দিদি নম্বর ওয়ানে এদিন খেলতে এসেছিলেন রূপান্তরকামী মহিলারা। তাঁদের অন্যতম ছিলেন লেখিকা তথা সমাজসেবিকা বন্যা কর। তিনি এদিন দিদির মঞ্চে নিজের লড়াইয়ের কথা জানান। জানান লিঙ্গ বদলানোর পর কীভাবে তাঁর মা পর্যন্ত তাঁকে অস্বীকার করেন সন্তান হিসেবে পরিচিতি দিতে।
দিদি নম্বর ওয়ানে বন্যা কর
দিদি নম্বর ওয়ানে এসে এদিন বন্যা জানান যখন তিনি সমস্ত নিয়ম মেনে পুরুষ থেকে মহিলা হয়ে ওঠেন তখন তাঁকে সন্তান হিসেবে পরিচয় দিতে অস্বীকার করেন তাঁরই মা। জানান একা কীভাবে লড়াই করেছেন নিজের ইচ্ছে পূরণের জন্য।
আরও পড়ুন: নাম না করে আরিয়ান কাণ্ডে ফের শাহরুখকে হুঁশিয়ারি সমীরের! বললেন, 'পদ ফিরে পেলে...'
আরও পড়ুন: জল্পনায় সিলমোহর, বাবা-মা হতে চলেছেন দীপিকা রণবীর, কবে আসছে প্রথম সন্তান?
রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে গিয়ে এদিন বন্যা বলেন 'আমার বড় হয়ে ওঠা মধ্য কলকাতায়। আমি ছোটবেলা থেকেই আমি ভীষণ এ রকমই। মানে মেয়েলি। এভাবেই বড় হওয়া। ২০১৮ সালের অগস্ট মাসে আচমকাই বাবা চলে যান। তিনি আমাদের পৈতৃক বাড়িতে আত্মহত্যা করেন। আমি তখন ওই বাড়িতেই থাকতাম। বাবা মাঝে মধ্যে আসত। বাবা মারা যাওয়ার পর আমার ভাই বলে আমি বিয়ে করেছি। সংসার হয়েছে আমি এখানে থাকব। আমায় ওই বাড়ি থেকে বের করে দেয়। আমি ওই একই পাড়ায় ভাড়া বাড়িতে যেখানে মা থাকত, আমি সেখানে এসে থাকা শুরু করি। তারপর ২০২২ সালে মা আমার এই বদল মেনে নিতে পারে না। আমায় বের করে দেয়।' এরপর তিনি জানান, 'বাড়ি থেকে বেরিয়ে আসার পর মায়ের সঙ্গে আমার সম্পর্ক ভালো হয়। এই কিছুদিন আগেও মায়ের কাছে গিয়েছিলাম মায়ের পছন্দের ফল নিয়ে। তখন এক পরিচিতা যখন জিজ্ঞেস করেন তুই বদলে যাচ্ছিস কেন? মাকে বলে এটা তোর বড় ছেলে না? তখন মা আমায় অস্বীকার করে। বলে না ও আমার জায়ের ছেলে।'
এদিন কথায় কথায় বন্যা জানান তিনি ২০১৯ সালে হিউম্যান রাইটস নিয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে বেসরকারি সংস্থায় কর্মরত। পাশাপাশি তিনি লেখালিখিও করেন। নিজের একটি বই এদিন রচনা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেন। সেটা হাতে নিয়ে সঞ্চালিকা বন্যার মায়ের উদ্দেশ্যে বলেন, 'ও আপনার ছেলে হোক বা মেয়ে, গর্ব করে বলুন বন্যা কর আপনার সন্তান।' একই সঙ্গে লেখিকা জানান, 'আমার মায়ের পছন্দের অভিনেত্রী আপনি। আর সেই আপনি আমায় মহিলা হিসেবে স্বীকৃতি দিলেন, এটা অনেক বড় ব্যাপার আমার কাছে।'
দিদি নম্বর ওয়ান প্রসঙ্গে
দিদি নম্বর ওয়ান বাংলার অন্যতম পুরনো রিয়েলিটি শো। রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত এই শো প্রতি সোমবার থেকে শনিবার পর্যন্ত বিকেল পাঁচটা থেকে সম্প্রচারিত হয়। অন্যদিকে রবিবার রাত আটটা থেকে দেখা যায় এই শো।