ব্যস্ততা থেকে সময় বের করে একান্তে সময় কাটাচ্ছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি অভিনেত্রীর সামাজিক মাধ্যমে উঠে এসেছে সেই ছবি। লাল উজ্জ্বল বিকিনিতে পুলের জলে পিগি চপস। শনিবার প্রিয়াঙ্কার ইনস্টাগ্রাম স্টোরিতে ধরা পড়েছে সেই ছবি।
ইনস্টাগ্রামের একটি স্টোরি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘সঠিকভবে শনিবার কাটাচ্ছি। শুভ শনিবার।’ লাল বিকিনিতে রিল্যাক্স মুডে প্রিয়াঙ্কা। অপর একটি ছবিতে হাতে ভিক্ট্রি সাইন দেখিয়ে ছবি পোস্ট করেন অভিনেত্রী।
অন্যদিকে ইনস্টাগ্রাম পেজের ছবির স্ক্রিনশট পোস্ট করে ৬০ মিলিয়ন ফলোয়ার্স সংখ্যা পার করেছেন বলে জানাতে দেখা যায় প্রিয়াঙ্কাকে।

গত ২২ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পায় প্রিয়াঙ্কার ছবি ‘দ্য হোয়াইট টাইগার’। ছবি সম্পর্কে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুয়াযী, অরবিন্দ আদিগার বেস্ট সেলারের বইয়ের ভিত্তিতে ছবির চিত্রনাট্য এঁকেছেন পরিচালক রামিন বাহরানি। অরবিন্দের উপন্যাসের মাধ্যমে তুলে ধরেছেন সমাজে শ্রেণি বৈষম্যের ফাটল। যদিও পরিস্থিতি বদলাচ্ছে। ‘সিরিয়াস মেন’ এবং ‘স্যার’ একই ধারার ছবি এ বছর মুক্তি পেয়েছে। মেন স্ট্রিম চলচ্চিত্র নির্মাতাদের সামাজিক বৈষম্য বা জাতিগত দিকগুলি তুলে ধরার ক্ষেত্রে দৃষ্টিভঙ্গির ঘরানা বদলাচ্ছে।
ছবিতে সাপোর্টিং চরিত্র হিসেবে পিঙ্কির ভূমিকায় রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। ছবির মুক্তির পর থেকেই সকলের কাছে প্রশংসা কুড়োচ্ছেন অভিনেত্রী। প্রিয়াঙ্কার ছবির প্রশংসা করছেন অভিনেতা হৃত্বিক রোশন, মার্কিন অভিনেত্রী কেরি ওয়াশিংটন, মার্কিন পপ গায়িকা কার্ডি বি-সহ হলিউড ও বলিউডে প্রিয়াঙ্কার অন্যান্য কলিগরা।
ইতিমধ্যেই জোর জল্পনা অরবিন্দ আদিগার ‘দ্য হোয়াইট টাইগার’ নিয়ে তৈরি একই নামের ছবি নাকি চলতি বছরের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের নমিনেশন পেতে চলেছে। সেই সূত্রেই উঠে এসেছে প্রিয়াঙ্কার অস্কার পাওয়ার খবর। কিন্তু যদি সত্যিই তা ঘটে তা জোনাস পরিবারের কৃতিত্ব হবে। নায়িকার স্বামী নিক জোনাস নাকি এমনটাই দাবি করেছেন। প্রিয়াঙ্কা এক সাক্ষাৎকারে জানিয়েছেন সে কথা।