আমির কন্যা ইরা খানের ২৫তম জন্মদিন ছিল রবিবার। বাবা আমির খান, মা রিনা দত্ত এবং সৎ ভাই আজাদ রাও খানের সামনে কেক কেটে জন্মদিন উদযাপন করেন আমির কন্যা। কিন্তু বিকিনি পরে কেক কাটার ছবি ইরা শেয়ার করতেই, নীতি পুলিশের শিকার হন তিনি। এরপরই নুপূর শিখর এবং অন্যান্য বন্ধুদের সঙ্গে জন্মদিন পার্টিতে মেতে উঠতে দেখা গিয়েছে আমির কন্যাকে।
এ দিন দুটি কেক কাটেন ইরা খান। তবে বাবা এবং মায়ের সামনে বিকিনি পরে তাঁর কেক কাটার ছবি নিয়ে নেটদুনিয়া তোলপাড়। ছবিতে মাল্টি কালারের বিকিনি পরে কেক কাটতে দেখা গিয়েছে আমির কন্যাকে। এই নিয়ে আপত্তি প্রকাশ করেন একাংশ নেটিজেন। কেউ কেই তাঁকে সমাজের কায়দা দেখিয়ে বলেন, মেয়ের বাবার পাশে কেমন হওয়া উচিত! আবার কেউ কেউ ইরাকে সোশ্যাল মিডিয়ায় সমর্থন করেছেন। ইরার ট্রোলারদের বিরুদ্ধে নেটমাধ্যমে মুখ খুলেছেন গায়িকা সোনা মহাপাত্র। আরও পড়ুন: বিকিনিতে বাবার পাশে দাঁড়িয়ে জন্মদিনের কেক কাটল আমির-কন্যা ইরা, ছবি নিয়ে ছি ছি
ক্ষুব্ধ সোনা মহাপাত্র
টুইটারে ইরার হয়ে মুখ খুলেছেন সোনা মহাপাত্র। তিনি লেখেন, ‘ইরা খানের পছন্দের পোশাক… অথবা আমির খানকে টেনে এনে আর যাই বলুন না কেন.. যারা মন্তব্য করছেন দয়া করে নোট করুন, ইরার বয়স ২৫ বছর। একজন মুক্ত, চিন্তাশীল, প্রাপ্তবয়স্ক নারী। ও নিজের পছন্দগুলি করছে। ওর বাবার বা আপনার অনুমোদনের প্রয়োজন নেই। গুঞ্জন বন্ধ হোক। #পিতৃতন্ত্র #ভারত।’
সোনার সঙ্গে অনেকেই একমত
টুইটারে অনেকেই সোনা মহাপাত্রকে সমর্থন জানিয়েছেন। অনেকেই বলছেন সোনা মহাপাত্রের কথার মানে রয়েছে। কারণ প্রত্যেকেরই নিজের মতো করে বাঁচার অধিকার আছে। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘আমি আপনার মতামতকে সম্মান করি। আপনি যে অকপটে আপনার বক্তব্য তুলে ধরেছেন তা প্রশংসনীয়।’ একই সঙ্গে আরেক ব্যবহারকারী লিখেছেন, 'তোমার সাহসের প্রশংসা করতেই হবে।'