বাংলা নিউজ > বায়োস্কোপ > Satish Kaushik Daughter: 'পুনর্জন্ম নিও না, আমি ঠিক তোমার সঙ্গে দেখা করতে যাব', বাবাকে চিঠি সতীশ কন্যার

Satish Kaushik Daughter: 'পুনর্জন্ম নিও না, আমি ঠিক তোমার সঙ্গে দেখা করতে যাব', বাবাকে চিঠি সতীশ কন্যার

সতীশ কৌশিক কন্যা বংশিকা

'আমি তোমাকে ছাড়া বাঁচতে পারি না। আমি তোমাকে খুব মিস করি। আমি যদি জানতাম যে এটি ঘটবে, আমি তাহলে তোমার সঙ্গে সময় কাটানোর জন্য স্কুলে যেতাম না। আমি যদি তোমাকে একবার জড়িয়ে ধরতে পারতাম। তুমি এখনও আমার হৃদয়ে আছো। মনে হয় যেমন আমরা সিনেমায় দেখি, তেমন যদি কোনও অলৌকিক ঘটনা ঘটে এবং তুমি বেঁচে থাকো।’

মৃত্য়ুর পর সতীশ কৌশিকের প্রথম জন্মবার্ষিকী। আর সেকারণেই তাঁর স্মৃতিচারণায় হাজির হয়েছিলেন তাঁর কাছের বন্ধুরা। ছিলেন জাভেদ আখতার, শাবানা আজমি, অনিল কাপুর, নীনা গুপ্তা, রানি মুখোপাধ্যায় এবং সুভাষ ঘাই সহ ফিল্ম ইন্ডাস্ট্রি অনেকেই। সকলের সঙ্গে ছিল প্রয়াত অভিনেতার ১০ বছরের মেয়ে বংশিকা। ‘তারাদের দেশে’ থাকা বাবার জন্য খোলা চিঠি লিখেছিল ছোট্ট বংশিকা, সেই চিঠি পড়ে উপস্থিত সকলের চোখে জল এনে দিল সতীশ কৌশিক কন্যা।  

প্রয়াত বাবার উদ্দেশ্যে ঠিক কী লিখেছে বংশিকা?

বংশিকা তাঁর চিঠি পড়তে শুরু করে, ‘হ্যালো বাবা, আমি জানি যে তমি এখন আর নেই। তবে আমি তোমাকে জানতে চাই যে আমি সর্বদা তোমার জন্য থাকব। তোমার বন্ধুরা আমাকে শক্তিশালী হতে শিখিয়েছে কিন্তু আমি তোমাকে ছাড়া বাঁচতে পারি না। আমি তোমাকে খুব মিস করি। আমি যদি জানতাম যে এটি ঘটবে, আমি তাহলে তোমার সঙ্গে সময় কাটানোর জন্য স্কুলে যেতাম না। আমি যদি তোমাকে একবার জড়িয়ে ধরতে পারতাম। তুমি এখনও আমার হৃদয়ে আছো। মনে হয় যেমন আমরা সিনেমায় দেখি, তেমন যদি কোনও অলৌকিক ঘটনা ঘটে এবং তুমি বেঁচে থাকো।’ ততক্ষণে বংশিকার নিষ্পাপ লেখায় উপস্থিত সকলের চোখে জলে ভরে গিয়েছে।

বংশিকা আরও পড়েন, ‘আমি জানি না, যখন আমি আমার বাড়ির কাজ করব না তখন কে আমাকে মায়ের হাত থেকে বাঁচাবে। আমার আর স্কুলে যেতে ভালো লাগে না। আমি জানি না আমার বন্ধুরা কী বলবে! ওরা আমায় নিয়ে মজা করলে কী হবে? অনুগ্রহ করে প্রতিদিন তুমি আমার স্বপ্নে এসো। আমি তোমার জন্য পুজো করেছি এবং আমি চাই তুমি স্বর্গে থাকো। একটি রোলস-রয়েস, ফেরারি এবং একটি ল্যাম্বরগিনি সহ একটি বড় প্রাসাদে সুখী জীবনযাপন করো। আর দারুণ সব খাবার খাও। আমরা ৯০ বছরে আবার দেখা করব। দয়া করে পুনর্জন্ম নিও না, আমি ৯০ বছরে তোমার সঙ্গে দেখা করতে যাব।। দয়া করে আমাকে মনে রেখো, আমি তোমাকে চিরকাল মনে রাখব। আমার চোখে পৃথিবীর সেরা বাবা ছিলে তুমি।’

এদিন অনুপম খের বংশিকাকে তাঁর বাবার সঙ্গে কাটানো কোনও একটি স্মৃতি শেয়ার করতে বললে সতীশ কৌশিক কন্যা বলেন, ‘আমার যখন খুব মন খারাপ থাকL তখন বাবা আমায় বলতেন বংশিকা তুমি JW ম্যরিয়েটে লাঞ্চ ডেটে যেতে চাও? বাবা আমায় নিয়েও যেত, তারপর বিভিন্ন মজার কথা বলে বাবা আমায় হাসাত। মা আমায় বকাবকি করলে বাবা চুপুচুপি আমার অঙ্ক করে দিত।'এদিন উপস্থিত সকলেই প্রয়াত সতীশ কৌশিকের স্ত্রী শশীর পাশে থাকার আশ্বাস দেন, অনুপম খের বংশিকাকে বলেন, তিনি রোজ সন্ধেয় তাকো ফোন করবেন।

 

বন্ধ করুন