Adrija Roy Photos: টেলিভিশনের মিষ্টি বউমা অদ্রিজা কিন্তু বাস্তব জীবনে বেজায় গ্ল্যামারাস। প্রায়শই নেটমাধ্যমের পাতায় বোল্ড অবতারে ধরা দেন অদ্রিজা। মলদ্বীপ থেকে কালারফুল মনোকিনিতে ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। নায়িকার লাস্যের ছটায় মুগ্ধ নেটপাড়া।
1/5টেলিভিশন অভিনেত্রী অদ্রিজা রায়ের পায়ের তলায় এখন সরষে ফুল। মলদ্বীপ উড়ে গিয়েছেন অভিনেত্রী। মাল্টি কালার মনোকিনিতে সমুদের নীল জলে ডুবে একের পর এক ছবি শেয়ার করছেন অদ্রিজা। আগুন ধরানো লুকে ধরা দিয়েছেন এই টেলি ডিভা।
2/5চোখে রোদচশমা. নির্জন দ্বীপে কোমর পর্যন্ত নীল জলে ডুবে উষ্ণতামাখা ছবি শেয়ার করেছেন অদ্রিজা। ক্যাপশনে লেখেন, ‘দিগন্ত নীল’। নায়িকার এই ওয়াটার বেবি লুকের প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া।
3/5ছক ভাঙতে বরাবরই ভালোবাসেন অদ্রিজা। সাহসী ছবিতে একাধিক সময় নেটমাধ্যমের পাতায় ধরা দিয়েছেন টেলি পাড়ার এই নায়িকা। বাংলা টেলিভিশনের পরিচিত মুখ তিনি। এখন কাজ করছেন মুম্বইয়ে হিন্দি ধারাবাহিকে।
4/5বাংলা টেলিভিশনে ‘মৌ-এর বাড়ি’ ধারাবাহিকে শেষ বার দেখা গিয়েছে অভিনেত্রীকে। এরপরই মুম্বই থেকে ডাক পান নায়িকা। কালার্স এর ‘দুর্গা অউর চারু’ ধারাবাহিকের অন্যতম মুখ হিসেবে দেখা যাচ্ছে অদ্রিজাকে। হিন্দি ধারাবাহিকে ‘চারু’-র চরিত্রে ধরা দিয়েছেন অভিনেত্রী।
5/5টেলিভিশিনের এই মিষ্টি বউমা বাস্তব জীবনে বেজায় গ্ল্যামারাস। প্রায়শই নেটমাধ্যমের পাতায় বোল্ড অবতারে ধরা দেন তিনি। কখনও গোলাপি মনোকিনি, আবার কখনও কালো মনোকিনি অথবা সাদা টু-পিসে তাক লাগানো লুকে ধরা দেন। দেশ-বিদেশে ঘুরে বেড়াতে ভালোবাসেন অদ্রিজা, সেই টুকরো ঝলকই উঠে আসে তাঁর নেটমাধ্যমের পাতায়।