Ponniyin Selvan 1 Vs Vikram Vedha Box Office Collection Day 1: শুক্রবার নবরাত্রিতে বক্সঅফিসে টক্কর হয়েছে দুই হিন্দি সিনেমার। হৃতিক রোশন-সইফ আলি খানের বিক্রম বেদা আর মনিরত্নমের ম্যাগনাম অপাস ‘পোন্নিয়ান সেলভান'-এ। এই সিনেমায় রয়েছেন চিয়ান বিক্রম, কার্তি, জয়মরাভি, ঐশ্বরিয়া রাই এবং ত্রিশা। দুটো ছবি ভালোই টক্কর দিয়েছে একে-অপরকে। আসুন দেখে নিই কোন ছবি কত ব্যবসা করল প্রথম দিনে।
বিশ্বব্যপী ৮০ কোটির ব্যবসা করেছে মনি রত্নমের সিনেমাখানা। যা সবথেকে বড় ওপেনিং পেল তামিল সিনেমার মধ্যে। ভারতে এই ছবির আয় ৪০ কোটির কাছাকাছি। সিনেমার টিকিট প্রি বুকিংই হয়েছিল ১৭ কোটির, তাও শুধু ভারতে। আর সিনেমার হিন্দি ভার্সন আশা রাখা হয়েছিল ২ কোটি আয় করবে, তাঁর কাছাকাছিই পৌঁছেছে নম্বর। প্রথম দিনে পিএসওয়ান হিন্দিতে আয় করেছে ১.৮ কোটি।
অন্য দিকে, হৃতিক-সইফের ‘বিক্রম বেদা’র হাল এমন কিছু ভালো না। বক্স অফিসে ওপেনিং পেয়েছে মাত্র ১০ কোটির। আর এই ওপেনিং এর হিসেব মিলে যাচ্ছে চলতি বছরের দুই সুপার ফ্লপ সিনেমা ‘শামশেরা’ আর ‘সম্রাট পৃথ্বীরাজ’-এর সাথে। বক্স অফিস রিপোর্ট বলছে মহারাষ্ট্র আর গুজরাটের মতো জনবহুল জায়গা সিনেমা ভালো চলেনি।
বক্স অফিসের ধারণা শনি আর রবিবারে তা আরও বাড়বে। শুধু তাই নয় পরের সপ্তাহের শুরুতে নবরাত্রি আর দুর্গাপুজোর কারণে উৎসবের মরশুম বেশ কিছু রাজ্যে। ফলত মনিরত্নমের সিনেমা বাহুবলীর রেকর্ড না ছাপিয়ে যায়। দর্শক ও সমালোচকদের কাছ থেকে বেশ ইতিবাচক রিভিউ পেয়েছে 'পোন্নিয়ান সেলভান : ১'। দুই পর্বে নির্মিত হতে যাওয়া সিনেমাটির মোট বাজেট প্রায় ৫০০ কোটির।
তামিল সিনেমা বিক্রম বেদার রিমেকই হৃতিক-সইফের সিনেমা। সমালোচকদের কাছে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে এই সিনেমা। দুই কেন্দ্রীয় চরিত্র বিক্রম আর বেদার চরিত্রে অনেক শেডস দেওয়ার চেষ্টা করেছেন পরিচালক গায়েত্রী আর পুস্কর। গল্পের গতিও ঠিকঠাক, তবে খুঁটিনাটির একটু অভাব আছে। বিক্রমের চরিত্রটাকে নিয়ে বিশেষ করে আরও খেলার জায়গা ছিল, যা হয়নি।