Actress Nagma: বলিউডের পাশাপাশি দক্ষিণের ছবিতেও কাজ করেছেন অভিনেত্রী নাগমা। একাধিকবার সম্পর্কে জড়ালেও শেষ পর্যন্ত বিয়ে করেননি অভিনেত্রী। এক ক্রিকেটার এবং ভোজপুরি তারকা রবি কিষানের সঙ্গে নাম জড়িয়েছিল অভিনেত্রীর। সলমনের সঙ্গে অভিনয় করে বলিউডে লাইমলাইটে আসেন নায়িকা। এখন কোথায় আছেন তিনি?
1/5নব্বই দশকের শীর্ষ অভিনেত্রীদের মধ্যে অন্যতম নাগমা। নিজের যুগের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী ছিলেন তিনি। যদিও একটা সময় পর অভিনয় জগতকে বিদায় জানিয়ে রাজনীতিতে পা রাখেন তিনি।
2/5মাত্র ১৬ বছর বয়সে অভিনয় জগতে পা রাখেন নাগমা। সলমন খানের বিপরীতে ইন্ডাস্ট্রিতে ডেবিউ করেন তিনি। ১৯৯০ সালে 'বাঘি: অ্যা রেবেল ফর লাভ' ছবিতে অভিনয় করা প্রচুর খ্যাতি কুড়িয়েছেন নায়িকা। রাতারাতি তারকা হয়ে ওঠেন তিনি। এরপরই একাধিক ছবির অফার পান অভিনেত্রী।
3/5নব্বইয়ের দশকে সলমন খান এবং নাগমার জুটি ছিল সুপারহিট। ‘বাঘি’ ছবিতে সলমন খানের সঙ্গে চুটিয়ে রোম্যান্স করেছিলেন অভিনেত্রী। ছবির গানগুলিও ছিল বেশ রোম্যান্টিক। যদিও তবে এখন গ্ল্যামার ইন্ডাস্ট্রি থেকে দূরে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন অভিনেত্রী।
4/5সলমন খানের সঙ্গে জুটি বাঁধার পর অক্ষয় কুমারের সঙ্গে ‘সুহাগ’ ছবিতে কাজ করেছিলেন নাগমা। সেই ছবিও সুপারহিট হয়েছিল বক্স অফিসে। কেরিয়ারের শুরুতেই তুমুল সাফল্য লাভ করেছিলেন তিনি। পরে দিব্যা ভারতীর পরামর্শে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে যাওয়ার সিদ্ধান্ত নেন নাগমা। অভিনয় দক্ষতার জোরে দক্ষিণের মানুষের মনও জয় করেছেন তিনি।
5/5এক খ্যাতনামা ক্রিকেটারের সঙ্গে নাম জড়িয়েছিল নাগমার। তবে বাস্তব জীবনে এখনও বিয়ে করেননি অভিনেত্রী। সোশ্যাল মিডিয়া বা ইন্ডাস্ট্রিতেও খুব একটা কাজ করতে দেখা যায়না তাঁকে। এক সময়ের সুপারহিট এই অভিনেত্রী নাগমা আজ এক অজ্ঞাতনামা জীবনযাপন করছেন।