তাঁর শরীরের প্রতিটি ভাঁজ নিয়ে চলে খুঁটিনাটি আলোচনা ও সমালোচনা। এই নিরন্তর সমালোচনা তিনি কীভাবে সামলান সেকথা জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। ২০০০ সালে 'মিস ওয়ার্ল্ড' এর শিরোপা যেটা এই তারকা জানিয়েছেন যে বয়সের সঙ্গে সঙ্গে তাঁর শরীরও যে বদলাচ্ছে অর্থাৎ সময় যে তাঁর ছাপ শরীরে ফেলছে সে ব্যাপারটির সঙ্গে মানিয়ে নিয়েছেন তিনি। এইমুহূর্তে খাতায় কলমে প্রিয়াঙ্কার বয়স ৩৮। নিজের বয়স টেনে এই তারকার মন্তব্য বছর দশ কিংবা কুড়ি আগে তাঁর শারীরিক গঠন যেমন ছিল, শরীর যে অবস্তাহয় ছিল প্রকৃতির নিয়ম মেনেই এখন আর তা নেই। তাঁর শরীর ঘিরে চলা নানান সমালোচনা ও কুরুচিকর মন্তব্য মানসিকভাবে মাঝেমধ্যে তাঁকে আঘাত সাে বিষয়েও অকপট স্বীকারোক্তি শোনা গেছে 'দেশি গার্ল' এর গলায়। তবে তিনি আরও জানান যে তাঁকে দেখতে কেমন লাগছে অর্থাৎ তাঁর সৌন্দর্য্যের বাইরে কতটুকু কাজ তিনি করতে পারছেন সেই বিষয়টিকে বরাবর গুরুত্ব দিয়ে এসেছেন প্রিয়াঙ্কা। তাঁর কাজের ব্যাপারে নিষ্ঠার পরিমাপকে এগিয়ে রেখেছেন এই অভিনেত্রী তাঁর সৌন্দর্য্যের তুলনায়। এর সাথে প্রিয়াঙ্কার সংযোজন, এমন একটি দিন আসে যেদিন তাঁর নিজেকে ভালো লাগে না। বিশেষ করে শরীর নিয়ে খুঁতখুঁতানি বেড়ে যায়। সেইসময়ে তাঁর মনে যা ভালো লাগে,যেটা করলে তিনি আনন্দ পাবেন ঠিক সেই কাজ করে থাকেন 'বেওয়াচ' নায়িকা। বক্তব্য শেষে অভিনেত্রীর মন্তব্য,' আমার আত্মবিশ্বাস কিংবা অন্যকে মুগ্ধ করার ব্যাপারের সঙ্গে কোনওভাবেই জুড়ে থাকে না আমার শারীরিক সৌন্দর্য্য!'