রেললাইনের ধার থেকে উদ্ধার হল জনপ্রিয় পাঞ্জাবি লোকশিল্পী রঞ্জিৎ সিধু দেহ। শুক্রবার রাতেই ওই গায়ক আত্মহত্যা করেছেন বলে পঞ্জাবের একাধিক স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। জানা যাচ্ছে, শনিবার পঞ্জাবের সাঙ্গারুর জেলার সুনাম শহরে রেললাইনের কাছে থেকে রঞ্জিৎ সিধু দেহ উদ্ধার হয়।
গতবছর জনপ্রিয় র্যাপার সিধু মুসেওয়ালার মর্মান্তিক মৃত্যু শোকই এখনও কাটিয়ে উঠতে পারেনি পঞ্জাব। তারই মাঝে এবছর ফের জনপ্রিয় লোকশিল্পী রঞ্জিৎ সিধুর মৃত্যুতে শোকের ছায়া পঞ্জাবের বিনোদন দুনিয়ায়। জানা যাচ্ছে, রেল পুলিশের তরফে দেহ উদ্ধারের পর গায়কের পরিবারকে খবর দেওয়া হয়। তাঁর ছেলে নাছতার সিং গায়কের দেহ সনাক্ত করেছেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন জিআরপি এসআই জগবিন্দর সিং। ময়নাদন্তের পর গায়কের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানাচ্ছে পুলিশ।
আরও পড়ুন-আদৃত নয়, তবে এ কাকে চুমু খেয়ে বসলেন কৌশাম্বি! সামনে এল ভিডিয়ো…
আরও পড়ুন-বিগ বসের বাড়িতে জাদ-আকাঙ্খার চুমু কাণ্ড, বেজায় চটে শো ছাড়ছেন সলমন!

পাঞ্জাবি লোকশিল্পী রঞ্জিৎ সিধু
অভিযোগ, দীর্ঘদিন ধরে লোকশিল্পী রঞ্জিৎ সিধুকে মানসিকভাবে হেনস্থা করছিলেন তাঁরই আত্মীয়রা। গায়কের স্ত্রীর অভিযোগ, সিধু তাঁর বর্ধিত পরিবারের সঙ্গে মতপার্থক্যের কারণে বিরক্ত হয়ে উঠেছিলেন। তাঁর আরও দাবি, তিনি পরিবারের প্রতি বিরক্ত হয়েই এমন চরম পদক্ষেপ নিয়েছেন। গায়কের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। তবে এই মামলা এখনও তদন্তাধীন রয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই শুরু হবে বলে খবর।
এদিকে কিছু আগেই গায়ক তাঁর মেয়ের বিয়েও দেন বলে জানা যাচ্ছে।