ঋতুস্রাব কোনও প্রতিবন্ধকতা নয়, তাই মাসিক চলাকালীন মেয়েদের সবেতন ছুটির প্রয়োজন নেই- এমনটাই মনে করনে কেন্দ্রীয় নারী ও কল্যাণ মন্ত্রকের মন্ত্রী স্মৃতি ইরানি। আরজেডি সাংসদ মনোজ কুমার ঝায়ের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন স্মৃতি, যা ঘিরে তোলপাড়া সোশ্যাল মিডিয়া।
স্মৃতি ইরানির এই মন্তব্য ঘিরে সমলোচনার শেষ নেই। তবে ‘মোদী-ভক্ত’ কঙ্গনা রানাওয়াত পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় মন্ত্রীর। ইনস্টাগ্রাম স্টোরিতে হিন্দুস্তান টাইমসের আর্টিকেল শেয়ার করে কঙ্গনা লেখেন- ‘মেয়েরা তো বরাবরই কাজ করে আসছে। কোনওকিছুই তাদের রুখতে পারেনি, সমাজ ও পরিবারের প্রতি সব দায়িত্ব পালন করেছে তাঁরা’।
মহিলাদের ঋতুস্রাবকালীন স্বাস্থ্য নীতি নিয়ে স্মৃতির অবস্থানকে বাহবা জানিয়ে কঙ্গনা লেখেন, ‘ওয়ার্কিং ওম্যান শব্দটা মিথ, কারণ মানবসভ্যতার ইতিহাসে এমন কোনও মহিলা আছেন কি যিনি কাজ করেন না? কেউ কৃষিক্ষেত্রে কাজ করছেন, কেউ ঘর সামলাচ্ছেন আবার কখনও সন্তানদের আগলাচ্ছেন, মেয়েরা তো সবসময় কাজ করছে। আর কোনও কাজই তো পরিবার, সমাজ কিংবা দেশের প্রতি তাঁদের দায়িত্ব থেকে বিচ্যুত করতে পারেনি। কোনও নির্দিষ্ট শারীরিক পরিস্থিতি হলে ব্যাপারটা আলাদা, না হলে ঋতুস্রাবের সময় মেয়েদেক সবেতন ছুটির প্রয়োজন নেই, দয়া করে বোঝার চেষ্টা করুন, পিরিয়ড কোনও অসুস্থতা বা প্রতিবন্ধকতা নয়’।
স্মৃতি ইরানি সাংসদে দাঁড়িয়ে বলেন, ‘ একজন ঋতুস্রাব মহিলা হিসেবে, ঋতুস্রাব এবং ঋতুচক্র কোনও প্রতিবন্ধকতা নয়, এটি মহিলার জীবনযাত্রার একটি স্বাভাবিক অংশ।’ পিরিয়ডকালীন ছুটির জেরে কর্মক্ষেত্রে মহিলাদের প্রতি বৈষম্য হতে পারে বলে সকলকে সতর্ক করেন স্মৃতি। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘সংসদে আমাদের এমন কোনও প্রস্তাব রাখা উচিত নয়, যেখানে মহিলাদের সমান সুযোগ থেকে বঞ্চিত হতে হয়। যাঁদের ঋতুস্রাব হয় না, মাসিকের প্রতি তাঁদের দৃষ্টিভঙ্গিকে এ ক্ষেত্রে গুরুত্ব দেওয়ার কোনও মানে নেই।’
এই প্রসঙ্গ সোশ্যাল মিডিয়ায় সামাজিক ইস্যু নিয়ে নিজের মত রাখলেন কঙ্গনা এমনটা নয়। ফিল্মের বক্স অফিস নম্বরের বাইরে দেশ সম্পর্কিত নানান বিষয়ে সোশ্যালে হামেশাই সজাগ বলিউডের কুইন। কিছুদিন আগে ‘ভারত নাম বিতর্ক’ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন অভিনেত্রী। মোদীকে কংগ্রেস ‘অপয়া’ বলে কটাক্ষ করলেও ফুঁসে উঠেছিলেন কঙ্গনা।
বক্স অফিসে কঙ্গনার শেষ রিলিজ ‘তেজাস’ মুখ থুবড়ে পড়েছে। যদিও নতুন উদ্যমে ফের শুরু করতে নিজেকে প্রস্তুত করছেন কঙ্গনা রানাওয়াত। আপাতত তাঁর পাখির চোখ ‘এমার্জেন্সি’। এই ছবিতে দেশের প্রাক্তন প্রাধনমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে। ‘এমার্জেন্সি’ পরিচালনার দায়িত্বেও আছেন কঙ্গনা নিজে, এই ছবি তৈরি হয়েছে তাঁর প্রযোজনায়। মোদী-ভক্ত কঙ্গনা ছবি তৈরি করেছেন কংগ্রেস জামানায় ঘোষিত জুুরুরি অবস্থা নিয়ে! ছবি ঘিরে যে বিতর্ক হবে তা পরিষ্কার। অক্টোবর মাসে এই ছবি মুক্তির কথা ছবি, তবে তা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিয়েছেন কঙ্গনা।