মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডে বিয়ের দিনকয়েকের মধ্যেই পরিচালক স্বামী স্যাম বম্বের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছিলেন। সম্প্রতি এই নিয়ে ফের কথা বলতে শোনা গেল তাঁকে। এটাকে ‘দুর্ভাগ্যজনক’ আখ্যা দিয়ে নিজেকে সিঙ্গেল বলে ঘোষণা করলেন পুনম।
২০২০-র সেপ্টেম্বরে বিয়ে করেন স্যাম আর পুনম। আর বিয়ের ঘোর কাটতে না কটতেই শারীরিক নির্যাতনের অভিযোগ তোলেন পুনম। সাথে জানান, তাঁকে অর্ধেক খুন করে দেওয়া হয়েছিল।
সেই সময় তাঁরা ছিলে গোয়ায়। পুনম এক সাক্ষাৎাকরে জানিয়েছিলেন, ‘আমাদের একটা বিষয় নিয়ে তর্ক হয়। আর ও রেগে গিয়ে আমার গলা টিপে ধরে। আমার মনে হয়েছিল আমি মরে যাব। আমার মুখে ঘুষি মারে। আমার চুল ধরে টেনে খাটের সাথে মাথা ঠুকে দেয়। মাটিতে ফেলেও পারে। কোনওরকমে ওর হাত ছাড়িয়ে হোটেলের ঘর থেকে বেরিয়ে আসি। তারপর হোটেলের বয়রা পুলিশে খবর দেয়।’
তারপর সব মিটমাট করে নিলেও গত বছর স্বামীর বিরুদ্ধে ফের অভিযোগ তোলেন তিনি। মাথায়, চোখে মারাত্মক আঘাত পান তিনি। হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।
Times of India-কে দেওয়া সাক্ষাৎকারে পুনম জানিয়েছেন, ‘কোনও মহিলাই এই ধরনের ঘটনার সম্মুখীন হতে চায় না। আমি ওকে বিয়ে করলাম, তারপর এসব হল। এটা হাসি বা মজার ব্যাপার নয়। এটা সত্যিই দুর্ভাগ্যজনক। আমি বর্তমানে সিঙ্গেল ও নিজের জন্য কোন সঙ্গী খুঁজছি না।’
আপাতত কঙ্গনা রানাওয়াতের রিয়েলিটি শো ‘লক আপ’-এ ঢোকার প্রস্তুতিতে রয়েছেন পুনম। বুধবারই তাঁর নাম ঘোষণা হয়। নিশা রাওয়ার ও স্ট্যান্ড আপ কমেডিয়ান মুনওয়ার ফারুকির পর তিনিই তৃতীয় প্রতিযোগী ওই শো-র।