আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। এবছর উচ্চমাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৮ লক্ষ। এবছর ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয় উচ্চ মাধ্যমিক। ২৯ ফেব্রুয়ারি শেষ হয়েছে পরীক্ষা। উচ্চমাধ্যমিক ২০২৪ পরীক্ষা সম্পর্কিত যাবতীয় আপডেট জানা যাবে হিন্দুস্তান টাইমস বাংলায়। কে প্রথম হলেন, কে দ্বিতীয় হলেন, মেধাতালিকায় কারা জায়গা করে নিলেন, পাশের হার কত, কোন জেলায় পাশের হার কত, তা জানতে হিন্দুস্তান টাইমস বাংলা লাইভ ব্লগে চোখ রাখুন।
সম্পূর্ণ মেধাতালিকা
৪৯৬ মার্কস পেয়ে প্রথম হয়েছেন আলিপুরদুয়ারের ম্যাক উইলিয়ামস হাইস্কুলের অভীক দাস। দ্বিতীয় হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সৌম্যদীপ সাহা। তিনি পেয়েছেন ৪৯৫। সম্পূর্ণ মেধাতালিকা দেখতে ক্লিক করুন এখানে
১.২৩% পরীক্ষার্থী ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে উচ্চমাধ্যমিকে
এবারে ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে মাত্র ৮ হাজার ৩৩১ জন। মোট পরীক্ষার্থীর ১.২৩ শতাংশ ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে। ৮০ শতাংশের বেশি নম্বর পেয়েছে মাত্র ৮.৪৭ শতাংশ।
উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশে মমতার বার্তা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশ করা উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশে সোশ্যাল মিডিয়া বার্তায় লেখেন, ‘উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের অভিভাবক ও শিক্ষকদেরও জানাই আমার অভিনন্দন। আগামী দিনে তোমরা আরও সফল হবে, দেশের নাম, রাজ্যের নাম উজ্জ্বল করবে— এই প্রার্থনা করি। আর আজ যারা কোনও কারণে সফল হতে পারোনি, তাদের বলব ভেঙে না পড়ে মন দিয়ে চেষ্টা করো। আগামীতে তোমরাও সফল হবে। আমার অগ্রিম শুভেচ্ছা রইল।’
কবে মিলবে মার্কশিট?
আজ ফল প্রকাশ হলেও উচ্চমাধ্যমিক পরীক্ষার মার্কশিট এবং সার্টফিকেট পাবেন না পরীক্ষার্থীরা। আগামী শুক্রবার নির্দিষ্ট ক্যাম্প অফিস থেকে স্কুলের প্রতিনিধিদের হাতে মার্কশিট এবং সার্টফিকেট তুলে দেবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। শুক্রবার ১০ টা থেকে সংসদের নির্দিষ্ট ক্যাম্প অফিস থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার মার্কশিট এবং সার্টফিকেট বিতরণ করা হবে।
রেজাল্ট দেখবেন কীভাবে
ফলাফল দেখতে প্রথমেই ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-য় চলে আসুন। কয়েকটা ধাপেই উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবেন পড়ুয়ারা। হোমপেজে উচ্চমাধ্যমিকের লাইভ ব্লগের মধ্যেই দেখতে পাবেন যে বাঁ-দিকে একটা জায়গা আছে। সেখানে আছে ‘উচ্চমাধ্যমিকের রেজাল্ট (WB Class 12th Results)’। তাতে ক্লিক করতে হবে পরীক্ষার্থীদের। নতুন একটি পেজ খুলে যাবে। ঝটপট উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর রোল নম্বর এবং কোড দিয়ে সাবমিট করুন। উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবেন আপনিও।
শিক্ষামন্ত্রীর শুভেচ্ছাবার্তা
উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পর শিক্ষামন্ত্রী সোশ্যাল মিডিয়ায় একটি বার্তায় লেখেন, ‘আজ ৬৯ দিনের মাথায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৪-এর ফল প্রকাশিত হলো। পাশের হার ৯০%। সফল ছাত্রছাত্রীদের আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। তোমরা খুব কৃতী হও,ভালো মানুষ হও, বাংলা ও বাঙালির মুখ উজ্জ্বল করো এই কামনা রইল।’
২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার পুরো রুটিন
-
- ৩ মার্চ (সোমবার): বাংলা (প্রথম ভাষা), ইংরেজি (প্রথম ভাষা), হিন্দি (প্রথম ভাষা), নেপালি (প্রথম ভাষা), উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলুগু, গুজরাটি এবং পঞ্জাবি।
- ৪ মার্চ (মঙ্গলবার): হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেলিং, সিকিউরিটি, আইটি অ্যান্ড আইটিইএস, ইলেকট্রনিকস, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকশন, অ্যাপ্ররেল, বিউটি অ্যান্ড ওয়েলনেস, এগ্রিকালচার, পাওয়ার - ভোকেশনাল সাবজেক্ট।
- ৫ মার্চ (বুধবার): ইংরেজি (দ্বিতীয় ভাষা), বাংলা (দ্বিতীয় ভাষা), হিন্দি (দ্বিতীয় ভাষা), নেপালি (দ্বিতীয় ভাষা) এবং অল্টারনেটিভ ইংলিশ।
- ৬ মার্চ (বৃহস্পতিবার): অর্থনীতি।
- ৭ মার্চ (শুক্রবার): ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন এবং অ্যাকাউন্টেন্সি।
- ৮ মার্চ (শনিবার): কম্পিউটার সায়েন্স, মর্ডান কম্পিউটার অ্যাপ্লিকেশন, আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স, ডেটা সায়েন্স, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক এবং ভিস্যুয়াল আর্টস।
- ১০ মার্চ (সোমবার): কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং, ফিলোজফি এবং সোশিয়োলজি।
- ১১ মার্চ (মঙ্গলবার): কেমিস্ট্রি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, আরবিক এবং ফরাসি।
- ১৩ মার্চ (বৃহস্পতিবার): ম্যাথমেটিক্স (অঙ্ক), সাইকোলজি, অ্যানথ্রোপলজি, অ্যাগ্রোনমি এবং ইতিহাস।
- ১৭ মার্চ (সোমবার): বায়োলজিক্যাল সায়েন্স, বিজনেস স্টাডিজ এবং পলিটিক্যাল সায়েন্স।
- ১৮ মার্চ (মঙ্গলবার): স্ট্যাটিসটিকস, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন এবং হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট।
তৎকাল রিভিউ এবং স্ক্রুটিনির ফি
আগে রিভিউ এবং স্ক্রুটিনির আবেদন করলে সংশোধিত ফলাফল আসতে প্রায় ৪৫ দিন লেগে যেত। এবার তৎকাল পরিষেবার ক্ষেত্রে এবার মাত্র ৭ দিনে রিভিউ বা স্ক্রুটিনির ফলাফল হাতে পাবেন আবেদনকারী পড়ুয়ারা। জানা গিয়েছে, রিভিউ করার ক্ষেত্রে ৭ দিনে ফল পেতে ৬০০ টাকা ফি জমা করতে হবে। স্ক্রুটিনির ক্ষেত্রে ৭ দিনে ফল পেতে ৮০০ টাকা ফি জমা দিতে হবে।
তৎকাল রিভিউ
ফল প্রকাশের পরে প্রাপ্ত নম্বর নিয়ে সন্তুষ্ট না থাকলে রিভিউ এবং স্ক্রুটিনির আবেদন করতে পারেন পড়ুয়ারা। এই গোটা প্রক্রিয়া সম্পন্ন হতে অবশ্য প্রায় ৪৫ দিন পর্যন্ত সময় লেগে যায়। তবে এবারে রিভিউ এবং স্ক্রুটিনিতে আসছে 'তৎকাল পরিষেবা'। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, এবার এই নিয়মে ৭ দিনের মধ্যে সংশোধিত মার্কশিট হাতে পাবেন আবেদনকারীরা।
কোন জেলায় পাশের হার কত?
এবারে পাশের হার এগিয়ে পূর্ব মেদিনীপুর। দ্বিতীয় স্থানে আছে কালিম্পং- ৯২.৫১ শতাংশ। এরপর আছে পশ্চিম মেদিনীপুর- ৯২.৭৮ শতাংশ। চতুর্থ স্থানে দক্ষিণ ২৪ পরগনা- ৯২.৮৭ শতাংশ। কলকাতা আছে পঞ্চম স্থানে। কলকাতায় পাশের হার ৯২.১৩ শতাংশ। এরপর পূর্ব মেদিনীপুর- ৯৫.৭৭ শতাংশ। উত্তর ২৪ পরগনায় পাশের হার ৯২.০৫ শতাংশ। আর হুগলিতে ৯১.০৬ শতাংশ পাশের হার।
মেয়েদের মধ্যে প্রথম প্রতীচী তালুকদার এবং স্নেহা ঘোষ
এদিকে উচ্চমাধ্যমিকে চতুর্থ তথা মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন দু'জন - কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির ছাত্রী প্রতীচী রায় তালুকদার এবং চন্দননগরের কৃষ্ণভাবিনী নারীশিক্ষা মন্দিরের স্নেহা ঘোষ। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯৩।
প্রথম হয়েছেন আলিপুরদুয়ারের অভীক দাস
৪৯৬ মার্কস পেয়ে প্রথম হয়েছেন আলিপুরদুয়ারের ম্যাক উইলিয়ামস হাইস্কুলের অভীক দাস। দ্বিতীয় হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সৌম্যদীপ সাহা। তিনি পেয়েছেন ৪৯৫। তৃতীয় হয়েছেন মালদা অভিষেক গুপ্ত। প্রাপ্ত নম্বর ৪৯৪। পঞ্চম কন্টাই হাইস্কুলের পড়ুয়া সায়ন্তন মাইতি। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯২।
প্রথম দশে হুগলির ১৩
শীর্ষ ১০-এ আছেন হুগলি জেলার ১৩ জন পরাক্ষার্থী, বাঁকুড়ার ৯ জন, দক্ষিণ ২৪ পরগনার ৭ জন এবং কলকাতার ৫ জন।
বিজ্ঞান বিভাগে পাশের হার ৯৭ শতাংশ
৭০ শতাংশের বেশি পেয়েছেন ২২ শতাংশ পরাক্ষার্থী। ৮০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ৮.৪৭ শতাংশ। বিজ্ঞান বিভাগে পাশের হার ৯৭ শতাংশ। কলা বিভাগে পাশের হার ৮৮.২ শতাংশ।
জেলা ভিত্তিক পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর
এবার পরীক্ষা দিয়েছিলেন ৭,৬৪,৪৪৮। পরীক্ষায় পাশ করেছেন ৬,৭৯,৭৮৪ পরীক্ষার্থী। এবার পূর্ব মেদিনীপুরের পাশের হার সবচেয়ে বেশি। জেলা ভিত্তিক পাশের হারের নিরিখে কলকাতা ক্রমতালিকায় আছে পাঁচ নম্বরে
৮৯.৯৯ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছেন
৮৯.৯৯ শতাংশ পরীক্ষার্থী এবার পাশ করেছে উচ্চমাধ্যমিক পরীক্ষায়। এবছর ৪৪ শতাংশ পরীক্ষার্থী ছেলে ছিল এবং ৫৬ শতাংশ পরীক্ষার্থী ছিল মেয়ে।
রিভিউয়ের তৎকাল পরিষেবা
এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের তৎকাল রিভিউ ব্যবস্থা থাকবে। যে রিভিউ করলে ফল আসত প্রায় ৪৫ দিন পরে, এবার সেটাই ৭ দিনে হাতে পেতে পারেন পরীক্ষার্থীরা। এই মর্মে নয়া তৎকাল পরিষেবা চালু করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
ফল ঘোষণা শুরু করলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি
সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিক ভাবে ফল ঘোষণা শুরু করলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। সংসদের সভাপতি জানালেন, এ বছর সব নম্বর অনলাইনে নেওয়া হয়েছে।
৬৯ দিনের মাথায় উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ
পরীক্ষা শেষের ৬৯ দিনের মাথায় ফল প্রকাশ করছে উচ্ছমাধ্যমিক শিক্ষা সংসদ। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৮ লক্ষ। এবছর ১ ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয় উচ্চ মাধ্যমিক। ২৯ ফেব্রুয়ারি শেষ হয়েছে পরীক্ষা।
গত বছর উচ্চমাধ্যমিকের ফল
গত বছর উচ্চমাধ্যমিক জেলাভিত্তিক পাশের হারে শীর্ষস্থানে ছিল পূর্ব মেদিনীপুর। ৯৫.৭৭ শতাংশ পড়ুয়া উত্তীর্ণ হয়েছিলেন। দ্বিতীয় স্থান ছিল দক্ষিণ ২৪ পরগনা। তৃতীয় হয়েছিল কালিম্পং। ১০ নম্বরে নেমে গিয়েছিল কলকাতা।
অপেক্ষা আরও প্রায় আড়াই ঘণ্টার
দুপুুর ১ টায় আনুষ্ঠানিকভাবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সেখানেই অপেক্ষা শেষ হবে না। কারণ ওয়েবসাইটে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখার জন্য দুপুর ৩ টে পর্যন্ত অপেক্ষা করতে হবে পড়ুয়াদের। আর দুপুর ঠিক ৩ টে থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে।
হিন্দুস্তান টাইমস বাংলা ছাড়া কোথায় দেখা যাবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট?
হিন্দুস্তান টাইমস বাংলা ছাড়াও wbresults.nic.in থেকে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবেন। ‘West Bengal Council of Higher Secondary Education Examination - 2024, Results published on Wednesday, the 8th May, 2024 at 3 PM’ লেখা থাকবে। তাতে ক্লিক করে রেজাল্ট দেখতে পারবেন পড়ুয়ারা।
রেজাল্টের নোটিফিকেশন পাবেন কীভাবে?
হিন্দুস্তান টাইমস বাংলার ওয়েবসাইটের হোম পেজে আসতে হবে। হোমপেজের বাঁ-দিকেই ‘পরীক্ষার রেজাল্ট’ দেখতে পাবেন। তাতে ক্লিক করুন। নতুন পেজে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের '12th Board Results' লিঙ্কে ক্লিক করতে হবে। সেই পেজের উপরের দিকে ‘উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (WB 12th Class Result)’-র লিঙ্ক রয়েছে। নীচের দিকে একটি ফর্ম আছে। সেই পূরণ করতে হবে। তাতে নাম, রোল নম্বর, মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিতে হবে পরীক্ষার্থীদের। 'Class'-এ ড্রপডাউন বক্স আছে। সেখানে তিনটি অপশন দেখতে পাবেন - সায়েন্স, আর্টস এবং কমার্স। তারপর 'Submit'-এ ক্লিক করতে হবে পরীক্ষার্থীদের। উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ঘোষণা করা হলেই আপনার ফোন এবং ইমেল আইডিতে অ্যালার্ট পাঠাবে হিন্দুস্তান টাইমস বাংলা।
আগেভাগে রেজাল্ট জানতে রেজিস্টার করুন হিন্দুস্তান টাইমস বাংলায়
পরীক্ষার্থীরা যাতে সহজেই নিজেদের রেজাল্ট দেখতে পান, সেজন্য বিশেষ উদ্যোগ নিয়েছে হিন্দুস্তান টাইমস বাংলা। পড়ুয়ারা হিন্দুস্তান টাইমস বাংলায় এসে নাম রেজিস্টার করে রাখতে পারবেন। তাহলে রেজাল্ট বেরোলেই নথিভুক্ত করা ফোন নম্বর এবং ইমেল আইডিতে অ্যালার্ট পেয়ে যাবেন। ফলে একেবারে সঙ্গে-সঙ্গেই উচ্চমাধ্যমিকের রেজাল্ট জেনে যাবেন পড়ুয়ারা। মুহূর্তের মধ্যে পেয়ে যাবেন রেজাল্ট।
বিগত বছরগুলিতে উচ্চমাধ্যমিকের পাশের হার
২০১১ সালে উচ্চমাধ্যমিকে পাশের হার ছিল ৭৬.৫৪ শতাংশ। ২০১২ সালের উচ্চমাধ্যমিকে পাশের হার ছিল ৭৭.৮৮ শতাংশ। ২০১৩ সালে উচ্চমাধ্যমিকে পাশের হার ছিল ৭৭.৩৫ শতাংশ। ২০১৪ সালে উচ্চমাধ্যমিকে পাশের হার ছিল ৭৮.৪২ শতাংশ। ২০১৫ সালে উচ্চমাধ্যমিকে পাশের হার ছিল ৮২.৩৮ শতাংশ। ২০১৬ সালে উচ্চমাধ্যমিকে পাশের হার ছিল ৮৩.৬৫ শতাংশ। ২০১৭ সালে উচ্চমাধ্যমিকে পাশের হার ছিল ৮৪.২ শতাংশ। ২০১৮ সালে উচ্চমাধ্যমিকে পাশের হার ছিল ৮৩.৭৫ শতাংশ। ২০১৯ সালে উচ্চমাধ্যমিকে পাশের হার ছিল ৮৬.২৯ শতাংশ। ২০২০ সালে উচ্চমাধ্যমিকে পাশের হার ছিল ৯০.১৩ শতাংশ। ২০২১ সালে পাশের হার ছিল ১০০ শতাংশ। ২০২২ সালে পাশের হার ছিল ৮৮.৪৪ শতাংশ। এবং ২০২৩ সালে পাশের হার ছিল ৮৯.২৫ শতাংশ।
উচ্চমাধ্যমিক পরীক্ষার মার্কশিট এবং সার্টফিকেট মিলবে কবে?
এদিকে ফল প্রকাশ হলেও আজ উচ্চমাধ্যমিক পরীক্ষার মার্কশিট এবং সার্টফিকেট পাবেন না পরীক্ষার্থীরা। আগামী শুক্রবার নির্দিষ্ট ক্যাম্প অফিস থেকে স্কুলের প্রতিনিধিদের হাতে মার্কশিট এবং সার্টফিকেট তুলে দেবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। শুক্রবার ১০ টা থেকে সংসদের নির্দিষ্ট ক্যাম্প অফিস থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার মার্কশিট এবং সার্টফিকেট বিতরণ করা হবে।
উচ্চমাধ্যমিকে নিজের রেজাল্ট দেখবেন কীভাবে?
ফলাফল দেখতে প্রথমেই ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-য় চলে আসুন। কয়েকটা ধাপেই উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবেন পড়ুয়ারা। হোমপেজে উচ্চমাধ্যমিকের লাইভ ব্লগের মধ্যেই দেখতে পাবেন যে বাঁ-দিকে একটা জায়গা আছে। সেখানে আছে ‘উচ্চমাধ্যমিকের রেজাল্ট (WB Class 12th Results)’। তাতে ক্লিক করতে হবে পরীক্ষার্থীদের। নতুন একটি পেজ খুলে যাবে। ঝটপট উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর রোল নম্বর এবং কোড দিয়ে সাবমিট করুন। উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবেন আপনিও।
পড়ুয়ারা কখন থেকে জানতে পারবেন নিজেদের ফলাফল
দুপুর ১টায় ফল প্রকাশ হলেও পড়ুয়ারা তাদের প্রাপ্ত নম্বর জানতে পারবেন আরও দু'ঘণ্টা পর থেকে। কোন বিষয়ে কত নম্বর পেয়েছেন, তা আজ দুপুর তিনটে থেকেই জানতে পারবেন পরীক্ষার্থীরা। সেইসময় থেকে অনলাইনে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখা যাবে। আর রেজাল্ট দেখা যাবে ‘হিন্দুস্তান টাইমস বাংলা’ থেকে। তাছাড়া wbresults.nic.in থেকেও নিজেদের রেজাল্ট দেখতে পারবেন পড়ুয়ারা।
আর কিছুক্ষণেই ফল প্রকাশ উচ্চমাধ্যমিকের
আজ দুপুর ১ টা থেকে সংসদ আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশ করবে এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার। উচ্চমাধ্যমিক ২০২৪ পরীক্ষা সম্পর্কিত যাবতীয় আপডেট জানা যাবে হিন্দুস্তান টাইমস বাংলায়। কে প্রথম হলেন, কে দ্বিতীয় হলেন, মেধাতালিকায় কারা জায়গা করে নিলেন, পাশের হার কত, কোন জেলায় পাশের হার কত, তা জানতে হিন্দুস্তান টাইমস বাংলা লাইভ ব্লগে চোখ রাখুন।