বাংলা নিউজ > বায়োস্কোপ > Soni Razdan: ‘আমার পাকিস্তানই চলে যাওয়া উচিত’, আলিয়ার মা সোনির রাজদানের বলা কথা অবাক করবে!

Soni Razdan: ‘আমার পাকিস্তানই চলে যাওয়া উচিত’, আলিয়ার মা সোনির রাজদানের বলা কথা অবাক করবে!

পাকিস্তান চলে যাওয়ার ইচ্ছেপ্রকাশ করেছিলেন আলিয়ার মা সোনি রাজদান। 

ট্রোলের জবাব দিতে গিয়েই এমন বেফাঁস কথা বলেছিলেন সোনি রাজদান। যা নিয়ে তাঁকে শুনতে হয়েছিল অনেক বাজে কথা। 

বলিউড তারকারা সবসময়ই থাকেন জনগনের নজরবন্দিতে। মুখ ফসকে একটা বেফাঁস কথা বলে দিলেই হল। ২০১৯ সালে আলিয়া ভাটের মা সোনি রাজদান করে ফেলেছিলেন এক বিতর্কিত মন্তব্য। তাও আবার পাকিস্তানের নাম উল্লেখ করে। যা নিয়ে সেই সময় কম জলঘোলা হয়নি। 

আসলে কাশ্মীর হোক পাকিস্তান, এই দুই ইস্যু নিয়ে মন্তব্য করার সময় বেশ ভেবেচিন্তেই কথা বলেন তারকারা। তবে ভুল তো হয়ই থাকে! তখন মুক্তি পেতে চলেছিল সোনির সিনেমা ‘No Fathers In Kashmir’। আর সেখানেই তিনি কথা বলেন কাশ্মীর, পাকিস্তান নিয়ে। এমনকী পড়শি দেশে চলে যাওয়ার কথাও বলেন। 

সেই সময় নবভারত টাইমসের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎই সোনি বলে বসেন, ভারত-পাক সমস্যার মাঝেও তিনি পাকিস্তানে চলে যেতে রাজি। আর তারপরই নেটপাড়ার একটা অংশ সোনি রাজদানের নামের আগে চিপকে দেয় ‘দেশদ্রোহী’র তকমা। আরও পড়ুন: ‘বাবা নিশ্চয়ই কোথাও বসে হাসছে’, শানের সঙ্গে প্রথম লাইভ শো কেকে-কন্যা তামারার!

কী বলেছিলেন সোনি রাজদান?

মহেশ ভাটের স্ত্রীর বক্তব্য ছিল, ‘আমি যখনই এরকম ধরনের কথা বলি আমাকে কিছু মানুষ দেশদ্রোহী বলে পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার কথা বলে। আমি তো কখনও কখনও ভাবি, হ্যাঁ আমার পাকিস্তানেই চলে যাওয়া উচিত। ওখানে অন্তত আমি ভালো থাকব। ওখানে খাবারও খুব সুস্বাদু পাওয়া যায়।’

সোনি এরপর আরও বলেন, ‘এখানে তো কিছু মানুষ আছে যারা আমাকে ভাগাতে পারলে বাঁচে। অনেকবারই বলেছে পাকিস্তান চলে যাও। তবে এমন অনেক মানুষ আছেন যারা আমার মতো করে ভাবেন। তাই কে কী বলল তাতে আমার কিছু যায় আসে না।’ আরও পড়ুন: নাম্বিকে নিয়ে রকেট্রিতে যা দেখানো হয়েছে তা ভুল, অভিযোগ ইসরোর বিজ্ঞানীদের

প্রসঙ্গত, আপাতত নেটিজেনদের বয়কটের মুখে আছে সোনি রাজদান-কন্যা আলিয়া ভাটও। তাঁকে নিয়ে সবসময় ওঠা স্বজনপোষণ বিতর্কে বিরক্ত তিনি। আর তা প্রকাশ করেই বলেন, ‘আমি গঙ্গুবাইয়ের মতো ছবি উপহার দিয়েছি। যা হিট। তাহলে শেষ হাসি কে হাসছে? আমি অন্তত আমার পরের ছবি ফ্লপ না আসা অবধি হাসব। আর আমাকে ভালো না লাগলে আমার ছবি দেখবেন না। এর থেকে বেশিই আর কী বা বলার আছে আমার। মানুষের নিজের বক্তব্য থাকতেই পারে। আর আশা করি আমিও আমার কাজের মধ্যে দিয়ে বোঝাতে পারব আমি এই জায়গায় আসার জন্য কতটা যোগ্য।’ আর আলিয়ার এই কথা শোনার পর থেকেই ব্রহ্মাস্ত্রকে বয়কট করার ডাক উঠেছে। 

বায়োস্কোপ খবর

Latest News

জম্মু-কাশ্মীরে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে সন্ত্রাসবাদ! Ireland Women বনাম England Women ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? ICC-তে জয় শাহ আসতেই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চিন্তায় PCB! আশ্বস্ত করলেন ICC CEO… মুম্বইয়ে লালবাগচা রাজার দর্শনে গিয়ে হেনস্তার শিকার অভিনেত্রী সিমরন! 'কালীঘাটে ডেকে মাথায় হাত ভুলিয়ে, ভয় দেখিয়ে আন্দোলন তোলা যাবে না, উনি ভেবেছিলেন…' ‘সব ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা হবে, কোনও অফিশিয়াল অর্ডার বেরোবে না’ দলীপে চাপে শ্রেয়সের India D! রিঙ্কুর ব্যর্থতার দিনে শতরান India C-র ঈশ্বরণের… ‘আপনি তো নিজেই বচন দিয়ে চলে গেলেন, ওখানে হরিকথার আসর হচ্ছিল না কি?’ ‘আমরা ক্ষমা চাইছি’ ভারতে ইলিশ রফতানি বন্ধ নিয়ে বললেন বাংলাদেশের মৎস্যমন্ত্রী দুর্গাপুজোর হোর্ডিংয়ে বিজ্ঞাপন সংস্থা–কমিটির নাম বাধ্যতামূলক, ফরমান জারি পুরসভার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.