আর মাধবন তাঁর অভিনয় দিয়ে সকলকে আরও একবার তাক লাগিয়েছেন। শয়তান ছবিটি মুক্তি পেতে নতুন করে চর্চায় উঠে এসেছেন তাঁর। সর্বস্তরে সমাদৃত হচ্ছে তাঁর অভিনয়। সম্প্রতি এ হেন অভিনেতা এসেছিলেন বিয়ারবাইসেপস পডকাস্ট শোতে। সেখানে তিনি থ্রি ইডিয়টস ছবির বিষয়ে একাধিক অজানা তথ্য প্রকাশ্যে আনলেন।
থ্রি ইডিয়টস প্রসঙ্গে কী জানালেন আর মাধবন?
থ্রি ইডিয়টস ছবিটি এই সময়কার অন্যতম কালজয়ী ছবি যে সেটা নিঃসন্দেহে বলা যায়। এই ছবির স্ক্রিপ্ট থেকে কমেডি, গল্প, অভিনয় সবটাই দর্শকদের ভীষণই জনপ্রিয়। এই ছবির গল্প আবর্তিত হয়েছিল ইঞ্জিনিয়ারিং কলেজের তিন বন্ধুকে ঘিরে, যে চরিত্রে দেখা গিয়েছিল আমির খান, আর মাধবন এবং শরমন যোশীকে। থ্রি ইডিয়টস ছবিতেই একটি দৃশ্যে দেখা গিয়েছিল মধ্যরাতে মদ্যপান করে তিন অভিনেতা তাঁদের কলেজের ডিনের বাড়ির দরজায় গিয়ে প্রস্রাব করে আসছেন। এবার আর মাধবন জানালেন তাঁরা তিনজন সত্যিই সেই দৃশ্যের শ্যুটিংয়ের সময় মদ্যপান করেছিলেন।
আরও পড়ুন: '২০০৯ সাল থেকে এখনও...' গত ১৫ বছরে একবারও বাজাননি হর্ন! সচেতন নাগরিক হওয়ার বার্তা ‘ভূমি’র সৌমিত্রর
আরও পড়ুন: 'কেউ নেই...' ইন্ডাস্ট্রিতে ৫০ বছর পার, তবুও কোনও বন্ধু নেই কল্যাণীর!
এই বিষয়ে আর মাধবন জানান, 'আমিরের বুদ্ধি ছিল যে কোনও মদ খেয়ে মাতলামি করার দৃশ্যে মাতাল হওয়ার অভিনয় করবে না। বরং সত্যি মদ খেয়ে স্বাভাবিক অভিনয় করো।' তখন মিস্টার পারফেকশনিস্টের কথাতেই তাঁরা তিনজন মদ খান এবং শ্যুটিং করতে যান।
মাধবন আরও জানান, তাঁরা সে রাত্রে ৮টা থেকে মদ খাওয়া শুরু করেন। কারণ তাঁদের শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল ৯টা থেকে। কিন্তু ব্যাঙ্গালুরুর সেই ঠান্ডা আবহাওয়া আর মদের নেশা যে মাথায় চড়ে বসবে তাঁরা বুঝতে পারেননি! অভিনেতার কথায়, 'আমরা একদম স্বাভাবিক ছিলাম। কিন্তু বুঝিনি যে আমরা ঘণ্টার পর ঘণ্টা সময় নিচ্ছি সংলাপ বলতে!'
এদিন তিনি আরও জানান ফারহানের চরিত্রটি তার বাবার থেকে যেমন বকা খেত আর মাধবন নিজেও তাঁর ব্যক্তিগত জীবনে তাঁর বাবার থেকে এমন বকা খেয়েছেন। ক্লাস ৮ এ তিনি ফেল করেছিলেন, তখনই তাঁর বাবা তাঁকে বেজায় বকেছিলেন।
আরও পড়ুন: পুত্র সন্তানের জন্ম দিলেন সিধু মুসওয়ালার মা, গায়কের বাবা লিখলেন, 'আপনাদের আশীর্বাদেই...'
থ্রি ইডিয়টস প্রসঙ্গে
২০০৯ সালে মুক্তি পেয়েছিল থ্রি ইডিয়টস। রাজকুমার হিরানি পরিচালিত এই ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল। এখানে মুখ্য ভূমিকায় আমির খান, করিনা কাপুর, বোমান ইরানি, আর মাধবন এবং শরমন যোশীকে দেখা গিয়েছিল।
শয়তান প্রসঙ্গে
আর মাধবনকে বর্তমানে শয়তান ছবিতে দেখা যাচ্ছে। তাঁর সঙ্গে এখানে অজয় দেবগন, জ্যোতিকা প্রমুখ আছেন। বিকাশ বহেল এই ছবিটির পরিচালনা করেছেন।