেকেই নানা মন্তব্য করেছেন। কেউ কেউ বলেছেন এই ঘটনা হতাশাজনক।
জানা যাচ্ছে, রজনীকান্ত তাঁর ছবি 'জেলর'-এর প্রদর্শনে লখনউতে গিয়েছিলেন। সেখানে তাঁর সঙ্গে দেখা যায় উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। এরপর শনিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাড়ি যান 'থলাইভি'। সংবাদ সংস্থা ANI-এর ভিডিয়োতে দেখা যায়, গাড়ি থেকে নেমে যোগী আদিত্যনাথকে নমস্তে অভিবাদন জানানোর পরে রজনীকান্ত তাঁর পা স্পর্শ করেন। তাকে একটি ফুলের তোড়াও দেন এবং দুজনেই ফটোগ্রাফারদের জন্য পোজ দেন।
আরও পড়ুন-সঙ্গী মহিলারা, সানগ্লাস দুলিয়ে ‘ওহ! লাভলি’ নাচে মঞ্চ জমালেন মদন মিত্র
যোগী আদিত্যনাথকে প্রণাম করতে দেখে নেটপাড়ার একাংশ রজনীকান্তের তীব্র নিন্দা করেছেন। একজন লিখেছেন, ‘এটা এই মাসের সবথেকে লজ্জাজনক এবং বিব্রতকর ভিডিও।’ আরও একজন লিখেছেন, ‘এই লোকটি (রজনীকান্ত) তামিলনাড়ুর জন্য লজ্জাজনক। আধ্যাত্মিকতা কখনোই আত্মসম্মান হারানোর বিষয় নয়!’ কারোর কথায়, ‘কী অধঃপতন! ৭২ বছর বয়সী রজনীকান্ত ৫১ বছর বয়সী যোগী আদিত্যনাথের পা স্পর্শ করছেন’, কারোর মন্তব্য, ‘আমি সত্যিই হতবাক!’ এমনই নানান মন্তব্য উঠে এসেছে। বোঝা যাচ্ছে, রজনীকান্তের এমন পদক্ষেপ অনেকেরই পছন্দ হয়নি।
আরও পড়ুন-গদর-২ ব্লকবাস্টার, এদিকে সানি দেওলের ৫৫ কোটি ধার বাকি, জুহুর বাংলো বেচে দিচ্ছে ব্যাঙ্ক
আরও পড়ুন-রাজের মাথা ফাটার নেপথ্যে পরীমনি! এর পরেই হাত কেটে হাসপাতালে ভর্তি হন অভিনেত্রী?
এদিকে একই ভিডিয়ো প্রসঙ্গে এক রেডডিট ব্যবহারকারী লিখেছেন, ‘যদি উনি (রজনীকান্ত) অন্যান্য নায়কদের মতো একজন অভিনেতা হতেন তবে আমি এই ঘটনাটি সম্পর্কে খুব বেশি পাত্তা দিতাম না। কিন্তু তিনি দক্ষিণ ভারতের মুখ। খুব কম সেলিব্রিটিদের মধ্যে একজন। বিশেষ করে দিল্লিতে, যখন আমি নিজেকে তামিল বলে পরিচয় দি, অনেকেই তামিলনাড়ু রাজ্য আছে জানেন না, এদিকে রজনীকান্তকে চেনেন। দিল্লিবাসীদের অনেকে বলেছিল আমরা রজনীকান্তকে ভালোবাসি, হিন্দিতে ওঁর তামিল ছবি দেখি ইত্যাদি। তাই ওঁর এই সম্মান বজায় রাখা উচিত ছিল। যদিও উত্তরের মানুষ এতে আবার কোনোও দোষ খুঁজে পাচ্ছেন না। তবে আমরা গভীরভাবে হতাশ।’
এদিকে শনিবারের এই ঘটনার পর রবিবার উত্তরপ্রদেশের অযোধ্যায় যান রজনীকান্ত। সেখানে সস্ত্রীক হনুমান মন্দিরে পুজো দিয়ে আসেন তিনি। এদিন রজনীকান্ত বলেন, ‘অমেকদিন ধরেই ইচ্ছে ছিল এখানে আসব, আমি অপেক্ষা করে আছি কবে রামমন্দির নির্মাণ শেষ হবে।’