বাংলা নিউজ > বায়োস্কোপ > Prosenjit Chatterjee: যোগাযোগ নেই, তবে মেয়েকে জড়িয়ে ধরতে চাই, সময়ের অপেক্ষায় আছি: প্রসেনজিৎ

Prosenjit Chatterjee: যোগাযোগ নেই, তবে মেয়েকে জড়িয়ে ধরতে চাই, সময়ের অপেক্ষায় আছি: প্রসেনজিৎ

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

মেয়ের কথা উঠতেই প্রসেনজিৎ বলেন, ‘তার সঙ্গে আমার দেখা করার ইচ্ছা আছে, দেখা হয়না। বাইরে থাকেন। আমি তাঁদের জীবনের মধ্যে ঢুকতে চাই না। তবে সঠিক সময়ের অপেক্ষায় রয়েছি। প্রসঙ্গত প্রসেনজিতের মেয়ের নাম প্রেরণা বলে জানা যায়।

'সময় সবই বদলে দেয়। আমি সঠিক সময়ের অপেক্ষায় রয়েছি। ঈশ্বরে বিশ্বাস করি, আশা রাখি তিনি সেই সময়টা আমায় দেবেন…' । অবলীলায় বলে যাচ্ছিলেন বুম্বাদা। তিন দশক পার করে আজও ব'কলমে তাঁকেই ইন্ডাস্ট্রি মনে করা হয়। কিন্তু কোন সঠিক সময়ের অপেক্ষায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? প্রশ্ন জাগে বৈকি।

প্রসেনজিৎ জানিয়েছেন, তিনি মেয়েকে জড়িয়ে ধরতে চান। আর সেকারণেই সঠিক সময়ের অপেক্ষায় রয়েছেন তিনি। তাঁর বিশ্বাস, ঈশ্বর একদিন ঠিক সেই সময়য়টা তাঁকে দেবেন। সম্প্রতি ZEE ২৪ ঘণ্টাকে দেওয়া সাক্ষাৎকারে মেয়েকে নিয়ে মুখ খুলেছিলেন বুম্বাদা। হ্যাঁ, যাঁকে ‘ইন্ডাস্ট্রি’ বলা হয়, তাঁর অভিনয় জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও কম চর্চা হয়না। ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলেই তাঁকে নিয়ে কথা হতে শোনা যায়। তেমনই আলোচনায় উঠে এসেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রেম বিয়ে, সন্তান, তাঁর সবকিছু নিয়েই চর্চা হয়েছে।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রথম প্রেম, প্রথম ক্রাশ- সবই দেবশ্রী রায়। ভালোবাসে পরস্পরকে বিয়ে করেছিলেন তাঁরা। ছোটবেলার বন্ধুত্ব, যৌবনে পা দিয়েই দাম্পত্যে জড়ান তাঁরা। সালটা ১৯৯২। তবে খুব বেশিদিন স্থায়ী হয়নি এই সম্পর্ক। তিন বছর পরেই ভেঙে যায় প্রসেনজিৎ-দেবশ্রীর বিয়ে। এই বিচ্ছেদ নিয়ে কম জলঘোলা হয়নি টলিপাড়ায়। এরপর কেটে গিয়েছে তিন দশক। যদিও অভিনেতার জীবনের এই পর্বটা অনেকেই জানেন। তারপর অনেকটা সময় পার করে ২০০৩ সালে তাঁর জীবনের আরও এক নায়িকা অর্পিতার সঙ্গে প্রসেনজিতের বিয়ে হয়। ২০০৫-এ তাঁদের জীবনে আসে তাঁদের সন্তান তৃষাণজিৎ। এই কথাগুলোও অনেকেই জানেন। কারণ, অর্পিতাই এখন বুম্বাদার জীবনে বর্তমান। তবে মাঝে আরও একটি পর্ব রয়ে গিয়েছে।

(আরও পড়ুন: 'বিয়ের কপালটাই আমার খারাপ', কেন টেকেনি দেবশ্রীর সঙ্গে সংসার? জবাব প্রসেনজিতের)

মাঝে অপর্ণা গুহঠাকুরতার সঙ্গে বিয়ে হয় প্রসেনজিতের। তাঁর সঙ্গে অবশ্য অভিনয় জগতের কোনও সম্পর্ক নেই। যদিও সেই বিয়েটাও টেকেনি। বিয়ের কয়েকবছরের মধ্যে সেটা ভেঙে যায়, অনেকেই হয়ত জানেন না প্রসেনজিৎ-অপর্ণার এক মেয়েও রয়েছে। হ্যাঁ, ঠিকই শুনছেন। সম্প্রতি ZEE ২৪ ঘণ্টাকে দেওয়া সাক্ষাৎকারে সেবিষয়েই মুখ খুলেছেন অভিনেতা। মেয়ের কথা উঠতেই প্রসেনজিৎ বলেন, ‘তার সঙ্গে আমার দেখা করার ইচ্ছা আছে, দেখা হয়না। বাইরে থাকেন। আমি তাঁদের জীবনের মধ্যে ঢুকতে চাই না। তবে সঠিক সময়ের অপেক্ষায় রয়েছি। প্রসঙ্গত প্রসেনজিতের মেয়ের নাম প্রেরণা বলে জানা যায়।

<p>প্রসেনজিৎ-অপর্ণা</p>

প্রসেনজিৎ-অপর্ণা

<p>প্রসেনজিতের মেয়ে প্রেরণা ও দ্বিতীয় স্ত্রী অপর্ণা</p>

প্রসেনজিতের মেয়ে প্রেরণা ও দ্বিতীয় স্ত্রী অপর্ণা

অভিনেতার কথায়, একটা সময় মানুষ ভেবেছিলেন ঋতুপর্ণ ঘোষের সঙ্গে আমার আর হয়ত কোনও ছবি হবে না, ঋতুর (ঋতুপর্ণা সেনগুপ্ত) সঙ্গে হবে না, চুমকির সঙ্গে…, আসলে সবই সময়। আমি ঈশ্বরের বিশ্বার করি, ঈশ্বর করুণাময়। খারপ হোক, ভালো হোক, আশা রাখি ঈশ্বর সে সময় দেবেন যখন আমরা একে অপরকে জড়িয়ে ধরব। অনেকে তো এটাও ভেবেছিলেন, বাবার সঙ্গে হয়ত আমার আর সেই সম্পর্কটা তৈরি হবে না, তারপর সকলেই দেখেছেন প্রসেনজিতের ২৫ বছরে এসে বাবা কেক কেটেছেন, সঙ্গে গোটা পরিবার রয়েছে। হয়ত আমি ভুল করেছি, অন্যায় করেছি, পৃথিবীতে সব মানুষই কোনও না কোনও অন্যায় করেন, তবে এমন কিছু করিনি, যার জন্য ঈশ্বর যেটা আমি চাই সেটা দেবেন না। ’

বন্ধ করুন