বাংলা নিউজ > বায়োস্কোপ > Rahat Fateh Ali khan: 'আমার বোতল কোথায়?' গৃহকর্মীকে বেধড়ক পেটাচ্ছেন পাকিস্তানি গায়ক রাহাত ফতে আলি খান, ভাইরাল ভিডিয়ো…

Rahat Fateh Ali khan: 'আমার বোতল কোথায়?' গৃহকর্মীকে বেধড়ক পেটাচ্ছেন পাকিস্তানি গায়ক রাহাত ফতে আলি খান, ভাইরাল ভিডিয়ো…

গৃহকর্মীকে পেটাচ্ছেন পাক গায়ক হাত ফতে আলি খান

ভিডিয়োতে দেখা যাচ্ছে সেখানে আরও অনেকে উপস্থিত রয়েছেন। তবে কেউই গায়ককে আটকাতে পারেননি। এদিকে যিনি মার খাচ্ছিলেন, ওই কর্মীকে বারবার ত ফতে আলি খানের কাছে ক্ষমা চাইতে দেখা যায়। ওই গৃহকর্মী বারবার দাবি করতে থাকেন, ‘আমার কাছে কোনও বোতল নেই স্যার’। তবে গায়ক কোনওভাবেই মানতেই চাননি। ক্রমাগত মেরেই চলেন তাঁকে।

গাড়ির চালককে বেধড়ক পেটাচ্ছেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক রাহাত ফতে আলি খান। সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। গাড়ির চালককে চড়, লাথি মারতে দেখা যাচ্ছে রাহাত ফতে আলি খানকে। চলেছে একের পর এক ঘুষি। তাও আবার একটা বোতলের (মদের বোতল বলেই অনুমান নেটনাগরিকদের) জন্য!

হ্য়াঁ, ঠিকই পড়ছেন। গুলাম আব্বাস শাহ নামে এক পাক সাংবাদিক রাহাত ফতে আলি খানের এই ভিডিয়োটি X হ্য়ান্ডেলে পোস্ট করেছেন। সোশ্য়াল মিডিয়ায় ইতিমধ্যেই সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, গৃহকর্মীকে মারতে মারতে রাহাত ফতে আলি খান বলছেন, ‘আমার বোতল কোথায়?’ আর এরপরই ক্রমাগত ওই ব্যক্তিকে হিংসাত্মকভাবে মারতে শুরু করেন জনপ্রিয় গায়ক। ভিডিয়োতে দেখা যাচ্ছে সেখানে আরও অনেকে উপস্থিত রয়েছেন। তবে কেউই গায়ককে আটকাতে পারেননি। এদিকে যিনি মার খাচ্ছিলেন, ওই কর্মীকে বারবার গায়কের কাছে ক্ষমা চাইতে দেখা যায়। ওই গৃহকর্মী বারবার দাবি করতে থাকেন, ‘আমার কাছে কোনও বোতল নেই স্যার’। তবে গায়ক কোনওভাবেই মানতেই চাননি। ক্রমাগত মেরেই চলেন তাঁকে। আর ‘আমার ওই বোতল কোথায়? বোতল কোথায়?’ বলে চিৎকার করতে থাকেন।

আরও পড়ুন-দেবোত্তমের সঙ্গে ছবি দিয়ে ইপ্সিতা লিখলেন, 'তব নামে মম প্রেম মুরলী', অর্ণবের সঙ্গে সম্পর্কে চিড়?

আরও পড়ুন-‘মানিকদা সেদিন আমার পরিবারকে রাজি না করালে আমি হয়ত শান্তিনিকেতনে পড়তাম, বা অন্যকিছু…’, বলছেন শর্মিলা

এদিকে জনপ্রিয় এমন গায়কের ভিডিয়ো দেখে নেট দুনিয়ায় 'ছিঃছিঃ' করছেন নেটনাগরিকদের অনেকেই। বহু নেটিজেন গায়কের এমন ব্যবহারে হতবাক, তীব্র নিন্দা করেছেন তাঁরা। আর এই ভিডিয়ো ভাইরাল হতেই ফের সাফাই দিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেন পাক গায়ক রাহাত ফতে আলি খান। সেখানে যে গৃহকর্মীকে তিনি মারধর করেছিলেন, তাঁকে নিয়েই হাজির হয়েছিলেন গায়ক। রাহাত ফতে আলি খান দাবি করেন, এটা তাঁদের ব্যক্তিগত বিষয়। তিনি যেমন কর্মীদের ভালোবাসেন, তেমনই তাঁরা দোষ করলে সাজাও দেন। যিনি মার খেয়েছিলেন, সেই গৃহকর্মী বলেন, ওই বোতলে আসলে কিছু পবিত্র জল ছিল, আর সেটা আমি কোথায় রেখেছিলাম ভুলে গিয়েছিলাম। তাই উনি মেরেছেন। এধরনের ভিডিয়ো ছড়িয়ে লোকজন ঠিক করেনি। এরপর গায়ক ফের বলেন, ঘটনার পরই আমি ওঁর কাছে ক্ষমাও চেয়ে নিয়েছি।

তবে পাক গায়ক যতই সাফাই দিন না কেন, সেই ভিডিয়োর নিচে নেটনাগরিকদের মন্তব্যতেই স্পষ্ট এই সাফাইয়ে চিঁড়ে ভেজেনি। অনেকেই প্রশ্ন তুলে লিখেছেন, ‘এটা ভালোবাসার নমুনা!’ কেউ আবার লিখেছেন, ‘এটা কী ধরনের শাস্তি ভাই! ছিঃ ছিঃ’। এমনই নানান মন্তব্য উঠে এসেছে।

বায়োস্কোপ খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল ২৮,২০৮ টাকা বোনাস বাড়বে রেলকর্মীদের? কেন্দ্রের ঘোষণার পরে সামনে অঙ্ক, রইল হিসাব ‘সব ইন্ডাস্ট্রিতেই রাজনীতি হয়…কারও পেটে লাথি মেরো না’, টলিউডের ভাঙন নিয়ে সরব দেব ‘চুমুও পাঠাচ্ছো মিঠুনকে,’ দেবকে চেপে ধরলেন কুণাল, জবাব এল মুখের উপর শ্রীলঙ্কাকে ৩১ রানে হারিয়ে T20 WC 2024 অভিযান শুরু করল ফাতিমা সানার পাকিস্তান সত্যজিতের পর একমাত্র সৃজিত! বাইশে শ্রাবণ জায়গা করে নিল এই খাস তালিকায় পুজোয় মিঠাইরানিকে মিষ্টি উপহার মমতার! দিদির ভালোবাসায় আপ্লুত সৌমিতৃষা, কী পেলেন? ICC-র আসরে IPL-এর প্রযুক্তি! মহিলাদের T20 WC 2024-এ স্মার্ট রিপ্লে সিস্টেম এবার সিনিয়র ডাক্তাররাও কর্মবিরতিতে, শুক্রবার এনআরএসে জুনিয়রদের পাশে…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.