বাকেট লিস্ট থেকে আরও একটি স্বপ্ন পূরণ করলেন অভিনেত্রী প্রীতি জিন্টা। বর জেনে গুডেনাফের সঙ্গে পেরু বেড়াতে গিয়েছেন। সেখান থেকে একগুচ্ছ ছবি শেয়ার করে নিজের মনের কথা জানিয়েছেন নায়িকা। পেরুতে হাইকিং করেছেন, দুর্দান্ত অভিজ্ঞতা নিজের ঝুলিতে ভরেছেন।
বর জেনের সঙ্গে একটি ভিডিয়ো শেয়ার করে প্রীতি লিখেছেন, ‘১২ বছর আগে জেনের সঙ্গে যখন প্রথম দেখা হয়েছিল আমার, দুজনেরই পেরুতে যাওয়ার এবং ইঙ্কা ট্রেইলটি হাইক করার ইচ্ছে ছিল। মাচু পিচ্চু দেখার ইচ্ছার কথা বলেছিলাম। জীবন কেমন হয়ে গিয়েছিল, আমরা দুজনেই ব্যস্ত হয়ে পড়লাম এবং এই কথোপকথন একটি কথোপকথনই থেকে গেল...।’ আরও পড়ুন: যদি কিশোর এবং রফি ‘চাঁদ সিফারিশ’ গাইতেন? চমকে যাবেন AI দিয়ে তৈরি এই ভিডিয়ো দেখে
অভিনেত্রী আরও লেখেন, ‘এই নতুন বছরের আগে আমার প্রিয় বর আমার জন্য শেষ মুহূর্তে সারপ্রাইজ ট্রিপের পরিকল্পনা করেছে- পেরু ভ্রমণ, ইনকা ট্রেইল এবং মাচু পিচ্চু দেখার জন্য।’
‘বলে বোঝাতে পারব না, আমি তখন এবং এখন এই অবিশ্বাস্য ট্রিপ এবং হাইকের অভিজ্ঞতা আপনাদের সবার সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য কতটা উচ্ছ্বসিত ছিলাম। আশা করি এটি আপনাদের মধ্যে কয়েকজনকে এই হাইক ঘুরে দেখার জন্য অনুপ্রাণিত করতে পারে’।
‘যারা হাইক করতে পারবেন না, হাইকটি দেখতে কেমন এটা তাদের জন্য রইল- কেউ ৪ দিনের হাইক অথবা ১ দিনের হাইক করতে পারে। আমরা শেষ দিন হাইক করেছি ১৬ কিলোমিটার যা বেশিরভাগই চড়াই ছিল। এটি একই সময়ে ক্লান্তিকর এবং আনন্দদায়ক উভয়ই ছিল। এটি ছিল নতুন বছর শুরু করার সঠিক উপায়’।
যমজ সন্তানের মা বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টা। লস অ্যাঞ্জেলেসে দুই সন্তান, স্বামী জেনে গুডেনাফের সঙ্গে ভরা সংসার বলিউড অভিনেত্রীর। অভিনয় জগত থেকে বিগত কয়েক বছর ধরে দূরেই রয়েছেন তিনি।
২০২১ সালের নভেম্বরে সারোগেসির মাধ্যমে যমজ সন্তান জয় এবং গিয়া-র বাবা-মা হন প্রীতি এবং জেনে গুডেনাফ। এক ছেলে ও এক মেয়ের মা এখন ‘সোলজার’ নায়িকা। ৪৭ বছরের এই অভিনেত্রী ধ্যান-জ্ঞান এখন ছেলে-মেয়েরা। আপতত দুই সন্তানকে সামলাতেই ব্যস্ত প্রীতি।
উল্লেখ্য, ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসে জেনে গুডেনাফের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রীতি। জেনে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক জলবিদ্যুৎ কোম্পানি NLine Energy-তে কর্মরত। তবে বিনোদন জগতের বাইরে খেলার জগতের সঙ্গে যোগ রয়েছে প্রীতির। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট দল পাঞ্জাব কিংসের সহ-মালিকানায় রয়েছেন নায়িকা। দক্ষিণ-আফ্রিকান T20 গ্লোবাল লিগ ক্রিকেট দল স্টেলেনবোশ কিংসেরও মালিক তিনি।