বাংলা নিউজ > বায়োস্কোপ > Negative: 'নেগেটিভ'-এর একফ্রেমে রাহুল-দেবলীনা, প্রকাশ্যে বাপ্পার নতুন ছবির ফার্স্ট লুক

Negative: 'নেগেটিভ'-এর একফ্রেমে রাহুল-দেবলীনা, প্রকাশ্যে বাপ্পার নতুন ছবির ফার্স্ট লুক

প্রকাশ্যে রাহুল-দেবলীনার নতুন ছবি 'নেগেটিভ'-এর ফার্স্ট লুক

Negative: আসছে নতুন ছবি। এই ছবিতেই প্রথমবার জুটি বাঁধতে চলেছেন রাহুল বন্দ্যোপাধ্যায় এবং দেবলীনা দত্ত। প্রকাশ্যে এল প্রথম লুক।

এই প্রথমবার জুটি বাঁধতে চলেছেন রাহুল বন্দ্যোপাধ্যায় এবং দেবলীনা দত্ত। তাঁদের জুটির এই ছবিটির নাম নেগেটিভ। কিন্তু নামেই কেন এত নেতিবাচকতা? না না, এই নেগেটিভ, সেই নেগেটিভ নয়। বরং এটি ছবির নেগেটিভ। কিন্তু সেটাই কেন ছবির নাম? চলুন জেনে নেওয়া যাক।

রাহুল এবং দেবলীনার নতুন ছবি নেগেটিভ

বাপ্পা পরিচালিত এই ছবিটিতে উঠে আসবে বিশ্বকর্মা এবং তার স্ত্রী মালার কথা। বিশ্বকর্মা পেশায় একজন ফটোগ্রাফার। কিন্তু তাঁর ছবি তোলার ধরন, ভাবনাকে কেউ বুঝতেই চায় না। ফলে কাজ জোটে না তাঁর। জোটে কেবল মৃত মানুষের ছবি তোলার বায়না। অন্যদিকে তার স্ত্রী মালার প্রবল টানাটানির মধ্যেও কোথাও একটা তার স্বামীর প্রতি একধরণের সম্মান মেশানো মমত্ববোধ কাজ করে। কিন্তু বিশ্বকর্মা নিজের মনোজগতে ক্রমশঃ একা হতে শুরু করে। গল্পের পটপরিবর্তনের মধ্যে দিয়ে একটা সময়ে, মালা আর বিশ্বকর্মা এসে পৌঁছয় এমন একটা জায়গায় যেখানে দুজনকেই দুটি চূড়ান্ত অনভিপ্রেত সিদ্ধান্ত নিতে হয়। কি সেই সিদ্ধান্ত? কি হয় তাদের পরিণতি? একজন শিল্পী কি এই সময় দাঁড়িয়ে শেষ পর্যন্ত নিজের শিল্পবোধ নিয়ে টিকে থাকতে পারেন? সেটা নিয়েই নেগেটিভ ছবির গল্প।

আরও পড়ুন: 'লালমোহন বাবুকে বলে দে...' শুরু ভূস্বর্গ ভয়ঙ্করের প্রস্তুতি, আপডেট দিয়ে কী জানালেন টোটা?

আরও পড়ুন: তৃতীয়বার ছাদনাতলায় গেলেও ফাঁক নেই আয়োজনে! প্রকাশ্যে কাঞ্চন-শ্রীময়ীর রাজকীয় বিয়ের কার্ড

এই ছবিতে বিশ্বকর্মার চরিত্রে দেখা যাবে রাহুল বন্দ্যোপাধ্যায়কে। অন্যদিকে মালার চরিত্রে থাকবেন দেবলীনা দত্ত। এছাড়া অন্যান্য ভূমিকায় আছেন শ্রীলেখা মিত্র, রানা বসু ঠাকুর, প্রমুখ।

<p>নেগেটিভের সেটে পরিচালক বাপ্পার সঙ্গে রাহুল</p>

নেগেটিভের সেটে পরিচালক বাপ্পার সঙ্গে রাহুল

নেগেটিভ নিয়ে কী বললেন রাহুল দেবলীনা?

এই ছবির বিষয়ে রাহুল বলেন, 'নেগেটিভ ছবিটা আমার তো নিজের করে খুব ভালো লেগেছে, তার একটা কারণ হচ্ছে এর অনেকগুলো স্পেস আছে, আর গল্পটা লিনিয়ার স্ট্রাক্চার ফলো করলেও কখনও কখনও নন লিনিয়ার হয়ে উঠেছে, আবার কখনও থট স্পেসে চলে গেছে। আর সেই স্পেসগুলোতে অভিনয় করা অভিনেতা হিসেবে খুব চ্যালেঞ্জিং ছিল, এবং এই ছবিতে আরও একটি ইন্টারেস্টিং জিনিস হচ্ছে পিতা-পুত্র দুটি চরিত্রেই আমি অভিনয় করেছি, সেটা মজা লেগেছে করতে।'

আরও পড়ুন: 'বলে ও আমার বড় ছেলে নয়...', লিঙ্গ বদলাতেই সন্তানকে অস্বীকার মায়ের! দিদি নম্বর ওয়ানে বন্যার মেয়ে হয়ে ওঠার গল্প

অন্যদিকে দেবলীনার মতে, 'নেগেটিভের স্ক্রিপ্ট শোনা মাত্রই আমাকে আকর্ষিত করেছিল। যখন পরিচালক বাপ্পা গল্পটা শোনায় তখনই আমি প্রজেক্টটা করতে রাজি হই। এই গল্পে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বিশ্বকর্মার সঙ্গে মালার চরিত্রের কেমিস্ট্রি। শ্যুটিং ফ্লোরে খুবই ভালো পরিবেশ ও সহঅভিনেতা পেয়েছি, ফলে আমার কাজ করতে দারুণ সুবিধা হয়েছে। এই গল্প সত্যিই বিরল, আশা করব, দর্শকের মন ছুয়ে যাবে।'

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

মধ্যস্থতা চান না জুনিয়র ডাক্তাররা, এবার খোলাচিঠিতে রাজ্যকে তোপ সব্যসাচী-অনীকদের 'অত্যন্ত সংবেদনশীল...', ভারত-কানাডা সংঘাতের আবহে মোদীকে বার্তা কংগ্রেসের ফের মূল্যবৃদ্ধি, একগুচ্ছ ওষুধের দাম বাড়ল ৫০ শতাংশ! তালিকায় কী কী? তৃণমূলের গোষ্ঠীদ্বন্দে মুর্শিদাবাদে খুন, অভিযোগের তির হুমায়ুঁ কবিরের দিকে ৪ দিন আগেই হারিয়েছেন বাবাকে! দেশের স্বার্থে তবু মাঠে পাক অধিনায়ক! চোখ ভিজল জলে… কলকাতা পুলিশের ১৬৩ ধারা জারিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের হল মামলা একসঙ্গে সুনিধি-শ্রেয়া! 'ছ্যায়লা'র সুরে মুগ্ধ নেটপাড়া বলছে, 'স্বপ্ন সত্যি হল…' আজ বাদে কাল লক্ষ্মীপুজো, পাঁচালি জোগার করেছেন? দরকার নেই, পড়ে নিন এখান থেকে ট্রুডোর মুখোশ খুললেন তাঁরই দেশের লোক! বিষ্ণোই গ্যাংয়ের যোগের দাবি কানাডার ‘থুতু মিশিয়ে খাবার পরিবেশন’! জোড়া অধ্যাদেশ জারি করে কড়া আইন আনছে যোগী সরকার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.