শুধু অভিনয় নয়, নিজেদের ফ্য়াশন সেন্সের জন্য়ও বিশ্বজুড়ে ফলোয়ার্স রয়েছে দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটের। এমনকী পাকিস্তানেও বেশ জনপ্রিয় এই দুই বলিউড সুন্দরী। তাবিশ হাশমির সঙ্গে হাসনা মানা হ্যায়-তে একটি সাক্ষাৎকারে পাকিস্তানি ফ্যাশন ডিজাইনার নমি আনসারি ফাঁস করেছেন কীভাবে পাকিস্তানের মহিলারা দীপিকা এবং আলিয়ার মতো দেখতে চান নিজেদেরকে।
'সবাই আলিয়া বা দীপিকার মতো দেখতে চায়'
ক্লায়েন্টরা কেমন অনুরোধ নিয়ে আসে? সেই প্রশ্নের জবাবে পাকিস্তানি ফ্যাশন ডিজাইনার নমি আনসারি জানিয়েছেন, 'সবাই অনেক আশা ও অনুরোধ নিয়ে আসে। কিন্তু তাদের আশাকে বাস্তবে পরিণত করার জন্য আপনাকে কিছু শুরু করতে হবে। সবাই আলিয়া ভাট বা দীপিকা পাড়ুকোনের মতো দেখতে চায় নিজেকে। কিন্তু কাঙ্খিত রূপ পাওয়ার জন্য সেই রকম দৈহিক গঠন বা জীবনধারা বা দর্শক কোনওটাই নেই'। আরও পড়ুন: রোহিত শর্মা, MI টিমের সঙ্গে পরিচিত! কে এই মিস্ট্রি গার্ল, রইল সেজলের আসল পরিচয়
এই ধরনের ক্লায়েন্টদের সঙ্গে তিনি কী করেন? সেই প্রসঙ্গে ফ্য়াশন ডিজাইনার মজা করে বলেছেন, ‘আমি তাঁদের আলিয়া ভাটের বাবা মহেশ ভাটের মতো বানাতে পারি’। আরও পড়ুন: নো মেকআপ লুকে সেলফি পোস্ট আলিয়ার, রাহার মায়ের ছবি দেখে কী বলছে নেটপাড়া
আন্তর্জাতিক রেড কার্পেটে নিয়মিত দেখা মেলে দীপিকা, আলিয়ার
দীপিকা পাড়ুকোন এবং প্রিয়াঙ্কা চোপড়ার মতো বলিউড তারকাদের সেট করা পথ অনুসরণ করে, ২০২৩ সাীলে আলিয়া ভাট একটি অত্যাশ্চর্য সাদা রাজকুমারী গাউন পরে মেট গালায় আত্মপ্রকাশ করেছিলেন। ২০২৩ সালের ডিসেম্বরে, জেদ্দায় রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আলিয়াকে দুটি স্টাইলিশ পোশাকে দেখা গিয়েছিল। আরও পড়ুন: লাল পোশাকে বধূবেশে তাপসী, স্টেজে উঠে চুমু খেলেন ম্যাথিয়াসকে, ফাঁস বিয়ের ভিডিয়ো
আরও পড়ুন: মুভি ডেটে গিয়েছিলেন তামান্না-বিজয়! ‘ক্রু’ দেখে কেমন লাগল, কী জানালেন তারকা জুটি
এদিকে, অস্কার এবং মেট গালা থেকে কান ফিল্ম ফেস্টিভ্যাল পর্যন্ত, দীপিকার বছরের পর বছর ধরে অনেক আন্তর্জাতিক রেড কার্পেটে গ্ল্যামারাস লুকে দ্যুতি ছড়িয়েছেন। অস্কার ২০২৩-এ তাঁর ক্লাসিক কালো গাউন হোক, মেট গালা ২০১৯-এ তার বার্বির মতো গোলাপি লুক হোক বা কান ফিল্ম ফেস্টিভ্যালে তাঁর শাড়ি হোক, প্রতিটি আন্তর্জাতিক রেড কার্পেটে তাঁর উপস্থিতি স্মরণীয় ফ্যাশন মুহূর্ত তৈরি করেছে। এই বছরের শুরুর দিকে বাফতা-তে একটি শাড়ি পরে দেখা গিয়েছে।