সকলেই জানেন দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় ধুমধাম করে বসন্ত উৎসব পালিত হয়, আর এই জায়গাগুলোর মধ্যে অন্যতম হল গলফগ্রিন। প্রভাতফেরী, নাচ গানের মাধ্যমে দারুণ ভাবে পালিত হয় বসন্ত উৎসব। আর সেখানেই এবার উপস্থিত ছিলেন যাদবপুর কেন্দ্রের এবারের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ। অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী এখানে এদিন রঙে রঙে যেন জনসংযোগ সারলেন।
বসন্ত উৎসবে সায়নী ঘোষ
সোমবার সকালে বসন্ত উৎসব উপলক্ষ্যে গলফগ্রিনের অনুষ্ঠানে পৌঁছে যান সায়নী ঘোষ। যাদবপুর লোকসভা কেন্দ্রের এই জায়গাটিতে স্থানীয় এবং উপস্থিত অন্যান্যদের সঙ্গে নাচে গানে মেতে ওঠেন তিনি। পুরোদমে উপভোগ করলেন বসন্ত উৎসবের মজা।
তবে এদিন অন্যান্য রঙের তুলনায় যেন একটু বেশিই সবুজ আবির উড়ল এখানে। গালে সবুজ আবির লাগিয়ে তিনি তাঁর দলকেই ভোট দেওয়ার বার্তা যেন ছড়িয়ে দিলেন এই আনন্দ অনুষ্ঠানের মাধ্যমে। এদিন সায়নী স্পষ্ট ভাবেই জানিয়ে দেন, নির্বাচনের ফল ঘোষণা হবে যখন তখন গোটা রাজ্যজুড়ে কেবল সবুজ আবির উড়বে।
কীভাবে দোল কাটাবেন সায়নী?
এদিন সায়নী ঘোষ জানান তিনি তাঁর বন্ধু এবং পরিবারের সঙ্গে রঙের উৎসব পালন করবেন। গলফগ্রিনের বসন্ত উৎসব থেকে বেরিয়ে তিনি হুডখোলা গাড়িতে তিনি প্রচার সারেন। তাঁর সঙ্গে ছিলেন আরেক অভিনেত্রী, তথা তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র।
আরও পড়ুন: 'কোনও সেন্স নেই...' বরকে দিয়ে পদসেবা, চরম কটাক্ষের মুখে এবারের CCL-এর নায়ক রাহুলের স্ত্রী প্রীতি
যাদবপুরে এবার সায়নী বনাম সৃজন
কিছুদিন আগেই যাদবপুর কেন্দ্রে প্রচার করার সময় মুখোমুখি হন সিপিআইএম এবং তৃণমূল প্রার্থী। এবারের লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়িয়েছেন সায়নী ঘোষ। অন্যদিকে সিপিআইএমের থেকে টিকিট পেয়েছেন সৃজন ভট্টাচার্য। দুজনেই ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছেন। এদিন তেমন ভাবেই প্রচারে বেরিয়েছিলেন দুজনে আর তখনই মুখোমুখি দেখা হল তাঁদের। না কেউই মুখ ঘুরিয়ে চলে যাননি। বরং সৌজন্য বিনিময় সারলেন। কথা বললেন একে অন্যের সঙ্গে। তারপর ফের যে যার মতো প্রচারে ব্যস্ত হয়ে পড়েন।