বাংলা নিউজ > বায়োস্কোপ > বনশালির অফিসে ‘পুষ্পা’, শিবাজির বায়োপিকে কি তবে আল্লু অর্জুন-ই? গুঞ্জন বলিপাড়ায়

বনশালির অফিসে ‘পুষ্পা’, শিবাজির বায়োপিকে কি তবে আল্লু অর্জুন-ই? গুঞ্জন বলিপাড়ায়

সোমবার দুপুরে মুম্বইয়ে বনশালির অফিসে হাজির হয়েছিলেন আল্লু অর্জুন।

মুম্বইয়ে বনশালির অফিসের বাইরে দেখা গেল দক্ষিণী তারকা আল্লু অর্জুন-কে। 

মুক্তির মাত্র ২ দিনের মাথায় ১০০ কোটির গণ্ডি ছুঁয়ে বক্স অফিসে রেকর্ড গড়েছিল ‘পুষ্পা: দ্য রাইস-পার্ট ওয়ান’। গত ডিসেম্বর মাসে রীতিমতো হইচই ফেলে দিয়েছিল এই ছবি, যার রেশ চলেছে এখনও। সুকুমার পরিচালিত এই ছবি গত ১৭ই ডিসেম্বর মুক্তি পেয়েছে।লাল চন্দনকাঠের চোরাকারবারি পুষ্পা রাজের কাহিনি এই ছবিতে উঠে এসেছে। মুখ্যভূমিকায় দেখা গিয়েছিল দক্ষিণী তারকা আল্লু অর্জুন-কে। বক্স অফিসে স্পাইডার ম্যান-কেও টেক্কা দিতে পুরোপুরি সফল হয়েছিলেন আল্লু অর্জুন। এবার সেই 'পুষ্পা'-ই হাজির হলেন সঞ্জয় লীলা বনশালির অফিসে।

সোমবার দুপুরে মুম্বইয়ে বনশালির অফিসের বাইরে প্রথমে দেখা গিয়েছিল আল্লু অর্জুনের গাড়ি। এরপর সেই গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে বনশালির অফিসেও ঢুকতে দেখা গিয়েছিল ‘পুষ্পা’ ছবির তারকাকে। গোটা মুহূর্তটির ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হু হু করে তা ভাইরাল হয়েছে নেটপাড়ায়। এরপরেই দাবানলের মতো একটি প্রশ্ন ছড়িয়ে পড়েছে আল্লু অর্জুন ভক্তদের মধ্যে।গুঞ্জন উঠেছে বলিপাড়াতেও। এবার কি তবে বনশালির পরিচালনায় বলিউডে পা রাখতে চলেছেন 'পুষ্পা'?

এই ভিডিয়োকে কেন্দ্র করে নানা মুনির নানা মত উঠে আসছে নেটপাড়ায়। কারও সন্দেহ, ' বনশালির পরিচালনায় ছত্রপতি শিবাজির বায়োপিকে কি তবে এবার দেখা যাবে আল্লু অর্জুনকে?', কারও ধারণা, 'নতুন কোনও হিন্দি ছবির প্রস্তাব পুষ্পা-কে দিয়েছেন বনশালি।'তবে নেটপাড়ার একাংশ এ ভাবনাকে আমল দিতে নারাজ। তাঁদের কথায়, হয়ত বনশালির সঙ্গে স্রেফ সৌজন্যমূলক সাক্ষাৎকার করতে হাজির হয়েছিলেন আল্লু অর্জুন।

বন্ধ করুন