বাংলা নিউজ > বায়োস্কোপ > রবি ট্যান্ডনের মৃত্যুতে শোকপ্রকাশ মোদীর, মেয়ে রবিনাকে পাঠালেন চিঠি শ্রাদ্ধের দিন

রবি ট্যান্ডনের মৃত্যুতে শোকপ্রকাশ মোদীর, মেয়ে রবিনাকে পাঠালেন চিঠি শ্রাদ্ধের দিন

রবিনা ট্যান্ডন, যিনি কিছুদিন আগেই বাবাকে হারিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন প্রধানমন্ত্রীর কাছ থেকে পাওয়া শোকবার্ত। 

মোদীজির পাঠানো শোকবার্টা টুইটারে শেয়ার করে নেন রবিনা। ও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রীকে। 

ফেব্রুয়ারি মাসেই বাবাকে হারিয়েছিলেন অভিনেত্রী রবিনা ট্যান্ডন। বৃহস্পতিবার ছিল শ্রাদ্ধ। আর সেদিন রবিনার বাবা প্রয়াত পরিচালক রবি ট্যান্ডনকে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীজির পাঠানো শোকবার্টা টুইটারে শেয়ার করে নেন রবিনা।

নিজের ৮৭ বছরের জন্মদিনের দিনকয়েক আগেই ১১ ফেব্রুয়ারি শ্বাসজনিত সমস্যার কারণে মৃত্যু হয় রবি ট্যান্ডনের। মোদির পাঠানো নোট শেয়ার করে রবিনা টুইটারে লিখলেন, ‘আপনার দয়ালু বার্তার জন্য অনেক ধন্যবাদ স্যার নরেন্দ্র মোদী। আপনি একজম ঠিক বলেছেন… উনি বহুমুখী বিষয় নিয়ে কাজ পিছনে ছেড়ে গিয়েছেন।’ অপর আরেকটি পোস্টেও মোদীর পাঠানো নোট শেয়ার করেন রবিনা, সাথে তাঁর বাবার কিছু পুরনো ছবি। আর লেখেন, ‘আজ ছিল বাবার তেহরভি। সবাই বলে আজকের দিনেই নাকি আত্মা পৃথিবীর সব মায়া কাটিয়ে স্বর্গে চলে যায়। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই ওঁকে ভালোবাসা ও শ্রদ্ধা দেওয়ার জন্য এবং এই সময়ে আমার পরিবারের পাশে থাকার জন্য। খুব ভালো পরিচালক ছিলেন, থাকবেন। অনেক ভালোবাসা।’

এদিকে রবিনা ট্যান্ডনের বাবা রবি ট্যান্ডনের জন্য মোদী যে নোট পাঠিয়েছেন তাতে লেখা আছে, ‘রবি ট্যান্ডন ভারতীয় সিনেমাকে সমৃদ্ধ করেছেন তাঁর বহুমুখী কাজ দিয়ে। সিনেমা বানানোর যে সূক্ষ্ম ব্যাপারগুলো আছে তিনি তা সহজেই বুঝেছিলেন। পরিচালক হিসেবে একাধিক স্মরণীয় ছবি তিনি উপহার দিয়েছেন সিনে দুনিয়াকে। তার মৃত্যু এক অপূরণীয় ক্ষতি।’

১৯৩৫ সালের ১৭ ফেব্রুয়ারি আগ্রায় জন্ম হয় রবি ট্যান্ডনের। বলিউডের খ্যাতনামা পরিচালক ছিলেন তিনি। ‘খেল খেল মে’, ‘অনোখি’, ‘মজবুর’, ‘খুদ-দার’, ‘জিন্দেগি’র মতো সিনেমা পরিচালনা করেছেন তিনি। রেখে গেলেন স্ত্রী বীনা ট্যান্ডন ও ছেলে-মেয়ে রাজীব ও রবিনাকে।

বন্ধ করুন