প্রায় দুই বছর আগে গুলি করে হত্যা করা হয়েছিল সিধু মুসওয়ালাকে। সেই পঞ্জাবি গায়কের খুনের পর আবারও সন্তান প্রসব করলেন তাঁর মা। পুনরায় বাবা মা হলেন তাঁরা। আবারও এক পুত্র সন্তানের জন্ম দিলেন তাঁরা। আর সেই কথা নিজেই সিধু মুসওয়ালার বাবা সরদার বলকৌর সিধু সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নিলেন।
আরও পড়ুন: 'যাদবপুর তৃণমূলকে নিয়ে বিরক্ত...', লড়াইয়ে নেমেই হুংকার সৃজনের, সিপিআইএমের প্রার্থীকে নিয়ে কী বললেন সায়নী?
ফের বাবা মা হলেন সিধু মুসওয়ালার বাবা মা
সিধু মুসওয়ালার বাবা মা নতুন করে সন্তান সুখ পেলেন। তাঁদের সংসার আলো করে এল আরেক সন্তান। সিধু মুসওয়ালার মৃত্যুর প্রায় দুই বছর পর তার জন্ম হল। এদিন সেই কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সরদার বলকৌর সিধু লেখেন, 'লক্ষ লক্ষ মানুষের আশীর্বাদে আমাদের জীবনে শুভর ছোট ভাই এল। যাঁরা শুভদীপকে ভালোবাসতেন তাঁদের আশীর্বাদে এটা সম্ভব হল। ওয়াহেগুরুর আশীর্বাদে পরিবারের সবাই ভালো আছেন। সবাইকে ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ।'
আরও পড়ুন: ঠিক যেন দম মারো দমের জিনাত! প্রকাশ্যে শ্রীলেখার আইটেম গার্ল লুক, অভিনেত্রীর নাচ দেখা যাবে কোন ছবিতে?
এদিন সরদার বলকৌর সিধু যে ছবিটি শেয়ার করেছেন সেখানে তাঁকে কোলে নবজাতককে নিয়ে বসে থাকতে দেখা যাচ্ছে। সামনে একটি কেক রাখা। পাশে রয়েছে সিধু মুসওয়ালার একটি ছবি।
প্রসঙ্গত সিধু মুসওয়ালার বাবার বয়স ৬০ এবং মায়ের বয়স ৫৮। তাঁরা এই বয়সে এসে আইভিএফ পদ্ধতির সাহায্যে এই সন্তানের জন্ম দিয়েছেন। বিদেশে গিয়ে এই চিকিৎসা করে এসেছেন তাঁরা। ২০২২ সালের ২৯ মে খুন হন সিধু মুসওয়ালা। তিনি সেই বছর কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন। এরপরই হত্যা করা হয়। তাঁর মৃত্যুর পর প্রতিবাদ চেয়ে গর্জে ওঠেন তাঁর ভক্তরা। মৃত্যুর পরও বেশ কয়েকটি গান মুক্তি পেয়েছিল সিধু মুসওয়ালার।