Jugal Hansraj Unknown Story: বয়স ৫০-এর কোঠায় অভিনেতা যুগল হংসরাজের। ১০ বছর বয়সে কেরিয়ার শুরু। হিরো হিসেবেও অভিনয় করেছেন। স্টারডমের তকমা থেকে সরে কীভাবে বলিউড থেকে আচমকা অদৃশ্য হয়ে গেলেন যুগল?
1/6১৯৮৩ সালে শেখর কাপুরের ছবি 'মাসুম'-এ শিশুশিল্পী অভিনয় জগতে ডেবিউ করেন যুগল হংসরাজ। 'কর্ম' (১৯৮৬), 'সুলতানাত' (১৯৮৬)-এর মতো ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছেন। ছোটবেলায় অনেক বিজ্ঞাপনেও কাজ করেছেন। 'আ গালে লাগ জা' ছবি দিয়ে ১৯৯৪ সালে পরিণত বয়সে তাঁর বলিউড যাত্রা শুরু হয়। ওই ছবিতে হিরোর চরিত্রে অভিনয় করেছেন তিনি।
2/6হিরো হিসেবে বলিউডে ডেবিউ করার পর প্রচুর জনপ্রিয়তা পেয়েছিলেন যুগল। দর্শকদের কাছ থেকেও অনেক ভালোবাসা পেয়েছেন তিনি। এরপর ১৯৯৬ সালে 'পাপা কেহতে হ্যায়' ছবিটি অভিনেতার কেরিয়ার আরও চাঙ্গা করে তোলে। বলিউডের ট্র্যাকে ছুটতে থাকে তাঁর গাড়ি। মহব্বতেঁ (২০০০), কাভি খুশি কভি গম (২০০১) এবং সালাম নমস্তে (২০০৫)-এর মতো ছবি তাঁর কেরিয়ারের মাইলস্টোন হয়ে দাঁড়ায়। এই ছবির জন্যই ইন্ডাস্ট্রিতে নাম ফাটতে থাকে অভিনেতার।
3/6অনেকেই সেই সময় ধরে নিয়েছিলেন বলিউডের পরবর্তী সুপারস্টার হবেন যুগল হংসরাজ। কিন্তু সময়ের সঙ্গে ভাগ্য এমন মোড় নেয় সিনেমা জগত থেকে দূরে সরতে থাকেন অভিনেতা। বলিউডের একজন উজ্জ্বল তারকা পর্দা থেকে এমনভাবে অদৃশ্য হয়ে যান যেন কেউ তাকে দেখেননি। একাধিক মিডিয়া রিপোর্ট অনুসারে, তিনি তখন পর্দা থেকে অদৃশ্য হননি, বরং তিনি সেইসব ছবির শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন যা তাঁর কেরিয়ার ধ্বংসের অন্যতম কারণ হয়ে ওঠে।
4/6একের পর এক হিট ছবি দেওয়ার কারণে যুগলের সঙ্গে কাজ নিয়ে চুক্তিবদ্ধ করার প্রতিযোগিতা চলছিল নির্মাতাদের মধ্যে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, কেরিয়ারের শীর্ষে থাকাকালীন একাধিক পরিচালক এবং প্রযোজকের থেকে একসঙ্গে ৪০টি ছবির অফার পেয়েছিলেন অভিনেতা।
5/6যুগল সেই সব ছবিতে একটানা কাজ শুরু করেছিলেন, যার কারণে তিনি পর্দা থেকে দূরে চলে গেলেও ছবিগুলি কিন্তু রয়ে গিয়েছে। এরমধ্যে ৩৫টি ছবি তৈরি হয়েছে। বাকিগুলির কাজ মাঝপথে বন্ধ হয়ে গিয়েছে বা শ্যুটিংই শুরু হয়নি কোনওটির।
6/6একগুচ্ছ ছবির শ্যুটিংয়ের দরুন বছরের পর বছর বলিউডের পর্দা থেকে দূরে থাকেন অভিনেতা। অভিনেতার কেরিয়ারের সোনালি সময় নষ্ট হয়ে যায়। এই সময়ের মধ্যে তাঁর একটি বা দুটি ছবি মুক্তি পায়, কিন্তু বক্স অফিসে ফ্লপ প্রমাণিত হয়। দেখতে দেখতে বলিউড থেকে অদৃশ্য হয়ে যান তিনি। বর্তমানে বলিউডের লাইমলাইট থেকে দূরেই থাকেন অভিনেতা।