বাংলা নিউজ > বায়োস্কোপ > টাকা নিয়ে কংগ্রেসের ভারত জোড়োতে হাঁটছেন তারকারা? ভিতরের খবর ফাঁস করলেন পূজা ভাট

টাকা নিয়ে কংগ্রেসের ভারত জোড়োতে হাঁটছেন তারকারা? ভিতরের খবর ফাঁস করলেন পূজা ভাট

রাহুলের সঙ্গে পূজা গান্ধি। 

কংগ্রেসের ভারত জোড়ো যাত্রাতে হেঁটেছেন একাধিক তারকা ইতিমধ্যেই। বিজেপির দাবি টাকার বিনিময়ে রাহুল গান্ধির সঙ্গে পা মেলাচ্ছেন তাঁরা। এই নিয়েই টুইট করল পূজা গান্ধি। 

কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় ইতিমধ্যেই পা মিলিয়েছেন একাধিক তারকা। যার ফলে বিরোধি দলের অনেকেই দাবি তুলেছেন টাকা নিয়ে রাহুল গান্ধির সঙ্গে হাঁটছেন এই তারকারা। যা নিয়ে প্রতিবাদ করলেন অভিনেত্রী পূজা ভাট। হারপার লি-র ‘টু কিল আ মকিংবার্ড’-এর লাইন তুলে অভিনেতা লিখেছেন, ‘তারা অবশ্যই এটি ভাবার অধিকারী, এবং তারা তাদের মতামতের প্রতি সম্পূর্ণ সম্মান পাওয়ার অধিকারী... তবে অন্যের জন্য বাঁচার আগে আমাকে নিজের জন্য বাঁচতে হবে। একটি জিনিস যা সংখ্যাগরিষ্ঠের তৈরি শাসন মেনে চলে না তা হল একজন ব্যক্তির বিবেক।’ পূজা ভাটের এই ভিডিয়ো শেয়ার করেছেন অভিনেতা সুশান্ত সিং-ও। তিনি পা মিলিয়েছেন কংগ্রেসের ভারত জোড়ো-র র‌্যালিতে।

পূজা ভাট ছাড়াও কংগ্রেসের ভারত জোড়ো যাত্রাতে হেঁটেছেন সুশান্ত সিং, অমোল পালেকর, সন্ধ্যা গোখলে, রিয়া সেন, রেশমি দেশাই, আকাঙ্খা পুরি। বিজেপি নেতা নেতা একটি হোয়াটসঅ্যাপ ফরোয়ার্ড শেয়ার করে দাবি তুলেছেন টাকার বিনিময়েই এই তারকারা কংগ্রেসের সঙ্গে পা মিলিয়েছেন। বিজেপি আইটি সেলের চিফ আমিত মালব্যও এই স্ক্রিনশট শেয়ার করে প্রশ্ন তুলেছেন, ‘কিছু টাকার জন্য রাহুল গন্ধির সঙ্গে পা মেলাতে ইচ্ছুক?’

ভারত জোড়ো যাত্রা চলছে প্রায় ৭০ দিন ধরে। শুরু থেকেই গোটা বিষয়টার নেতৃত্ব দিচ্ছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। তামিলনাড়ু, কেরল, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা হয় রাহুলের যাত্রা রয়েছে মহারাষ্ট্রে। অর্ধেক পথ অতিক্রান্ত। এবার যাওয়ার কথা মহারাষ্ট্রে। তবে আগামী আরও প্রায় ৩ মাস এই যাত্রা চলার কথা।

এদিকে কংগ্রেসের দাবি এই হোয়াটস অ্যাপ ফরোয়ার্ডটি ফেক, যাতে না কোনও নম্বর আছে না কারও নাম। আর এটাই প্রমাণ করে কংগ্রেসের এই যাত্রার নাম খারাপ করতে কতটা উঠেপড়ে লেগেছে বিজেপি।

 

বন্ধ করুন