1/6দুর্নিবার সাহার দ্বিতীয় বিয়ে নিয়ে টলিপাড়ায় চর্চার শেষ নেই, এর মাঝেই চুপিসাড়ে সাত পাক ঘুরলেন টেলিপাড়ার আরও এক পরিচিত মুখ। ফাল্গুনের সন্ধ্যায় গাঁটছড়া বাঁধলেন অভিনেতা সৌমিক সাহা। (ছবি-ইনস্টাগ্রাম)
2/6দীর্ঘদিনের বান্ধবী ঐশী চক্রবর্তীর সঙ্গেই সাত পাকে বাঁধা পড়লেন সৌমিক। ঐশীও টেলিপাড়ার পরিচিত মুখ। স্টার জলসার টেক্কা রাজা বাদশা, জি বাংলা ‘হৃদয় হরন বিএ পাস’ এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন সৌমিক।
3/6ঐশী নিজেও অভিনয়ও করেন। জিতের আগামী ছবি চেঙ্গিসে দর্শক দেখতে পারে তাঁকে। সম্প্রতি সান বাংলার ‘আদরের বোন’ ধারাবাহিকে সৌমিককে দেখেছে দর্শক।
4/6বিয়েতে টুকটুকে লাল বেনারসিতে সাজলেন ঐশী। সঙ্গে নীল ব্লাউজ তাঁর সাজকে আকর্ষনীয় করে তুলল। লাল পাঞ্জাবিতে বরবেশে ঝলমলে সৌমিক। 'আদরের বোন' পরিবারের সদস্যরা হাজির ছিল এই বিয়েতে।