Natasha Poonawalla: কান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩-এ নাতাশা পুনাওয়ালা একফ্রেমে ধরা দেন লিওনার্দো ডিক্যাপ্রিওর সঙ্গে। টোবি ম্যাগুয়ার এবং বন্ধুদের সঙ্গে ইয়ট থেকে ছবি পোস্ট করেছেন নাতাশা।
1/5একজন ব্যবসায়ী, ফ্য়াশন আইকন এবং সোশ্যাল মিডিয়া স্টার নাতাশা পুনাওয়ালা। সম্প্রতি হলিউড ছবি 'কিলার অফ দ্য ফ্লাওয়ার মুন'-এর টিমের সঙ্গে দেখা গিয়েছে তাঁকে। ইনস্টাগ্রামের পাতায় ছবি শেয়ার করেছেন তিনি।
2/5মার্টিন স্কোরসেসের 'কিলার অফ দ্য ফ্লাওয়ার মুন' ছবির প্রিমিয়ার হয়েছে কান ফিল্ম ফেস্টিভ্যালে। এই প্রিমিয়ারে হাজির ছিলেন নাতাশা। রবার্ট ডি নিরো এবং লিওনার্দো ডি ক্যাপ্রিও অভিনীত ছবি দেখার অভিজ্ঞতাও ইনস্টাগ্রামে ভাগ করেছেন তিনি।
3/5ইনস্টাগ্রামে প্রিমিয়ার থেকে ছবি শেয়ার করে নাতাশা লেখেন, 'লিও এবং মার্টিন স্কোরসেসের মাস্টারপিস - 'কিলার অফ দ্য ফ্লাওয়ার মুন' এবং লিওনার্দো ডিক্যাপ্রিও এবং তার সহশিল্পীরা সেরা। এই অসাধারণ মুহূর্তে আমাকে সাক্ষী রাখার জন্য এবং প্রতিভাবান মার্টিন স্কোরসেসের সঙ্গে কথোপকথনের জন্য আমি কৃতজ্ঞ'।
4/5'কিলার অফ দ্য ফ্লাওয়ার মুন' কান ফিল্ম ফেস্টিভ্যালে এর প্রিমিয়ারের পরে ৯ মিনিটের স্ট্যান্ডিং ওভেশন পেয়েছে। চলতি বছরের ৬ অক্টোবর মুক্তি পাবে ছবিটি।
5/5কানের লাল গালিচায় সাদা গাউন পরে দেখা মেলে নাতাশার। এই পোশাকের সঙ্গে সোনার গয়না পরেছিলেন তিনি।