Pankaj Tripathi Daughter Aashi Tripathi: মির্জাপুরের ‘কালিন ভাইয়া’ হয়ে পর্দা কাঁপানো পারফর্ম্যান্স করেছেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। বর্তমানে ইন্ডাস্ট্রির সেরা অভিনেতাদের মধ্যে গণ্য করা হয় তাঁকে। প্রায়শই পর্দায় শান্ত ও গম্ভীর ভাবে ধরা দেন তিনি। অভিনেতার একমাত্র মেয়ে আশি ত্রিপাঠিকে চেনেন?
1/6টেলিভিশনের পর বলিউড সিনেমা এবং ওটিটিতে কাজ করেছেন পঙ্কজ ত্রিপাঠি। অভিনেতা তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে খুব কমই ক্যামেরার সামনে মুখ খুলেছেন। মির্জাপুরে অখণ্ডানন্দ ত্রিপাঠি অর্থাৎ ভাইয়া জির চরিত্রে চরিত্রে অভিনয় করে দর্শকের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন পঙ্কজ। এই কারণে দর্শক অভিনেতাকে তাঁর পর্দার চরিত্রের জন্য বেশি চেনেন। তবে অভিনেতার মেয়ে আশি ত্রিপাঠি কিন্তু লাইমলাইটের জগত থেকে অনেক দূরে থাকেন, তাঁর মেয়েকে চেনেন?
2/6পঙ্কজ ত্রিপাঠি সেই বলিউড তারকাদের মধ্যে একজন, যিনি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব কমই কথা বলেছেন। পঙ্কজ কন্যা আশি ত্রিপাঠি স্টারকিড হয়েও লাইমলাইটের দুনিয়া থেকে বেশ দূরে থাকেন।
3/6তবে বিশেষ কোনও অনুষ্ঠানে ওটিটি তারকা তাঁর মেয়ের ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আশির বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে, তাঁকে দেখে নেটিজেনের মন্তব্য, ঠিক যেন বাবা পঙ্কজের মতো দেখতে তাঁকে।
4/6অন্যান্য স্টারকিডদের তুলনায় খুব সাধারণ জীবনযাপন করেন পঙ্কজ ত্রিপাঠির মেয়ে আশি। অভিনেতা-কন্যার ছবিগুলি দেখেই এই বিষয়টি বোঝা যায়।
5/6কিছুদিন আগে আশিকে তার মা ও বাবার সঙ্গে আইফা অ্যাওয়ার্ডে দেখা গিয়েছিল। প্রায়শই ইন্ডাস্ট্রির কোনও বিশেষ অনুষ্ঠানে পরিবারকে সঙ্গে নিয়ে যোগ দেন পঙ্কজ।
6/6 আশির বয়স মাত্র ১৬ বছর। তবে সৌন্দর্যের দিক থেকে বড় বড় অভিনেত্রীদের টেক্কা দিতে পারে সে।