উইকেন্ড আসতেই ছুটির মুডে প্রিয়াঙ্কা চোপড়া। ২৩ সেপ্টেম্বর, শনিবার ভোরবেলা মেয়ের সঙ্গে কাটানো একটা মজার ভিডিয়ো পোস্ট করলেন অভিনেত্রী। সেই ভিডিয়ো থেকেই স্পষ্ট বলিউডের দেশি গার্ল মেয়র মালতি আর দেওর ফ্রাঙ্কলিনকে নিয়ে একটি আরবান ফার্মে গিয়েছিলেন সময় কাটাতে।
প্রিয়াঙ্কা যে ভিডিয়োটি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে তিনি একটি ওভারসাইজ শার্ট, প্যান্টের সঙ্গে টুপি পরে একটি গাছের নিচে দাঁড়িয়ে আছেন। আর তাঁর কাঁধের উপর দাঁড়িয়ে আস্ত একটা ছাগল। সেটা তাঁর কাঁধে হাঁটছে এবং সেখানে দাঁড়িয়ে আবার আবার গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। কী তাজ্জব বনে গেলেন তো শুনে! হ্যাঁ, তেমনই কিছু ঘটেছে। অভিনেত্রীর পোস্ট দেখে স্পষ্ট যে ছাগলটা যখন তাঁর পিঠে হাঁটছে তাঁর ব্যথা লাগছে, তবুও বিষয়টায় যে তিনি মজা পেয়েছেন বেজায় সেটাও স্পষ্ট। তাঁকে রীতিমত পোজ দিতে, হাসতে দেখা যায়। অনর্গল কথাও বলে যান প্রিয়াঙ্কা।
এরপরই দেখা যায় ছোট্ট মালতি কখনও ঘোড়ার সামনে দাঁড়িয়ে আছে, কখনও কুকুরদের সঙ্গে খেলছে। কখনও আবার দেখা যায় সেই ছোট্ট মেয়েটি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে ছাগলদের খাওয়া দেখছে। এদিন মালতির পরনে একটি নীল জাম্পস্যুট পরা ছিল। অন্যদিকে তার কাকা ফ্রাঙ্কলিন পাখিদের সঙ্গে খেলায় ব্যস্ত ছিলেন।
আরও পড়ুন: ‘বোনু’ পরিণীতির বিয়েতে যোগ দেবেন না প্রিয়াঙ্কা? নিক ঘরণীর পোস্টে মিলল ইঙ্গিত
এই ভিডিয়ো পোস্ট করে প্রিয়াঙ্কা লেখেন, 'কেফার সাবা আরবান ফার্মে কাটানো একটা দিন আমাদের প্রিয় কাকু ফ্রাঙ্কলিন জোনাসের সঙ্গে। ভীষণ মজা হয়েছে। অনেক ধন্যবাদ মিস লিমোর।' প্রিয়াঙ্কার এই পোস্টে কমেন্ট করেন আরেক বলি সুন্দরী প্রীতি জিন্টা। জানান তিনি তাঁর জমজ সন্তানদের এখানে নিয়ে যাবেন বেড়াতে। অনেকের আবার নজর কেড়েছে ছোট্ট মালতির হাঁটা চলা, কোমরে হাত দিয়ে দাঁড়ানোর ভঙ্গিমা।
প্রসঙ্গত আগামী রবিবার, ২৪ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসবেন পরিণীতি চোপড়া। দিদি প্রিয়াঙ্কা তাঁর বিয়েতে আসবেন কিনা এখনও স্পষ্ট নয়। তবে না এলেও বোনের জন্য কিন্তু শুভেচ্ছা বার্তা পাঠিয়ে দিয়েছেন। এদিন ইনস্টাগ্রামে পরিণীতির একটি ছবি পোস্ট করে লেখেন, 'আশা করি এই ছবির মতোই তুমি তোমার সব থেকে বিশেষ দিনটিতে আনন্দে এবং খুশিতে আছো। অনেক ভালোবাসা নিও।'