বাংলা নিউজ > বায়োস্কোপ > Priyanka Chopra: প্রিয়াঙ্কার কাঁধে চেপেছে ছাগল! মায়ের কীর্তি দেখে কী করল ছোট্ট মালতি?

Priyanka Chopra: প্রিয়াঙ্কার কাঁধে চেপেছে ছাগল! মায়ের কীর্তি দেখে কী করল ছোট্ট মালতি?

প্রিয়াঙ্কার কাঁধে চেপেছে ছাগল!

Priyanka Chopra: মেয়ে আর দেওরকে নিয়ে একটি আরবান ফার্মে বেড়াতে গেলেন প্রিয়াঙ্কা। সেখানে গিয়েই ঘটিয়ে ফেললেন এক দুর্দান্ত কাণ্ড! অভিনেত্রীর কাঁধে চেপে বসল আস্ত এক ছাগল।

উইকেন্ড আসতেই ছুটির মুডে প্রিয়াঙ্কা চোপড়া। ২৩ সেপ্টেম্বর, শনিবার ভোরবেলা মেয়ের সঙ্গে কাটানো একটা মজার ভিডিয়ো পোস্ট করলেন অভিনেত্রী। সেই ভিডিয়ো থেকেই স্পষ্ট বলিউডের দেশি গার্ল মেয়র মালতি আর দেওর ফ্রাঙ্কলিনকে নিয়ে একটি আরবান ফার্মে গিয়েছিলেন সময় কাটাতে।

প্রিয়াঙ্কা যে ভিডিয়োটি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে তিনি একটি ওভারসাইজ শার্ট, প্যান্টের সঙ্গে টুপি পরে একটি গাছের নিচে দাঁড়িয়ে আছেন। আর তাঁর কাঁধের উপর দাঁড়িয়ে আস্ত একটা ছাগল। সেটা তাঁর কাঁধে হাঁটছে এবং সেখানে দাঁড়িয়ে আবার আবার গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। কী তাজ্জব বনে গেলেন তো শুনে! হ্যাঁ, তেমনই কিছু ঘটেছে। অভিনেত্রীর পোস্ট দেখে স্পষ্ট যে ছাগলটা যখন তাঁর পিঠে হাঁটছে তাঁর ব্যথা লাগছে, তবুও বিষয়টায় যে তিনি মজা পেয়েছেন বেজায় সেটাও স্পষ্ট। তাঁকে রীতিমত পোজ দিতে, হাসতে দেখা যায়। অনর্গল কথাও বলে যান প্রিয়াঙ্কা।

এরপরই দেখা যায় ছোট্ট মালতি কখনও ঘোড়ার সামনে দাঁড়িয়ে আছে, কখনও কুকুরদের সঙ্গে খেলছে। কখনও আবার দেখা যায় সেই ছোট্ট মেয়েটি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে ছাগলদের খাওয়া দেখছে। এদিন মালতির পরনে একটি নীল জাম্পস্যুট পরা ছিল। অন্যদিকে তার কাকা ফ্রাঙ্কলিন পাখিদের সঙ্গে খেলায় ব্যস্ত ছিলেন।

আরও পড়ুন: ‘বোনু’ পরিণীতির বিয়েতে যোগ দেবেন না প্রিয়াঙ্কা? নিক ঘরণীর পোস্টে মিলল ইঙ্গিত

এই ভিডিয়ো পোস্ট করে প্রিয়াঙ্কা লেখেন, 'কেফার সাবা আরবান ফার্মে কাটানো একটা দিন আমাদের প্রিয় কাকু ফ্রাঙ্কলিন জোনাসের সঙ্গে। ভীষণ মজা হয়েছে। অনেক ধন্যবাদ মিস লিমোর।' প্রিয়াঙ্কার এই পোস্টে কমেন্ট করেন আরেক বলি সুন্দরী প্রীতি জিন্টা। জানান তিনি তাঁর জমজ সন্তানদের এখানে নিয়ে যাবেন বেড়াতে। অনেকের আবার নজর কেড়েছে ছোট্ট মালতির হাঁটা চলা, কোমরে হাত দিয়ে দাঁড়ানোর ভঙ্গিমা।

প্রসঙ্গত আগামী রবিবার, ২৪ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসবেন পরিণীতি চোপড়া। দিদি প্রিয়াঙ্কা তাঁর বিয়েতে আসবেন কিনা এখনও স্পষ্ট নয়। তবে না এলেও বোনের জন্য কিন্তু শুভেচ্ছা বার্তা পাঠিয়ে দিয়েছেন। এদিন ইনস্টাগ্রামে পরিণীতির একটি ছবি পোস্ট করে লেখেন, 'আশা করি এই ছবির মতোই তুমি তোমার সব থেকে বিশেষ দিনটিতে আনন্দে এবং খুশিতে আছো। অনেক ভালোবাসা নিও।'

বায়োস্কোপ খবর

Latest News

রিঙ্কু কীভাবে বদলে দিয়েছে যশ দয়ালের জীবন? দলে সুযোগ পেয়ে মুখ খুললেন তারকা বোলার চেন্নাইতে শতরান অশ্বিনের! আগেও বাঁচিয়েছেন এই মাঠে! নাম লেখালেন দ্রাবিড়ের পাশে… বামনেতা কলতানকে 'শ্রীকৃষ্ণ' বলল রাজ্য! জামিন রুখতে কাকে অর্জুন অ্যাখ্যা দিল? FIFA Ranking- ২ ধাপ নেমে ১২৬ নম্বরে ভারত! শীর্ষে আর্জেন্তিনা,পাঁচ নম্বরে ব্রাজিল মা হিসাবে ঐশ্বর্য জিতে গেছে! বিচ্ছেদ জল্পনার মাঝেই মেয়ের জন্য গর্বিত রাই-সুন্দরী তিরুমালার লাড্ডুতে মেশোনো হচ্ছিল পশুর চর্বি! চন্দ্রবাবুর নিশানায় পূর্বতন সরকার এনিমি প্রপার্টিতে বেআইনি নির্মাণ করার অভিযোগ, সমীক্ষা করে ভাঙল স্বরাষ্ট্রমন্ত্রক কুঁকড়ে ছিলেন ব্যাটাররা! অশ্বিন-জাদেজা এসেই শুরু পাল্টা মার! পেটালেন শাকিবকে… পাঁচ বল খেলে শূন্য রানে আউট! ব্যাট হাতে ফের ব্যর্থ KKR অধিনায়ক শ্রেয়স আইয়ার এবার পুজো কি তিন দিনের নাকি চার দিনেরই? ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজোর তারিখ জেনে নিন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.