পশ্চিমবঙ্গ মোশন পিকচার আর্টিস্ট ফোরামের ২৫ বছর পূর্তি! শনিবার ধুমধাম করে সেই বিশেষ দিন পালন করলেন টলিউডের রথী মহারথীরা। উপস্থিত ছিলেন বর্তমান এবং অতীতের বহু তারকারা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এদিন তাঁর সোশ্যাল মিডিয়ায় এই অনুষ্ঠানের একটি ভিডিয়ো পোস্ট করেন।
অভিনেতার পোস্ট করা ভিডিয়োতে দেখা যায় তিনি গাড়ি থেকে নেমেই কুশল চক্রবর্তীকে জড়িয়ে ধরেন। দুজনে কোলাকুলি করে ভিতরে ঢোকেন। কে কে উপস্থিত ছিলেন না এদিন! চিরঞ্জিত সহ রূপা গঙ্গোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, ফাল্গুনী চট্টোপাধ্যায়, দীপঙ্কর দে, অঙ্কুশ হাজরা, সহ আরও অনেককেই দেখা যায় পশ্চিমবঙ্গ মোশন পিকচার আর্টিস্ট ফোরামের অনুষ্ঠানে। ছোট পর্দার বহু জনপ্রিয় মুখও উপস্থিত ছিলেন শনিবারের এই অনুষ্ঠানে।
তাঁরা সকলে মিলে কেক কাটেন পশ্চিমবঙ্গ মোশন পিকচার আর্টিস্ট ফোরামের জন্মদিন উপলক্ষ্যে। রূপা গঙ্গোপাধ্যায় প্রসেনজিৎকে কেক খাইয়ে দেন এদিন। অপরাজিতা আঢ্য এবং অনামিকা সাহার সঙ্গে খুনসুটিতে মেতে ওঠেন প্রসেনজিৎ। গাল ধরে আদর করে দেন বর্ষীয়ান অভিনেত্রীর। সংগঠনের তরফে প্রেস মিটে বক্তব্য রাখেন শান্তিলাল মুখোপাধ্যায়।
আরও পড়ুন: এবার ‘রাজনীতি’র ময়দানে নাকি সৌরভ! শুভেচ্ছাবার্তা এল প্রসেনজিতের কাছ থেকে
আরও পড়ুন: কানে আত্মপ্রকাশ 'দেবী চৌধুরানী'র! জানালেন 'ভবানী পাঠক' প্রসেনজিৎ
এদিনের এই উৎসবের টুকরো মুহূর্তের ভিডিয়ো কোলাজ বানিয়ে সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন প্রসেনজিৎ। লেখেন, 'পশ্চিমবঙ্গ মোশন পিকচার আর্টিস্ট ফোরামের ২৫ বছরের জন্মদিনে গতকাল। দেখে মনে হল যেন নিজের সন্তান বড় হয়ে গিয়েছে। সিনিয়র এবং জুনিয়র কলিগদের সঙ্গে কিছু ভালো মুহূর্ত কাটালাম।'
অভিনেতার এই পোস্টে অনেকেই কমেন্ট করেছেন। এক ব্যক্তি লেখেন, 'তুমিই ইন্ডাস্ট্রি, তুমিই প্রসেনজিৎ।' আরেক ব্যক্তি লেখেন, 'গোটা ছেলেবেলাটা এক ফ্রেমে।' কেউ কেউ আবার লেখেন, '।অনামিকা সাহার সঙ্গেই সেরা মুহূর্ত কাটিয়েছেন।'