বাংলা নিউজ > বায়োস্কোপ > বাজির বিজ্ঞাপনে পরিণীতি চোপড়া! কী বলছেন অভিনেত্রী?

বাজির বিজ্ঞাপনে পরিণীতি চোপড়া! কী বলছেন অভিনেত্রী?

পরিণীতির বাজির বিজ্ঞাপনের ভাইরাল ছবি।

সেই ছবি ভাইরাল হওয়া মাত্রই অভিনেত্রী সকলকে অনুরোধ করেন বাজি না পোড়াতে। 

করোনা অতিমারীর জন্য এ বছরের দিওয়ালি অন্য বছরের থেকে একটু আলাদা। এবছর আলোর উৎসব হবে, যেখানে বাজি পোড়াতে মানা। কারণ, বাজি পোড়ালে দূষণের মাত্রা বাড়বে। যার ফলে করোনা সংক্রমণের মাত্রা বাড়তে পারে। দেশের বহু রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে বাজি বিক্রি ও পোড়ানো। আসলে দীপাবলি আলোর উৎসব, শব্দের নয়। এবছরে সকলের মুখে এটাই বার্তা।

এমন পরিস্থিতিতে বাজির বাক্সের ওপর পরিণীতি চোপড়ার ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে। পরিণীতি চোপড়া হলেন বলিউডের এমন সেই তরকাদের মধ্যে পড়েন যিনি না চাইতেও তাঁর ছবি বাজির বাক্সে ব্যবহার করা হয়। সেই ছবি ভাইরাল হওয়া মাত্রই অভিনেত্রী সকলকে অনুরোধ করেন বাজি না পোড়াতে। 

দেখা যায় ট্যুইটারে এক পরিণীতি-ভক্ত একটি বাজির প্যাকেটের ছবি শেয়ার করেন। প্যাকেটের গায়ে অভিনেত্রীর ছবি। ছবিটি শেয়ার করে তিনি প্রশ্ন, ‘জানতাম না আপনি এটা এনডোর্স করছেন।’ সেই সঙ্গে একটি হাসিমুখের ইমোজি। দেখে বোঝাই যাচ্ছে মজার ছলে ওই ছবিটি পোস্ট করা হয়েছে।

পরিনীতি অবশ্য টুইটটি রিটুইট করেন। পাল্টা তিনি লেখেন, ‘হা হা হা। কিন্তু দয়া করে কেউ বাজি পোড়াবেন না। নিঃশব্দ ও নিরাপদে দিওয়ালি কাটান।’

বাজির প্যাকেটের গায়ে অভিনেতা-অভিনেত্রীদের ছবি ছাপার বিষয়ে অনুমতি নেওয়ার কোনও ব্যাপার থাকে না। ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছামতো ছবি ব্যবহার করেন প্যাকেটের গায়ে। ফলে পরিণীতিও অনিচ্ছাকৃতভাবেই সেই পরিস্থিতির মুখে পড়েছে। একটু খেয়াল করলে দেখা যায় এমন অনেক অভিনেতা অভিনেত্রীর ছবি বাজির প্যাকেটে দেখা যায়। 

নিজের ৩২তম জন্মদিন পালন করতে এই মুহূর্তে ছুটি কাটাতে ইউরোপে রয়েছেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে ছবিও শেয়ার করেন তিনি।

পরিণীতির পরবর্তী ছবি ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালের বায়োপিক নিয়ে। সেখানে অভিনেত্রীর লুক দেখে বিস্মিত হয়েছেন স্বয়ং সাইনা নেওয়াল। বেশ কিছুদিন আগে নিজের লুকের ছবি শেয়ার করে একটি টুইট করেছিলেন পরিণীতি। টুইটটি রিটুইট করে ক্যাপশনে সাইনা লিখেছেন, ‘অবিকল আমার মতো’। 

আপাতত ইউরোপে ছুটির আমেজে অভিনেত্রী। ফিরে এসে শ্যুটিংয়ের কাজে ব্যস্ত হয়ে পড়বেন অভিনেত্রী। 

 

বায়োস্কোপ খবর

Latest News

দলীপ ট্রফির ম্যাচ চলাকালীন DC দলের সতীর্থদের সঙ্গে খুনসুটিতে মাতলেন ঋষভ পন্ত প্যারিসে জ্যাভেলিনের এই থ্রোয়েই জেতেন রুপো, ভারতীয় তারকার মেডেল বদলে গেল সোনায় ‘‌এই ধরনের মানুষদের মনোনয়ন দেওয়াই ঠিক নয়’‌, জহর সরকারকে নিয়ে রায় দিলেন সৌগত হিরো আলমকে আদালতেই গণধোলাই, কান ধরে ওঠবস! বিএনপি-র বিরুদ্ধে হামলার অভিযোগ গায়কের কলেজিয়ামের সিদ্ধান্তকে খারিজ করল সুপ্রিম কোর্ট, এই প্রথম এমন নজির 'শুধু অভয়ার জন্য নয়, এই প্রতিবাদ হচ্ছে মমতাদের বিরুদ্ধে, ভুল না শোধরালে…' বিকেলে নয় বরং সকালে করুন শরীরচর্চা, পাবেন ৫টি অবিশ্বাস্য ফলাফল 'গন্ডারের থেকেও মোটা চামড়া, কোনও প্রতিবাদ এই সরকারকে স্পর্শ করে না' ভারতের কোন মাঠের দর্শকরা সবথেকে বেশি নিরপেক্ষ! কী বললেন প্রোটিয়া স্পিনার শামসি কথা হয়েছে ফোনে, ইউনুস- মোদীর মুখোমুখি আলোচনা কবে? কী ভাবছে ভারত- বাংলাদেশ?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.